ETV Bharat / bharat

G20 Summit in India: জি20 সম্মেলনের জন্য দিল্লিতে বন্ধ থাকবে অনলাইন ডেলিভারি - দিল্লিতে অনলাইন ডেলিভারি

9-10 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসছে জি20 শীর্ষ সম্মেলন ৷ নিরাপত্তার খাতিরে ওই সময় দিল্লিতে অনলাইন ডেলিভারি ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 4:51 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে চলতি সপ্তাহেই বসতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ 9-10 সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মণ্ডপম আয়োজিত এই সম্মেলনে যোগ দিতে 8 তারিখ থেকে দিল্লিতে আসতে শুরু করবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ দু'দিন ব্যাপী তাই হাই-প্রোফাইল এই সম্মেলনের নিরিপত্তা নিশ্চিত করতে তৎপর দিল্লি পুলিশ ৷ সম্মেলনের ওই এই ক'দিন তাই একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে দিল্লিতে ৷ পাশিপাশি নিয়ন্ত্রণ করা হবে বেশকিছু বাণিজ্যিক গতিবিধিও ৷ মঙ্গলবার দিল্লি পুলিশের ট্রাফিক বিভাগের স্পেশাল কমিশনার সুরেন্দ্র যাদব জানিয়েছেন, 8-10 সেপ্টেম্বর খাবার-সহ অন্যান্য বাণিজ্যিক অনলাইন ডেলিভারি ব্যবস্থা বন্ধ থাকবে নয়াদিল্লিতে ৷ তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে স্বাস্থ্য ব্যবস্থা-সহ মেডিক্যাল ইমার্জেন্সির মতো বিষয়গুলি ৷

সম্মেলনের ক'দিন দিল্লির যান নিয়ন্ত্রণ ব্যবস্থা কী থাকবে, তা নিয়ে 25 অগস্টই একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন ছাড়া নিয়ন্ত্রণ করা হবে বাণিজ্যিক গাড়ির চলাচল ৷ আন্তঃরাজ্য চলাচলকারী বাস ছাড়বে সরাইকালে খান, আনন্দ বিহার, কাশ্মীরি গেট-সহ কয়েকটি ডিপো থেকে ৷ টিকিট দেখিয়ে রেল স্টেশন ও বিমানবন্দরে যেতে পারবেন যাত্রীরা ৷

আরও পড়ুন: মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের 'বিভ্রান্তিকর' মন্তব্য খারিজ দিল্লির

তবে দিল্লিবাসীকে পুলিশ পরামর্শ দিয়েছে ওই ক'দিন যাতায়াতের জন্য আউটার রিংরোড ব্যবহার করতে ৷ তবে সম্মেলন উপলক্ষে নির্দিষ্ট কিছু এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে ৷ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিল্লি পুলিশের ওয়েবসাইটে দেওয়া রয়েছে ৷ উল্লেখ্য, জি20 সম্মেলন উপলক্ষে ওই বৈঠকের কদিন বিমান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে বলে খবর ৷ মূলত জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধান, আমন্ত্রিত অতিথি-অভ্যাগতদের নিরাপত্তার স্বার্থে ওই কদিন ব্যাপক সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে দিল্লিতে ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন. চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে না এলেও আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে চলতি সপ্তাহেই বসতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ 9-10 সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মণ্ডপম আয়োজিত এই সম্মেলনে যোগ দিতে 8 তারিখ থেকে দিল্লিতে আসতে শুরু করবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ দু'দিন ব্যাপী তাই হাই-প্রোফাইল এই সম্মেলনের নিরিপত্তা নিশ্চিত করতে তৎপর দিল্লি পুলিশ ৷ সম্মেলনের ওই এই ক'দিন তাই একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে দিল্লিতে ৷ পাশিপাশি নিয়ন্ত্রণ করা হবে বেশকিছু বাণিজ্যিক গতিবিধিও ৷ মঙ্গলবার দিল্লি পুলিশের ট্রাফিক বিভাগের স্পেশাল কমিশনার সুরেন্দ্র যাদব জানিয়েছেন, 8-10 সেপ্টেম্বর খাবার-সহ অন্যান্য বাণিজ্যিক অনলাইন ডেলিভারি ব্যবস্থা বন্ধ থাকবে নয়াদিল্লিতে ৷ তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে স্বাস্থ্য ব্যবস্থা-সহ মেডিক্যাল ইমার্জেন্সির মতো বিষয়গুলি ৷

সম্মেলনের ক'দিন দিল্লির যান নিয়ন্ত্রণ ব্যবস্থা কী থাকবে, তা নিয়ে 25 অগস্টই একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন ছাড়া নিয়ন্ত্রণ করা হবে বাণিজ্যিক গাড়ির চলাচল ৷ আন্তঃরাজ্য চলাচলকারী বাস ছাড়বে সরাইকালে খান, আনন্দ বিহার, কাশ্মীরি গেট-সহ কয়েকটি ডিপো থেকে ৷ টিকিট দেখিয়ে রেল স্টেশন ও বিমানবন্দরে যেতে পারবেন যাত্রীরা ৷

আরও পড়ুন: মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের 'বিভ্রান্তিকর' মন্তব্য খারিজ দিল্লির

তবে দিল্লিবাসীকে পুলিশ পরামর্শ দিয়েছে ওই ক'দিন যাতায়াতের জন্য আউটার রিংরোড ব্যবহার করতে ৷ তবে সম্মেলন উপলক্ষে নির্দিষ্ট কিছু এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে ৷ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিল্লি পুলিশের ওয়েবসাইটে দেওয়া রয়েছে ৷ উল্লেখ্য, জি20 সম্মেলন উপলক্ষে ওই বৈঠকের কদিন বিমান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে বলে খবর ৷ মূলত জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধান, আমন্ত্রিত অতিথি-অভ্যাগতদের নিরাপত্তার স্বার্থে ওই কদিন ব্যাপক সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে দিল্লিতে ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন. চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে না এলেও আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.