ETV Bharat / bharat

দক্ষিণ বন্দরে ডাকাতির ঘটনায় বিহার থেকে গ্রেফতার 1 অভিযুক্ত - বিহার

দক্ষিণ বন্দর এলাকায় অন লাইন শপিং সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় বিহার থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ এই ঘটনায় মোট 28 লাখ টাকা লুঠ করেছিল অভিযুক্তরা ৷

one-arrest-from-lakhisarai-of-bihar-in-kolkata-robbery-case
দক্ষিণ বন্দরে ডাকাতির ঘটনায় বিহার থেকে গ্রেফতার 1 অভিযুক্ত
author img

By

Published : Apr 7, 2021, 8:32 PM IST

লখিসারাই (বিহার), 7 এপ্রিল : কলকাতার দক্ষিণ বন্দর এলাকায় 28 লাখ টাকার ডাকাতির ঘটনায় অভিযুক্তকে বিহারের হালসি খান টোলা থেকে গ্রেফতার করল পুলিশ ৷ আজ হালসি থানার পুলিশের সাহায্যে অভিযুক্ত এই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : হিরাপুরে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ ধৃত 3

অভিযুক্ত আমজ়াদ খান বিহারের হালসির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ডাকাতির পর সে কলকাতা থেকে পালিয়ে হালসিতে লুকিয়ে ছিল ৷ কলকাতার দক্ষিণ বন্দর এলাকার একটি অন লাইন শপিং সংস্থার অফিসে এই ডাকাতির ঘটনা ঘটেছিল ৷ এই ডাকাতিতে 7 জন জড়িত ছিল ৷ 28 লাখ টাকা লুঠ করেছিল ডাকাতরা ৷ তারই তদন্তে নেমে পুলিশ আমজ়াদের সম্পর্কে জানতে পারে ৷ অভিযুক্ত আমজ়াদের কাছ থেকে 3 লাখ 70 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ৷

লখিসারাই (বিহার), 7 এপ্রিল : কলকাতার দক্ষিণ বন্দর এলাকায় 28 লাখ টাকার ডাকাতির ঘটনায় অভিযুক্তকে বিহারের হালসি খান টোলা থেকে গ্রেফতার করল পুলিশ ৷ আজ হালসি থানার পুলিশের সাহায্যে অভিযুক্ত এই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : হিরাপুরে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ ধৃত 3

অভিযুক্ত আমজ়াদ খান বিহারের হালসির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ডাকাতির পর সে কলকাতা থেকে পালিয়ে হালসিতে লুকিয়ে ছিল ৷ কলকাতার দক্ষিণ বন্দর এলাকার একটি অন লাইন শপিং সংস্থার অফিসে এই ডাকাতির ঘটনা ঘটেছিল ৷ এই ডাকাতিতে 7 জন জড়িত ছিল ৷ 28 লাখ টাকা লুঠ করেছিল ডাকাতরা ৷ তারই তদন্তে নেমে পুলিশ আমজ়াদের সম্পর্কে জানতে পারে ৷ অভিযুক্ত আমজ়াদের কাছ থেকে 3 লাখ 70 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.