ETV Bharat / bharat

PM Modi on Opposition: বিজেপির নির্বাচনী পারফরম্যান্সই বিরোধীদের ঈর্ষার কারণ: প্রধানমন্ত্রী - রোধীদের পালটা জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর দাবি, তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের কারণ আসলে বিজেপির জোরদার নির্বাচনী পারফরম্যান্স ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, 6-14 এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস এবং বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পিছিয়ে পড়া জনজাতিদের সামাজিক ন্য়ায়বিচারের জন্য় প্রচার করতে হবে। (Oppositions attack on BJP good electoral performance Modi said)

Etv Bharat
বিরোধী দলগুলিকে তিব্র কটাক্ষ করেন মোদি
author img

By

Published : Mar 28, 2023, 5:19 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ: আর চুপ করে থাকা নয়, বরং বিরোধীদের পালটা জবাব দিতে বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহেরা ৷ এদিনের বৈঠক থেকে কার্যত আগামী লোকসভা ভোটের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বিরোধীদের প্রচারের পালটা রণকৌশলও বাতলে দিয়েছেন তিনি ৷

এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করেন মোদি ৷ মোদির দাবি, তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের কারণ আসলে বিজেপির জোরদার নির্বাচনী পারফরম্যান্স ৷ তিনি একরকম জোর দিয়ে বলেছেন, "ক্ষমতাসীন দল যত বেশি নির্বাচনে জয়লাভ করবে, তত বেশি আক্রমণের লক্ষ্যবস্তু হবে ৷" সূত্রের খবর, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা ৷ তা নিয়েই এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, 6 এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস এবং বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী ৷ 6 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত পিছিয়ে পড়া জনজাতিদের সামাজিক ন্য়ায়বিচারের জন্য় প্রচার করতে হবে। (Oppositions attack on BJP good electoral performance Modi said)

এদিন বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, "প্রধানমন্ত্রী দলের সাংসদদের 15 মে থেকে নিজেদের নির্বাচনী এলাকায় এক মাসের জন্য বিভিন্ন সরকারী প্রকল্পের প্রচার করতে বলেছেন ৷" অন্য়দিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, "প্রধানমন্ত্রী সাংসদদের নতুন প্রযুক্তি শেখার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেছেন ৷" পাশাপাশি প্রধানমন্ত্রী তার ভাষণে "মাদার আর্থ"-এর জন্য দলের নেতাদেরও কাজ করার আহ্বানও জানান।

আরও পড়ুন: তিনমাসের লড়াইয়ের শেষ, কুনোর জঙ্গলে মৃত্যু নামিবিয়া থেকে আগত 'সাশা'র

অবিরাম বিরোধীদের বিক্ষোভের জেরে এই মুহূর্তে উত্তপ্ত রাজধানী ৷ সূত্রের খবর, মোদি বৈঠকে জানান তিনি গুজরাত নির্বাচনের সময় বলেছিলেন এই ধরনের আন্দোলন আরও তীব্র হবে কারণ বিজেপি আরও বেশি করে নির্বাচনে জয়ী হবে। দল আরও তীব্র এবং নিম্ন স্তরের আক্রমণের মুখোমুখি হবে বলেও জানান তিনি ৷ তবে তাতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানান তিনি ৷

নয়াদিল্লি, 28 মার্চ: আর চুপ করে থাকা নয়, বরং বিরোধীদের পালটা জবাব দিতে বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহেরা ৷ এদিনের বৈঠক থেকে কার্যত আগামী লোকসভা ভোটের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বিরোধীদের প্রচারের পালটা রণকৌশলও বাতলে দিয়েছেন তিনি ৷

এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করেন মোদি ৷ মোদির দাবি, তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের কারণ আসলে বিজেপির জোরদার নির্বাচনী পারফরম্যান্স ৷ তিনি একরকম জোর দিয়ে বলেছেন, "ক্ষমতাসীন দল যত বেশি নির্বাচনে জয়লাভ করবে, তত বেশি আক্রমণের লক্ষ্যবস্তু হবে ৷" সূত্রের খবর, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা ৷ তা নিয়েই এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, 6 এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস এবং বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী ৷ 6 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত পিছিয়ে পড়া জনজাতিদের সামাজিক ন্য়ায়বিচারের জন্য় প্রচার করতে হবে। (Oppositions attack on BJP good electoral performance Modi said)

এদিন বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, "প্রধানমন্ত্রী দলের সাংসদদের 15 মে থেকে নিজেদের নির্বাচনী এলাকায় এক মাসের জন্য বিভিন্ন সরকারী প্রকল্পের প্রচার করতে বলেছেন ৷" অন্য়দিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, "প্রধানমন্ত্রী সাংসদদের নতুন প্রযুক্তি শেখার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেছেন ৷" পাশাপাশি প্রধানমন্ত্রী তার ভাষণে "মাদার আর্থ"-এর জন্য দলের নেতাদেরও কাজ করার আহ্বানও জানান।

আরও পড়ুন: তিনমাসের লড়াইয়ের শেষ, কুনোর জঙ্গলে মৃত্যু নামিবিয়া থেকে আগত 'সাশা'র

অবিরাম বিরোধীদের বিক্ষোভের জেরে এই মুহূর্তে উত্তপ্ত রাজধানী ৷ সূত্রের খবর, মোদি বৈঠকে জানান তিনি গুজরাত নির্বাচনের সময় বলেছিলেন এই ধরনের আন্দোলন আরও তীব্র হবে কারণ বিজেপি আরও বেশি করে নির্বাচনে জয়ী হবে। দল আরও তীব্র এবং নিম্ন স্তরের আক্রমণের মুখোমুখি হবে বলেও জানান তিনি ৷ তবে তাতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.