নয়াদিল্লি, 19 জুলাই: বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের হুঁশিয়ারিকে তুড়ি মেরে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামল বিরোধী শিবির ৷ মঙ্গলবার সকালে দুধ, দইয়ের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসে জিএসটি লাগু, মূল্যবৃদ্ধি, এরকম নানা ইস্যুতে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে জড়ো হন কংগ্রেস-সহ অন্য বিরোধী দলের সাংসদেরা ৷ প্ল্যাকার্ড হাতে 'মোদি সরকার হায় হায়' স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ হাজির হন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে, সাংসদ-নেতা রাহুল গান্ধি, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং আরও অনেকে ৷ বেলা বাড়লে টিআরএস, আপের সাংসদদেরও দেখা মিলল গান্ধি মূর্তির পাদদেশে (Opposition parties including Congress held protest in front of Mahatma Gandhi statue) ৷
কংগ্রেস-সহ বিরোধীরা এলপিজি গ্যাস সিলিন্ডারের বর্ধিত মূল্য ফিরিয়ে নেওয়ার দাবি তোলেন ৷ তাঁরা স্লোগান দিতে থাকেন, "মুদ্রাস্ফীতি, লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে খুব খারাপ প্রভাব ফেলছে" ৷ রাজ্যসভার সাংসদ খাড়গে বলেন, "দই, পনির এবং প্রতিদিন ব্যবহারের জিনিসপত্রে 5 শতাংশ জিএসটি চাপানো হয়েছে ৷ এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে ৷ আমরা হাউজের মধ্যেও প্রতিবাদ করব ৷"
আরও পড়ুন: সংসদ চত্বরে ধরনায় নিষেধাজ্ঞা গণতন্ত্রের উপর কুঠারাঘাত, দাবি কংগ্রেস-তৃণমূলের
লোকসভার কংগ্রেস হুইপ মণিকাম টেগোর জানান, তাঁর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা মূল্যবৃদ্ধি এবং জিএসটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন ৷ সরকার সে কথা কানে তোলেনি এবং অধ্যক্ষ দুপুর 2 টো পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেছেন ৷ তিনি বলেন, "আমরা ফের এই এক বিষয়গুলি নিয়ে হাউজে প্রশ্ন তুলব ৷ সরকার আলোচনা করতে ভয় পাচ্ছে কেন ?"
গতকাল, 18 জুলাই দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের উপর জিএসটি (Goods and Service Tax) লাগু করা হয়েছে ৷ এদিকে বাদল অধিবশেন শুরুর আগে থাকতেই অসংসদীয় শব্দের বুকলেট প্রকাশ করেছে লোকসভা সেক্রেটারিয়েট ৷ এরপর একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সংসদ চত্বরে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে কোনও রকম বিক্ষোভ, প্রতিবাদ, ধরনা দেখানো যাবে না ৷ বিরোধীরা এই ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে অধিবেশনের দ্বিতীয় দিনেই জমায়েত করেছে গান্ধিমূর্তির পাদদেশে ৷ বেলা যত বাড়ছে, কংগ্রেস ছাড়া দেশের অন্য বিরোধী দলগুলিও সামিল হচ্ছে সেখানে ৷