শ্রীনগর, 22 জুন : জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ আগামী বৃহস্পতিবার সেই বৈঠক হতে চলেছে ৷ সেখানে যোগ দেওয়ার কথা জানাল জম্মু ও কাশ্মীরের গুপকর জোট (Gupkar Alliance) ৷ মঙ্গলবার জোটের পক্ষ থেকে এই কথা জানান ভূস্বর্গের বর্ষীয়ান রাজনৈতিক নেতা ফারুক আবদুল্লা (Farooq Abdullah) ৷
2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ধারা ৷ তার পর জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় ৷ জম্মু ও কাশ্মীর ও লাদাখ (Ladakh) - দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় ৷ তার পর থেকে এই প্রথম প্রধানমন্ত্রী নিজে জম্মু ও কাশ্মীর নিয়ে বড় কোনও উদ্যোগ নিলেন ৷
নয়াদিল্লির একটি সূত্র জানাচ্ছে যে, গত সপ্তাহে এই নিয়ে বৈঠকের সিদ্ধান্ত হয় ৷ সম্ভবত জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) থেকে আবার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ বিধানসভা নির্বাচনও হবে ৷ সেই নিয়েও আলোচনা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু বিষয়টি সামনে আসার পর থেকে প্রশ্ন উঠছিল যে ভূস্বর্গের রাজনৈতিক নেতারা কি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেবেন ? মঙ্গলবার দেখা গেল, তাঁরাও আলোচনার টেবলে বসতে রাজি ৷
আরও পড়ুন : এবার ভ্যাকসিনেশনের স্লট বুক করা যাবে পেটিএম-এ , দেখে নিন কীভাবে ...
এদিন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তিনি ছাড়াও থাকবেন পিপলস ডেমোক্রেটিকর প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti) এবং সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামি ৷ সেখানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তাঁরা নিজেদের দাবি তুলে ধরবেন বলে জানিয়েছেন ৷ আর সেই দাবির মধ্যে অবশ্যই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিষয়টিও থাকবে ৷
উল্লেখ্য, গুপকর জোট হল ভূ-স্বর্গের সাতটি রাজনৈতিক দলের একটি জোট ৷ যা গঠিত হয় গত বছর ৷ যে জোটের মূল উদ্দেশ্য হল জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনা ৷ আর এই নিয়ে কোনও আপোস করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মেহবুবা মুফতি ৷
আরও পড়ুন : Mumbai Dhobi Ghat : 'কোভিড যোদ্ধা' সম্মান চান মুম্বইয়ের ধোবি ঘাটের ধোপারাও
এদিকে জম্মু ও কাশ্মীর নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের তরফে একদফা বৈঠকও হয়ে গিয়েছে ৷ সেই বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তিনি বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে ৷