পানিপথ, 15 মার্চ: স্ত্রীকে সঙ্গমে জোর করার অভিযোগ উঠল এইচআইভি পজিটিভ স্বামীর বিরুদ্ধে (HIV Separates Love Birds)৷ অভিযোগ, তিনি তাঁর স্ত্রীকে ভাইরাসে সংক্রমিত করে দেবেন বলেও হুমকি দিয়েছেন ৷ ওই মহিলা আদালতের কাছে এই অভিযোগ জানানোয়, একই বাড়িতে স্বামী ও স্ত্রীকে আলাদা থাকার নির্দেশ দিল আদালত ৷ হরিয়ানার পানিপথের ঘটনা (Seeking protection from HIV positive husband )৷
স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে গত বছর আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা ৷ তাঁর অভিযোগ শোনার পর আদালতের নির্দেশের প্রেক্ষিতে পানিপথের মহিলা সুরক্ষা আধিকারিক রজনী গুপ্তা ওই মহিলাকে একই বাড়িতে তাঁর স্বামীর থেকে আলাদা থাকতে বলেন ৷
তাঁর আবেদনে অভিযোগকারিণী মহিলা বলেন যে, তিনি 2009 সালে একটি মোবাইলের দোকানের অপারেটরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ৷ তাঁর সঙ্গে তিনি আম্বালায় পড়ার সময় ডেটিং করতেন । বিয়ের পর স্বামী একটি ফিটনেস সেন্টার খোলেন এবং ওই মহিলা নিজেও একটি হাসপাতালে কাজ শুরু করেন । মহিলাটি বলেছেন যে, তাঁর স্বামী 2018 সালে দুর্বল হতে শুরু করেন এবং হাসপাতালে চেকআপ করার পরে তাঁর এইচআইভি রিপোর্ট পজিটিভ আসে ৷
রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর স্বামী উলটে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন ৷ বারবার তিনি শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা । তাঁর অভিযোগ, তাঁর স্বামী তাঁকেও এইচআইভি সংক্রমিত করার হুমকি দেন । প্রতিদিনের এই হুমকিতে আতঙ্কিত হয়ে ওই মহিলা স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি । গত বছর তিনি মহিলা আদালতের দ্বারস্থ হন এবং গার্হস্থ্য হিংসার মামলা করেন ।
পানিপথের মহিলা সুরক্ষা আধিকারিক রজনী গুপ্তা আদালতের পরামর্শ মেনে ওই দম্পতির কাউন্সেলিং করেন এবং তাঁদের বলেন, তাঁরা একই বাড়িতে থাকবেন কিন্তু সঙ্গমে লিপ্ত হবেন না ৷ ওই মহিলার শাশুড়ি ইতিমধ্যেই তাঁর 10 বছর বয়সি নাতি এবং পুত্রবধূর জন্য বাড়িতে আলাদা ঘর তৈরির প্রক্রিয়া শুরু করেছেন যাতে তাঁরা একই বাড়িতে আলাদাভাবে থাকতে পারেন ।
মহিলাটি বলেছেন যে, তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতে চান না ৷ তবে তাঁর ছেলের ভবিষ্যতের স্বার্থে তিনি স্বামীর সঙ্গে একই বাড়িতে থাকতে রাজি হয়েছেন এই শর্তে যে, তিনি বাড়িতে থাকবেন তবে স্বামীর সঙ্গে থাকবেন না । স্বামী আলাদা ঘরে থাকবেন । তিনি দুঃখ করে বলেছেন, "প্রতিদিনের ঝগড়ার কারণে স্বামীর সঙ্গে সংসার করা কঠিন হয়ে পড়েছে । সে আমাকে প্রতিদিন এইচআইভি সংক্রমিত করার হুমকি দেয় ৷"