ETV Bharat / bharat

কোভিড টিকার 2.6 কোটি অব্যবহৃত ডোজ রয়েছে রাজ্যগুলির কাছে : কেন্দ্র - কোভিড টিকার খবর

2.6 কোটিরও বেশি কোভিড টিকার অব্যবহৃত ডোজ রয়ে গিয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও বেসরকারি হাসপাতালগুলির কাছে ৷ সোমবার এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

over-2-dot-60-cr-unutilised-covid-vaccine-doses-available-with-states-govt
কোভিড টিকার 2.6 কোটি অব্যবহৃত ডোজ রয়েছে রাজ্যগুলির কাছে : কেন্দ্র
author img

By

Published : Jul 19, 2021, 6:20 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই : 2.6 কোটিরও বেশি কোভিড টিকার অব্যবহৃত ডোজ এখনও রয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও বেসরকারি হাসপাতালগুলির হাতে ৷ সোমবার এমনই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

কেন্দ্রের দাবি, সোমবার সকাল 8টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, 42 কোটি 15 লক্ষ 43 হাজার 730টিরও বেশি টিকার ডোজ বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয়েছে ৷ তার মধ্যে ব্যবহার করা ও নষ্ট হয়ে যাওয়া ডোজের পরিমাণ 39 কোটি 55 লাখ 31 হাজার 378টি ৷ এখনও পর্যন্ত রাজ্য, কেন্দ্র ও বেসরকারি হাসপাতালগুলির হাতে 2 কোটি 60 লক্ষ 12 হাজার 352টি অব্যবহৃত ডোজ রয়েছে ৷

দেশজুড়ে কোভিড টিকাকরণ অভিযানে আরও গতি আনার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ 21 জুন থেকে বিনামূল্যে গোটা দেশে টিকাকরণ কর্মসুচি শুরু করেছে কেন্দ্র ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ফ্রিতে টিকার ডোজ পাঠানো হচ্ছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, টিকা কোম্পানিগুলির তৈরি করা টিকার ডোজের 75 শতাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেবে কেন্দ্র ৷ যদিও টিকার ঘাটতির জন্য নয়া টিকাকরণ কর্মসুচি শুরু করা যায়নি বলে দাবি করেছে বিভিন্ন রাজ্য ৷

নয়াদিল্লি, 19 জুলাই : 2.6 কোটিরও বেশি কোভিড টিকার অব্যবহৃত ডোজ এখনও রয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও বেসরকারি হাসপাতালগুলির হাতে ৷ সোমবার এমনই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

কেন্দ্রের দাবি, সোমবার সকাল 8টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, 42 কোটি 15 লক্ষ 43 হাজার 730টিরও বেশি টিকার ডোজ বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয়েছে ৷ তার মধ্যে ব্যবহার করা ও নষ্ট হয়ে যাওয়া ডোজের পরিমাণ 39 কোটি 55 লাখ 31 হাজার 378টি ৷ এখনও পর্যন্ত রাজ্য, কেন্দ্র ও বেসরকারি হাসপাতালগুলির হাতে 2 কোটি 60 লক্ষ 12 হাজার 352টি অব্যবহৃত ডোজ রয়েছে ৷

দেশজুড়ে কোভিড টিকাকরণ অভিযানে আরও গতি আনার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ 21 জুন থেকে বিনামূল্যে গোটা দেশে টিকাকরণ কর্মসুচি শুরু করেছে কেন্দ্র ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ফ্রিতে টিকার ডোজ পাঠানো হচ্ছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, টিকা কোম্পানিগুলির তৈরি করা টিকার ডোজের 75 শতাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেবে কেন্দ্র ৷ যদিও টিকার ঘাটতির জন্য নয়া টিকাকরণ কর্মসুচি শুরু করা যায়নি বলে দাবি করেছে বিভিন্ন রাজ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.