ETV Bharat / bharat

Opposition leaders meet : খাড়গের ডাকে বৈঠকে বিরোধীরা - Opposition leaders of Parliament meet at Mallikarjun Kharges Office

12 জন সাংসদকে বহিষ্কার ইস্যুতে পদযাত্রার প্রস্তাব (Opposition leaders meet to Discuss on Protest March) দিয়েছে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলগুলি ৷ সেই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই বৈঠক বিরোধী দলগুলির নেতাদের (Opposition leaders meet) ৷ আজ অধিবেশন শুরুর আগে রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে এই বৈঠক হবে ৷

Opposition leaders meet
Opposition leaders meet
author img

By

Published : Dec 14, 2021, 10:37 AM IST

Updated : Dec 14, 2021, 11:54 AM IST

দিল্লি, 14 ডিসেম্বর : বৈঠকে বসছেন সংসদের উভয়কক্ষের বিরোধী দলগুলির নেতারা ৷ রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে যোগ দিয়েছেন তাঁরা (Opposition leaders of Parliament hold meeting at Mallikarjun Kharges office) ৷ যে বৈঠকে রাজ্যসভার 12 জন সাংসদকে বহিষ্কার ইস্যুতে আলোচনা হওয়ার কথা ৷ ওই বৈঠকে বিরোধী দলগুলির তরফে দেওয়া পদযাত্রার প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ বহিষ্কার হওয়া সাংসদদের পাশে থাকতে, সংসদের গান্ধিমূর্তির পাদদেশ থেকে বিজয়চক পর্যন্ত এই পদযাত্রা করার কথা লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলগুলির (Opposition leaders meet) ৷

প্রসঙ্গত, সংসদের গত বাদল অধিবেশনে পেগাসাস ইস্যুতে কংগ্রেস, তৃণমূল সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের 12 জন সাংসদ রাজ্যসভার কক্ষ অশান্ত করে তুলেছিলেন ৷ ডেপুটি চেয়ারম্যানের টেবিলে উঠে পড়া থেকে শুরু করে, কাগজ ছিঁড়ে তা ডেপুটি চেয়ারম্যানের দিকে উড়িয়ে দেওয়া ৷ এমনকি টেবিল উল্টে দেওয়ার মতো অভিযোগ রয়েছে রাজ্যসভার 12 জন সাংসদের বিরুদ্ধে ৷ যে ঘটনায় গত বাদল অধিবেশনে তো বটেই, চলতি শীতকালীন অধিবেশনেও তাঁদের বহিষ্কার করেন চেয়ারম্যান বেঙ্কায়া নাইডু ৷ তারই প্রতিবাদে এবার পদযাত্রার প্রস্তাব দিয়েছে বিরোধীরা (Opposition leaders meet to Discuss on Protest March) ৷ এই নিয়ে আলোচনা করতেই মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে বসবেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের নেতারা ৷

দিল্লি, 14 ডিসেম্বর : বৈঠকে বসছেন সংসদের উভয়কক্ষের বিরোধী দলগুলির নেতারা ৷ রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে যোগ দিয়েছেন তাঁরা (Opposition leaders of Parliament hold meeting at Mallikarjun Kharges office) ৷ যে বৈঠকে রাজ্যসভার 12 জন সাংসদকে বহিষ্কার ইস্যুতে আলোচনা হওয়ার কথা ৷ ওই বৈঠকে বিরোধী দলগুলির তরফে দেওয়া পদযাত্রার প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ বহিষ্কার হওয়া সাংসদদের পাশে থাকতে, সংসদের গান্ধিমূর্তির পাদদেশ থেকে বিজয়চক পর্যন্ত এই পদযাত্রা করার কথা লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলগুলির (Opposition leaders meet) ৷

প্রসঙ্গত, সংসদের গত বাদল অধিবেশনে পেগাসাস ইস্যুতে কংগ্রেস, তৃণমূল সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের 12 জন সাংসদ রাজ্যসভার কক্ষ অশান্ত করে তুলেছিলেন ৷ ডেপুটি চেয়ারম্যানের টেবিলে উঠে পড়া থেকে শুরু করে, কাগজ ছিঁড়ে তা ডেপুটি চেয়ারম্যানের দিকে উড়িয়ে দেওয়া ৷ এমনকি টেবিল উল্টে দেওয়ার মতো অভিযোগ রয়েছে রাজ্যসভার 12 জন সাংসদের বিরুদ্ধে ৷ যে ঘটনায় গত বাদল অধিবেশনে তো বটেই, চলতি শীতকালীন অধিবেশনেও তাঁদের বহিষ্কার করেন চেয়ারম্যান বেঙ্কায়া নাইডু ৷ তারই প্রতিবাদে এবার পদযাত্রার প্রস্তাব দিয়েছে বিরোধীরা (Opposition leaders meet to Discuss on Protest March) ৷ এই নিয়ে আলোচনা করতেই মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে বসবেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের নেতারা ৷

আরও পড়ুন : CBSE Gender Stereotyping Row : বিতর্কের মুখে নারীবিদ্বেষী প্রশ্ন বাতিল সিবিএসই-র, লোকসভায় সরব সোনিয়া

Last Updated : Dec 14, 2021, 11:54 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.