ETV Bharat / bharat

Heroin in Sultej River: সুলতেজ নদীতে দেড় কেজি হেরোইন, অসমে 1 কোটিরও বেশি মূল্যের মাদক উদ্ধার - অসমে 1 কোটিরও বেশি মূল্যের মাদক উদ্ধার

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত রাজ্যগুলিতে মাদক পাচারের চেষ্টা করছে পাকিস্তান ৷ সুলতেজ নদীতে বোতল ভাসতে দেখে সন্দেহ হয় বিএসএফের ৷ সেগুলি থেকে দেড় কেজি হেরোইন পাওয়া যায় ৷ অসমেও দু'টি তল্লাশি অভিযান বিশাল টাকার মাদক উদ্ধার হয়েছে ৷

ETV Bharat
নদীতে হেরোইন উদ্ধার
author img

By

Published : Jul 2, 2023, 1:50 PM IST

ফিরোজপুর, 2 জুলাই: নদীপথে হেরোইন পাচার ৷ এমনটাই ঘটেছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত সুলতেজ নদীতে ৷ পাহারায় থাকা বিএসএফ জওয়ানরা ভারত-পাকিস্তান সীমান্তে সুলতেজ নদীতে কিছু ভাসতে দেখে ৷ তাঁদের সন্দেহ হয় ৷ কী যেন ভাসছে ৷ এটি আন্তর্জাতিক সীমান্তের ফিরোজপুর জেলার রাও কে গ্রামের কাছের ঘটনা ৷ বিএসএফের চোখে পড়তেই তারা সজাগ হয় ৷

জওয়ানরা তা উদ্ধার করে ৷ জানা গিয়েছে, প্রতিবেশী পাকিস্তান এভাবেই ভারতের মধ্যে মাদক পাচার করছে ৷ হেরোইন পাচারের একটি বিশাল চক্র কাজ করছে ৷ জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই ভাসতে থাকা জিনিসগুলি নদীর তীরে আনার জন্য উদ্যোগ নেয় ৷ দেখা যায়, দু'টি প্লাস্টিকের বোতলে দেড় কেজি হেরোইন রয়েছে ৷ বিএসএফ জওয়ানরা হেরোইন উদ্ধার করে ৷

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত জেলাগুলি যেমন পঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীরে মাদকপাচারের কারবার চলে ৷ পাকিস্তান থেকে বিভিন্নভাবে মাদক এই সীমান্তবর্তী রাজ্যগুলি দিয়ে দেশে প্রবেশ করে ৷ আর অনেক সময়ই তা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে যায় ৷ গত মাসে বিএসএফ জওয়ানরা একটি ড্রোনকে চিহ্নিত করে ৷ সেটি পাকিস্তান থেকে ভারতের দিকে আন্তর্জাতিক সীমান্ত রাওলায় উড়ে আসছিল ৷ জওয়ানরা ওই ড্রোনটিকে লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ সঙ্গে সঙ্গে ড্রোনটি উধাও হয়ে যায় ৷

তবে ড্রোন পালিয়ে গেলেও ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে হেরোইন উদ্ধার করে বিএসএফ ৷ দু'কেজিরও বেশি হেরোইন পড়েছিল ভারতের মাটিতে ৷ ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে মাদক পাচারের কারবার বেড়ে চলেছে ৷ পাচারকারীরা এখন মাদক পাচারে স্থলভাগের পাশাপাশি জলকেও ব্যবহার করছে ৷

আরও পড়ুন: প্রায় 14 কোটিরও বেশি মূল্যের হেরোইন উদ্ধার ত্রিপুরায়, গ্রেফতার 2

এদিকে অসম রাইফেলস জোখাওথরের মেলবুক এলাকা থেকে 150 ব্যাগ ভরতি বেআইনি সুপুরি উদ্ধার করেছে ৷ সঙ্গে ছিল 33 গ্রাম হেরোইন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এই সবকিছুর মূল্য 1.07 কোটি৷ দু'টি আলাদা অভিযান চালিয়েছে অসম রাইফেলস এবং জোখাওথরের আবগারি দফতর ৷

ফিরোজপুর, 2 জুলাই: নদীপথে হেরোইন পাচার ৷ এমনটাই ঘটেছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত সুলতেজ নদীতে ৷ পাহারায় থাকা বিএসএফ জওয়ানরা ভারত-পাকিস্তান সীমান্তে সুলতেজ নদীতে কিছু ভাসতে দেখে ৷ তাঁদের সন্দেহ হয় ৷ কী যেন ভাসছে ৷ এটি আন্তর্জাতিক সীমান্তের ফিরোজপুর জেলার রাও কে গ্রামের কাছের ঘটনা ৷ বিএসএফের চোখে পড়তেই তারা সজাগ হয় ৷

জওয়ানরা তা উদ্ধার করে ৷ জানা গিয়েছে, প্রতিবেশী পাকিস্তান এভাবেই ভারতের মধ্যে মাদক পাচার করছে ৷ হেরোইন পাচারের একটি বিশাল চক্র কাজ করছে ৷ জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই ভাসতে থাকা জিনিসগুলি নদীর তীরে আনার জন্য উদ্যোগ নেয় ৷ দেখা যায়, দু'টি প্লাস্টিকের বোতলে দেড় কেজি হেরোইন রয়েছে ৷ বিএসএফ জওয়ানরা হেরোইন উদ্ধার করে ৷

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত জেলাগুলি যেমন পঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীরে মাদকপাচারের কারবার চলে ৷ পাকিস্তান থেকে বিভিন্নভাবে মাদক এই সীমান্তবর্তী রাজ্যগুলি দিয়ে দেশে প্রবেশ করে ৷ আর অনেক সময়ই তা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে যায় ৷ গত মাসে বিএসএফ জওয়ানরা একটি ড্রোনকে চিহ্নিত করে ৷ সেটি পাকিস্তান থেকে ভারতের দিকে আন্তর্জাতিক সীমান্ত রাওলায় উড়ে আসছিল ৷ জওয়ানরা ওই ড্রোনটিকে লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ সঙ্গে সঙ্গে ড্রোনটি উধাও হয়ে যায় ৷

তবে ড্রোন পালিয়ে গেলেও ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে হেরোইন উদ্ধার করে বিএসএফ ৷ দু'কেজিরও বেশি হেরোইন পড়েছিল ভারতের মাটিতে ৷ ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে মাদক পাচারের কারবার বেড়ে চলেছে ৷ পাচারকারীরা এখন মাদক পাচারে স্থলভাগের পাশাপাশি জলকেও ব্যবহার করছে ৷

আরও পড়ুন: প্রায় 14 কোটিরও বেশি মূল্যের হেরোইন উদ্ধার ত্রিপুরায়, গ্রেফতার 2

এদিকে অসম রাইফেলস জোখাওথরের মেলবুক এলাকা থেকে 150 ব্যাগ ভরতি বেআইনি সুপুরি উদ্ধার করেছে ৷ সঙ্গে ছিল 33 গ্রাম হেরোইন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এই সবকিছুর মূল্য 1.07 কোটি৷ দু'টি আলাদা অভিযান চালিয়েছে অসম রাইফেলস এবং জোখাওথরের আবগারি দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.