চেন্নাই, 4 জুন : করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে একটি সিংহীর ৷ ভাইরাসের কবলে পড়ে অসুস্থ আরও ন’টি সিংহ ৷ ঘটনায় চিন্তা বাড়ছে চেন্নাইয়ের আরিগনার আন্না চিড়িয়াখানা কর্তৃপক্ষের ৷
ভ্য়ান্ডুলারের এই চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, ঘটনার সূত্রপাত ঘটে গত 26 মে ৷ সাফারি পার্ক এলাকায় থাকা পাঁচটি সিংহ খেতে চাইছিল না সেদিন ৷ মাঝেমধ্যে তাদের কাশিও হচ্ছিল ৷ সঙ্গে সঙ্গে তাদের টিস্যুর নমুনা সংগ্রহ করেন চিড়িয়াখানার চিকিৎসক ৷ সেগুলি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয় ৷
এদিকে, এরই মধ্যে গত 3 জুন মারা যায় চিড়িয়াখানার আর এক আবাসিক নীলা ৷ 9 বছরের এই সিংহীটির মধ্যে করোনার তেমন কোনও উপসর্গ ছিল না ৷ তবে মৃত্য়ুর একদিন আগে তার সর্দি হয়েছিল ৷ পরে জানা যায়, সিংহীটি করোনায় আক্রান্ত ছিল ৷
সব মিলিয়ে মোট 11টি সিংহের রক্তের নমুনা পাঠানো হয় ভোপালের ‘নিশাদ’-এ ৷ রিপোর্ট এলে জানা যায়, এদের মধ্যে ন’টি সিংহই কোভিড-19 ভাইরাসে আক্রান্ত ৷ তবে এ বিষয়ে নিশ্চিত হতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি কর্তৃপক্ষ ৷ সিংহগুলির রক্তের নমুনা আবারও পরীক্ষার জন্য বরেলির ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট এবং হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্য়ান্ড মলিকিউলার বায়োলজিতে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন : হায়দরাবাদের চিড়িয়াখানায় আট সিংহের কোভিড !
করোনায় আক্রান্ত প্রত্যেকটি সিংহেরই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে ৷ চিকিৎসকের পরামর্শ মেনে তাদের ওষুধ ও খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷