ETV Bharat / bharat

Chidambaram and Rijiju on Sedition Law : রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে বিবাদে জড়ালেন চিদম্বরম, রিজিজু - রাষ্ট্রদোহ আইন নিয়ে বিতর্ক

দেশদ্রোহ আইন নিয়ে টুইট যুদ্ধ ৷ বিবাদে জড়ালেন পি চিদম্বরম ও কিরেন রিজিজু (P Chidambaram and Kiren Rijiju fight over Sedition Law) ৷ সম্প্রতি, লোকসভায় কিরেন জানান, দেশদ্রোহ আইন তুলে দেওয়ার কথা ভাবছে না স্বরাষ্ট্র মন্ত্রক ৷ পাল্টা চিদম্বরম এই আইনের অপপ্রয়োগ নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন ৷ জবাবে কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্নের মুখে ফেলে দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷

p chidambaram and kiren rijiju fight over sedition law
P Chidambaram and Kiren Rijiju fight over Sedition Law : রাষ্ট্রদোহ আইন নিয়ে বিবাদে জড়ালেন চিদম্বরম-রিজিজু
author img

By

Published : Dec 11, 2021, 5:53 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : দেশদ্রোহ আইনের প্রয়োগ ও বিলুপ্তি নিয়ে বিবাদে জড়ালেন পি চিদম্বরম ও কিরেন রিজিজু (P Chidambaram and Kiren Rijiju fight over Sedition Law) ৷ আসলে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়ে দিয়েছেন, দেশদ্রোহ আইন তুলে দেওয়ার কথা ভাবছে না স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই প্রসঙ্গে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্য হল, আইন প্রত্যাহার যে করা হবে না, সেটা মন্ত্রী জানিয়েছেন ৷ কিন্তু, এই আইনের আওতায় কতজন নিরাপরাধকে পাকড়াও করা হয়েছে, সেটা তিনি বলেননি ৷ পাল্টা রিজিজুর প্রশ্ন, কংগ্রেসের সরকার কেন্দ্রের ক্ষমতায় থাকাকালীন কত হাজার মানুষের উপর এই আইন প্রয়োগ করা হয়েছিল ?

আরও পড়ুন : President Ramnath Kovind at IMA : সেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে বিপিন রাওয়াতের স্মৃতিচারণ রাষ্ট্রপতির

শুক্রবার লোকসভায় বক্তব্য পেশের সময় কিরেন রিজিজু জানান, স্বরাষ্ট্র মন্ত্রক ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code) বা আইপিসি-র (IPC) 124এ ধারাটিকে (Section 124A) তুলে দেওয়ার কোনও প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে না ৷ উল্লেখ্য, এই ধারার আওতাতেই দেশদ্রোহিতা সংক্রান্ত অভিযোগগুলির মামলা চলে ৷

সংসদে রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্ন তোলেন অসমের সাংসদ বদরুদ্দিন আজমল (Assam MP Badruddin Ajmal on Sedition Law) ৷ তাঁর দাবি ছিল, সম্প্রতি সুপ্রিম কোর্ট তার একটি পর্যবেক্ষণে জানায়, রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত এই আইন ঔপনিবেশিক আমলের (Supreme Court on Sedition Law) ৷ এবং দীর্ঘদিন ধরে এই আইনের অপব্যবহার করা হয়েছে ৷ এই প্রসঙ্গ উল্লেখ করেই কেন্দ্রের অবস্থান জানতে চান বদরুদ্দিন ৷ জবাবে কিরেন বলেন, ‘‘মাননীয় শীর্ষ আদালতের কোনও রায়দান বা নির্দেশে এই ধরনের কোনও পর্যবেক্ষণ পাওয়া যায়নি ৷’’

  • How many thousand sedition cases were slapped on people by Congress Govt ?

    Law Minister may not read newspaper but Law Minister knows that media reports do not become part of official Depart records.

    Hon’ble SC is aware of how to make observations & how to pass formal orders! https://t.co/2sVU4ZANaI

    — Kiren Rijiju (@KirenRijiju) December 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Pinaka ER Successful Test Firing : পোখরানে পিনাকা রকেটের বর্ধিত সংস্করণের সফল ট্রায়াল

এরপরই কিরেন রিজিজুকে নিশানা করেন চিদম্বরম ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রীর দাবি, রাষ্ট্রদ্রোহ আইনকে বাতিল করার কোনও প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে না বলেই তাঁকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ কিন্তু, তিনি যেটা বলেননি, সেটা হল, এই আইনের আওতায় নিরাপরাধ মানুষকে পাকড়াও করার প্রস্তাব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৷’’ একইসঙ্গে চিদম্বরমের কটাক্ষ, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রী খবরের কাগজে প্রকাশিত সুপ্রিম কোর্টের শুনানি সংক্রান্ত খবরগুলিও পড়েন না ৷ এটাও তিনি বলেননি ৷’’ এরপরই কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করেন কেন্দ্রের বর্তমান আইনমন্ত্রী ৷ যুদ্ধ চলে টুইটারে ৷

কলকাতা, 11 ডিসেম্বর : দেশদ্রোহ আইনের প্রয়োগ ও বিলুপ্তি নিয়ে বিবাদে জড়ালেন পি চিদম্বরম ও কিরেন রিজিজু (P Chidambaram and Kiren Rijiju fight over Sedition Law) ৷ আসলে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়ে দিয়েছেন, দেশদ্রোহ আইন তুলে দেওয়ার কথা ভাবছে না স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই প্রসঙ্গে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্য হল, আইন প্রত্যাহার যে করা হবে না, সেটা মন্ত্রী জানিয়েছেন ৷ কিন্তু, এই আইনের আওতায় কতজন নিরাপরাধকে পাকড়াও করা হয়েছে, সেটা তিনি বলেননি ৷ পাল্টা রিজিজুর প্রশ্ন, কংগ্রেসের সরকার কেন্দ্রের ক্ষমতায় থাকাকালীন কত হাজার মানুষের উপর এই আইন প্রয়োগ করা হয়েছিল ?

আরও পড়ুন : President Ramnath Kovind at IMA : সেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে বিপিন রাওয়াতের স্মৃতিচারণ রাষ্ট্রপতির

শুক্রবার লোকসভায় বক্তব্য পেশের সময় কিরেন রিজিজু জানান, স্বরাষ্ট্র মন্ত্রক ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code) বা আইপিসি-র (IPC) 124এ ধারাটিকে (Section 124A) তুলে দেওয়ার কোনও প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে না ৷ উল্লেখ্য, এই ধারার আওতাতেই দেশদ্রোহিতা সংক্রান্ত অভিযোগগুলির মামলা চলে ৷

সংসদে রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্ন তোলেন অসমের সাংসদ বদরুদ্দিন আজমল (Assam MP Badruddin Ajmal on Sedition Law) ৷ তাঁর দাবি ছিল, সম্প্রতি সুপ্রিম কোর্ট তার একটি পর্যবেক্ষণে জানায়, রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত এই আইন ঔপনিবেশিক আমলের (Supreme Court on Sedition Law) ৷ এবং দীর্ঘদিন ধরে এই আইনের অপব্যবহার করা হয়েছে ৷ এই প্রসঙ্গ উল্লেখ করেই কেন্দ্রের অবস্থান জানতে চান বদরুদ্দিন ৷ জবাবে কিরেন বলেন, ‘‘মাননীয় শীর্ষ আদালতের কোনও রায়দান বা নির্দেশে এই ধরনের কোনও পর্যবেক্ষণ পাওয়া যায়নি ৷’’

  • How many thousand sedition cases were slapped on people by Congress Govt ?

    Law Minister may not read newspaper but Law Minister knows that media reports do not become part of official Depart records.

    Hon’ble SC is aware of how to make observations & how to pass formal orders! https://t.co/2sVU4ZANaI

    — Kiren Rijiju (@KirenRijiju) December 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Pinaka ER Successful Test Firing : পোখরানে পিনাকা রকেটের বর্ধিত সংস্করণের সফল ট্রায়াল

এরপরই কিরেন রিজিজুকে নিশানা করেন চিদম্বরম ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রীর দাবি, রাষ্ট্রদ্রোহ আইনকে বাতিল করার কোনও প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে না বলেই তাঁকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ কিন্তু, তিনি যেটা বলেননি, সেটা হল, এই আইনের আওতায় নিরাপরাধ মানুষকে পাকড়াও করার প্রস্তাব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৷’’ একইসঙ্গে চিদম্বরমের কটাক্ষ, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রী খবরের কাগজে প্রকাশিত সুপ্রিম কোর্টের শুনানি সংক্রান্ত খবরগুলিও পড়েন না ৷ এটাও তিনি বলেননি ৷’’ এরপরই কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করেন কেন্দ্রের বর্তমান আইনমন্ত্রী ৷ যুদ্ধ চলে টুইটারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.