কলকাতা, 11 ডিসেম্বর : দেশদ্রোহ আইনের প্রয়োগ ও বিলুপ্তি নিয়ে বিবাদে জড়ালেন পি চিদম্বরম ও কিরেন রিজিজু (P Chidambaram and Kiren Rijiju fight over Sedition Law) ৷ আসলে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়ে দিয়েছেন, দেশদ্রোহ আইন তুলে দেওয়ার কথা ভাবছে না স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই প্রসঙ্গে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্য হল, আইন প্রত্যাহার যে করা হবে না, সেটা মন্ত্রী জানিয়েছেন ৷ কিন্তু, এই আইনের আওতায় কতজন নিরাপরাধকে পাকড়াও করা হয়েছে, সেটা তিনি বলেননি ৷ পাল্টা রিজিজুর প্রশ্ন, কংগ্রেসের সরকার কেন্দ্রের ক্ষমতায় থাকাকালীন কত হাজার মানুষের উপর এই আইন প্রয়োগ করা হয়েছিল ?
আরও পড়ুন : President Ramnath Kovind at IMA : সেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে বিপিন রাওয়াতের স্মৃতিচারণ রাষ্ট্রপতির
শুক্রবার লোকসভায় বক্তব্য পেশের সময় কিরেন রিজিজু জানান, স্বরাষ্ট্র মন্ত্রক ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code) বা আইপিসি-র (IPC) 124এ ধারাটিকে (Section 124A) তুলে দেওয়ার কোনও প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে না ৷ উল্লেখ্য, এই ধারার আওতাতেই দেশদ্রোহিতা সংক্রান্ত অভিযোগগুলির মামলা চলে ৷
সংসদে রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্ন তোলেন অসমের সাংসদ বদরুদ্দিন আজমল (Assam MP Badruddin Ajmal on Sedition Law) ৷ তাঁর দাবি ছিল, সম্প্রতি সুপ্রিম কোর্ট তার একটি পর্যবেক্ষণে জানায়, রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত এই আইন ঔপনিবেশিক আমলের (Supreme Court on Sedition Law) ৷ এবং দীর্ঘদিন ধরে এই আইনের অপব্যবহার করা হয়েছে ৷ এই প্রসঙ্গ উল্লেখ করেই কেন্দ্রের অবস্থান জানতে চান বদরুদ্দিন ৷ জবাবে কিরেন বলেন, ‘‘মাননীয় শীর্ষ আদালতের কোনও রায়দান বা নির্দেশে এই ধরনের কোনও পর্যবেক্ষণ পাওয়া যায়নি ৷’’
-
How many thousand sedition cases were slapped on people by Congress Govt ?
— Kiren Rijiju (@KirenRijiju) December 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Law Minister may not read newspaper but Law Minister knows that media reports do not become part of official Depart records.
Hon’ble SC is aware of how to make observations & how to pass formal orders! https://t.co/2sVU4ZANaI
">How many thousand sedition cases were slapped on people by Congress Govt ?
— Kiren Rijiju (@KirenRijiju) December 11, 2021
Law Minister may not read newspaper but Law Minister knows that media reports do not become part of official Depart records.
Hon’ble SC is aware of how to make observations & how to pass formal orders! https://t.co/2sVU4ZANaIHow many thousand sedition cases were slapped on people by Congress Govt ?
— Kiren Rijiju (@KirenRijiju) December 11, 2021
Law Minister may not read newspaper but Law Minister knows that media reports do not become part of official Depart records.
Hon’ble SC is aware of how to make observations & how to pass formal orders! https://t.co/2sVU4ZANaI
আরও পড়ুন : Pinaka ER Successful Test Firing : পোখরানে পিনাকা রকেটের বর্ধিত সংস্করণের সফল ট্রায়াল
এরপরই কিরেন রিজিজুকে নিশানা করেন চিদম্বরম ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রীর দাবি, রাষ্ট্রদ্রোহ আইনকে বাতিল করার কোনও প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে না বলেই তাঁকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ কিন্তু, তিনি যেটা বলেননি, সেটা হল, এই আইনের আওতায় নিরাপরাধ মানুষকে পাকড়াও করার প্রস্তাব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৷’’ একইসঙ্গে চিদম্বরমের কটাক্ষ, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রী খবরের কাগজে প্রকাশিত সুপ্রিম কোর্টের শুনানি সংক্রান্ত খবরগুলিও পড়েন না ৷ এটাও তিনি বলেননি ৷’’ এরপরই কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করেন কেন্দ্রের বর্তমান আইনমন্ত্রী ৷ যুদ্ধ চলে টুইটারে ৷