নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: ‘এক দেশ, এক ভোট’-এর বিরুদ্ধে ফের সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর মতে, বর্তমান কেন্দ্রীয় সরকারের এই নীতি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর হামলা ৷ কেন্দ্র এবং দেশের প্রতিটি রাজ্য সরকারের স্বতন্ত্রতার উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ৷ শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি প্যানেল গঠন করেছে ৷ যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী-সহ আরও 7 জন সদস্য রয়েছেন ৷
রাহুল গান্ধি এ দিন টুইটে এই ‘এক দেশ, এক ভোট’কে গণতন্ত্র তথা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে দাবি করেছেন ৷ তিনি টুইট করেন, ‘‘ইন্ডিয়া অর্থাৎ, ভারত একাধিক রাজ্যকে নিয়ে গঠিত ৷ আর ‘এক দেশ, এক ভোট’ এই যুক্তরাষ্ট্র এবং তার রাজ্যগুলির উপর আক্রমণ ৷’’
-
INDIA, that is Bharat, is a Union of States.
— Rahul Gandhi (@RahulGandhi) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The idea of ‘one nation, one election’ is an attack on the 🇮🇳 Union and all its States.
">INDIA, that is Bharat, is a Union of States.
— Rahul Gandhi (@RahulGandhi) September 3, 2023
The idea of ‘one nation, one election’ is an attack on the 🇮🇳 Union and all its States.INDIA, that is Bharat, is a Union of States.
— Rahul Gandhi (@RahulGandhi) September 3, 2023
The idea of ‘one nation, one election’ is an attack on the 🇮🇳 Union and all its States.
কেন্দ্রের এই নীতি অনুযায়ী, দেশে লোকসভা নির্বাচন এবং সব রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে ৷ অর্থাৎ, বর্তমানে নির্বাচনের যে নিয়ম রয়েছে, তা পুরোপুরি বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে মোদির মন্ত্রিসভা ৷ দেশের তথা প্রতিটি রাজ্যে এই নির্বাচনী প্রক্রিয়ার খোলনলচে বদল কোনও ছোটখাটো বিষয় নয় ৷ নির্বাচনী ব্যবস্থার এক আমূল সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার ৷ এর জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে 8 সদস্য়ের প্যানেল গঠন করেছে কেন্দ্র ৷ এই প্যানেলের সদস্যরা এই সংক্রান্ত আইনের সংশোধন এবং নতুন আইন ও তার ধারা প্রয়োগ-সহ নানান বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ৷
আরও পড়ুন: 8 সদস্যের কমিটি গঠন, 'এক দেশ এক ভোট' নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র !
কোন কোন ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে ? রাজ্যগুলির বর্তমান সরকারের অনুমোদন লাগবে কিনা, এমন একাধিক বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রককে পরামর্শ দেবে এই কমিটি ৷ যেখানে আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ আর আইনমন্ত্রকের সচিব নীতীন চন্দ্র প্যানেলের সচিব হিসেবে কাজ করবেন ৷ এই প্যানেলে বাকি সদস্য়রা হলেন, অভিজ্ঞ আইনজীবী হরিশ সালভে, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল বা সাধারণ সচিব সুভাষ সি কাশ্যপ এবং প্রাক্তন চিফ ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি ৷ এই প্যানেলের সুপারিশ অনুযায়ী, নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংশোধন এবং নয়া আইনের সংযোজন করা হবে ৷