ETV Bharat / bharat

Bihar Hooch Tragedy: বিহারের ছাপরায় বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল 46 - বিহারের ছাপরায় বিষ মদ খেয়ে মৃত 40

ছাপরায় বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা 46 পার (Bihar Hooch Tragedy)৷ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ৷

ETV Bharat
Bihar Hooch Tragedy
author img

By

Published : Dec 15, 2022, 9:39 PM IST

ছাপরা (বিহার), 15 ডিসেম্বর: বিষমদ খেয়ে বিহারের ছাপরায় মৃতের সংখ্যা ছাড়াল 46 ৷ এই ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে নীতীশ কুমার সরকারকে ৷ আইন কড়াভাবে লাগু না-হওয়ায় রাজ্যে চোলাই মদ, বিষমদের কারবার চলছে বলে অভিযোগ বিরোধীদের ৷ বুধবার রাতের পর আরও 16 জনের মৃত্যু হয়েছে ছাপরায় (Over 40 dead in Bihar chapra hooch tragedy) ৷

এই ঘটনায় ইতিমধ্যেই তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ জানা গিয়েছে, ছাপরার পুলিশ সুপার মারহাউরার ডিএসপিকে বদলির সুপারিশ করেছে সরকারের কাছে ৷ পাশাপাশি, দাবি করেছেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের (Bihar Chapra hooch tragedy) ৷

আরও পড়ুন: রান্নাঘরে উদ্ধার তরুণীর দেহ, পলাতক বাবা-মায়ের বিরুদ্ধে নরবলির অভিযোগ

জেলা পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর ৷ রাজ্যের পাশাপাশি আন্তঃরাজ্য যানবাহন চলাচলের উপরেও নজরদারি চালাতে বলা হয়েছে ৷ ইসুপুর, মাশরাক, মারহাউরা ও আমনৌর ব্লকে বাড়ি বাড়ি তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

ছাপরা (বিহার), 15 ডিসেম্বর: বিষমদ খেয়ে বিহারের ছাপরায় মৃতের সংখ্যা ছাড়াল 46 ৷ এই ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে নীতীশ কুমার সরকারকে ৷ আইন কড়াভাবে লাগু না-হওয়ায় রাজ্যে চোলাই মদ, বিষমদের কারবার চলছে বলে অভিযোগ বিরোধীদের ৷ বুধবার রাতের পর আরও 16 জনের মৃত্যু হয়েছে ছাপরায় (Over 40 dead in Bihar chapra hooch tragedy) ৷

এই ঘটনায় ইতিমধ্যেই তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ জানা গিয়েছে, ছাপরার পুলিশ সুপার মারহাউরার ডিএসপিকে বদলির সুপারিশ করেছে সরকারের কাছে ৷ পাশাপাশি, দাবি করেছেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের (Bihar Chapra hooch tragedy) ৷

আরও পড়ুন: রান্নাঘরে উদ্ধার তরুণীর দেহ, পলাতক বাবা-মায়ের বিরুদ্ধে নরবলির অভিযোগ

জেলা পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর ৷ রাজ্যের পাশাপাশি আন্তঃরাজ্য যানবাহন চলাচলের উপরেও নজরদারি চালাতে বলা হয়েছে ৷ ইসুপুর, মাশরাক, মারহাউরা ও আমনৌর ব্লকে বাড়ি বাড়ি তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.