ETV Bharat / bharat

Budget Session 2023: আদানি ও গণতন্ত্র বিপন্ন ইস্যুতে উত্তাল সংসদ, দুই কক্ষেই স্থগিত অধিবেশন - স্থগিত দুই কক্ষের অধিবেশন

শাসক-বিরোধী দু’পক্ষের হট্টগোলে দিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন (Budget Session 2023) ৷ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি তোলে বিরোধীরা ৷ অন্যদিকে, রাহুল গান্ধিকে ‘গণতন্ত্র’ ইস্যুতে ক্ষমা চাইতে হবে ৷ এই দাবিতে সরব হয় বিজেপি ৷

Budget Session 2023 ETV BHARAT
Budget Session 2023
author img

By

Published : Mar 20, 2023, 4:22 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ: সংসদে সপ্তাহের প্রথমদিন বাজেট সেশনে হট্টগোল ৷ আদানি ইস্যুতে বিরোধীদের তদন্তের দাবিতে উত্তাল হল সংসদের দুই কক্ষ ৷ দফায় দফায় মুলতুবি হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ শেষমেশ দিনের মতো দুই কক্ষের অধিবেশন স্থগিত করে দেওয়া হয় (Lok Sabha and Rajya Sabha Adjourn for The Day) ৷ এদিন অধিবেশনে বিরোধীরা আদানিদের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি তোলে ৷ আর এই নিয়ে দ্বিতীয় দফার বাজেট অধিবেশনে আজকেও তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় সংসদে ৷ ফলে কোনওরকম সংসদীয় প্রক্রিয়া এদিন কার্যকর করা সম্ভব হয়নি ৷

মূলত, দু’টো ইস্যুতে সোমবার উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ প্রথমটি আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা শেয়ারবাজারে বেনিয়ম করার অভিযোগে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি ৷ বিরোধীরা নিজেদের দাবিতে শুরু থেকে অনড় রয়েছে ৷ আর দ্বিতীয় কারণ, এনডিএ জোটের তরফে রাহুল গান্ধিকে নিশানা ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুলের ‘বিপদের মুখে গণতন্ত্র’ মন্তব্যের জন্য রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে আজও শোরগোল হয় লোকসভা ও রাজ্যসভায় ৷

প্রথম দফায় বেলা 2টো পর্যন্ত দুই কক্ষের অধিবেশন স্থগিত করে দেওয়া হয় ৷ 2টো'র পর অধিবেশন শুরু হয় ৷ কিন্তু, আদানি ইস্যুতে বিরোধীরা এবং রাহুল গান্ধিকে নিয়ে বিজেপি ফের হট্টগোল শুরু করে সংসদের দুই কক্ষে ৷ অধ্যক্ষের শত অনুরোধেও কোনওপক্ষই শান্ত হয় না ৷ পরবর্তীতে এদিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷

গত সপ্তাহে লোকসভায় 20 মিনিটের জন্য বিরোধী পক্ষের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ আর এই বিষয়টিকে হাতিয়ার করে কংগ্রেস ৷ রাহুল গান্ধির কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে সরকারের এই পদক্ষেপকে হাতিয়ার করে তারা ৷ বলা হয়, ভারতে গণতন্ত্রের আওয়াজকে শাসক শিবির বন্ধ করে দিচ্ছে ৷ এমনকি সোশাল মিডিয়ায় কংগ্রেস ও তার জনপ্রতিনিধিরা সেই মুহূর্ত নিয়ে হওয়া একাধিক পোস্ট ও মিম শেয়ার করেন ৷ এমনকি সেই মুহূর্তের ভিডিয়ো ক্লিপও শেয়ার করা হয় ৷

আরও পড়ুন: রাহুল-কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করাই লক্ষ্য, মোদি-মমতাকে একযোগে আক্রমণ অধীরের

জানা গিয়েছে, লোকসভায় রাহুল গান্ধি লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার কাছে নিজের মন্তব্যের স্বপক্ষে বক্তব্য পেশের অনুমতি চান ৷ কিন্তু, রাহুলকে সেই অনুমতি দেননি অধ্যক্ষ ৷ এমনকি ‘ভারত জোড়ো যাত্রা’র সময় যে ধর্ষণের শিকার মহিলার কথা উল্লেখ করেছিলেন রাহুল ৷ সেই বিষয়ে তদন্তের জন্য রবিবার রাহুল গান্ধির বাড়িতে যায় দিল্লি পুলিশ ৷ সেই ইস্যুতেও এদিন সংসদ অধিবেশন উত্তাল হয় ৷

নয়াদিল্লি, 20 মার্চ: সংসদে সপ্তাহের প্রথমদিন বাজেট সেশনে হট্টগোল ৷ আদানি ইস্যুতে বিরোধীদের তদন্তের দাবিতে উত্তাল হল সংসদের দুই কক্ষ ৷ দফায় দফায় মুলতুবি হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ শেষমেশ দিনের মতো দুই কক্ষের অধিবেশন স্থগিত করে দেওয়া হয় (Lok Sabha and Rajya Sabha Adjourn for The Day) ৷ এদিন অধিবেশনে বিরোধীরা আদানিদের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি তোলে ৷ আর এই নিয়ে দ্বিতীয় দফার বাজেট অধিবেশনে আজকেও তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় সংসদে ৷ ফলে কোনওরকম সংসদীয় প্রক্রিয়া এদিন কার্যকর করা সম্ভব হয়নি ৷

মূলত, দু’টো ইস্যুতে সোমবার উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ প্রথমটি আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা শেয়ারবাজারে বেনিয়ম করার অভিযোগে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি ৷ বিরোধীরা নিজেদের দাবিতে শুরু থেকে অনড় রয়েছে ৷ আর দ্বিতীয় কারণ, এনডিএ জোটের তরফে রাহুল গান্ধিকে নিশানা ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুলের ‘বিপদের মুখে গণতন্ত্র’ মন্তব্যের জন্য রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে আজও শোরগোল হয় লোকসভা ও রাজ্যসভায় ৷

প্রথম দফায় বেলা 2টো পর্যন্ত দুই কক্ষের অধিবেশন স্থগিত করে দেওয়া হয় ৷ 2টো'র পর অধিবেশন শুরু হয় ৷ কিন্তু, আদানি ইস্যুতে বিরোধীরা এবং রাহুল গান্ধিকে নিয়ে বিজেপি ফের হট্টগোল শুরু করে সংসদের দুই কক্ষে ৷ অধ্যক্ষের শত অনুরোধেও কোনওপক্ষই শান্ত হয় না ৷ পরবর্তীতে এদিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷

গত সপ্তাহে লোকসভায় 20 মিনিটের জন্য বিরোধী পক্ষের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ আর এই বিষয়টিকে হাতিয়ার করে কংগ্রেস ৷ রাহুল গান্ধির কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে সরকারের এই পদক্ষেপকে হাতিয়ার করে তারা ৷ বলা হয়, ভারতে গণতন্ত্রের আওয়াজকে শাসক শিবির বন্ধ করে দিচ্ছে ৷ এমনকি সোশাল মিডিয়ায় কংগ্রেস ও তার জনপ্রতিনিধিরা সেই মুহূর্ত নিয়ে হওয়া একাধিক পোস্ট ও মিম শেয়ার করেন ৷ এমনকি সেই মুহূর্তের ভিডিয়ো ক্লিপও শেয়ার করা হয় ৷

আরও পড়ুন: রাহুল-কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করাই লক্ষ্য, মোদি-মমতাকে একযোগে আক্রমণ অধীরের

জানা গিয়েছে, লোকসভায় রাহুল গান্ধি লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার কাছে নিজের মন্তব্যের স্বপক্ষে বক্তব্য পেশের অনুমতি চান ৷ কিন্তু, রাহুলকে সেই অনুমতি দেননি অধ্যক্ষ ৷ এমনকি ‘ভারত জোড়ো যাত্রা’র সময় যে ধর্ষণের শিকার মহিলার কথা উল্লেখ করেছিলেন রাহুল ৷ সেই বিষয়ে তদন্তের জন্য রবিবার রাহুল গান্ধির বাড়িতে যায় দিল্লি পুলিশ ৷ সেই ইস্যুতেও এদিন সংসদ অধিবেশন উত্তাল হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.