ETV Bharat / bharat

Special Vaccine for Omicron শীঘ্রই দেশে তৈরি হবে ওমিক্রনের বিশেষ ভ্যাকসিন - Omicrons Special Vaccine will soon be Developed in India

এই বছরের শেষে (Special Vaccine for Omicron) ভারতের বাজারে বিশেষ ভ্যাকসিন আসতে চলেছে (Omicrons Special Vaccine will soon)। এই ভ্যাকসিনটি ওমিক্রন (Omicron)-এর বিএ 5 ভ্যারিয়েন্টে আরও কার্যকর হবে বলে জানিয়েছেন আদর পুনাওয়ালা (Adar Poonawalla)

Serum Institute Special Vaccine
শীঘ্রই ভারতে ওমিক্রনের বিশেষ ভ্যাকসিন তৈরি করা হবে
author img

By

Published : Aug 16, 2022, 12:26 PM IST

পুনে, 16 অগস্ট: ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রতিরোধে টিকা তৈরি করতে নোভাভ্যাক্সের (Novavax)-এর সঙ্গে কাজ করছে পুনে সিরাম ইনস্টিটিউট ৷ খুব শীঘ্রই ভারতে ওমিক্রনের জন্য এই বিশেষ ভ্যাকসিন তৈরি করা হবে বলে জানিয়েছেন আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ।

তিনি আরও জানিয়েছেন, এই বছরের শেষ নাগাদ ভারতের বাজারে সেই টিকা পাওয়া যাবে । এই টিকা ওমিক্রন (Omicron)-এর বিএ 5 ভ্যারিয়েন্টে আরও কার্যকর হতে চলেছে । তৃতীয় ঢেউয়ে ওমিক্রন রোগের অনেক উপসর্গ দেখা দেয় । লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলাব্যথা, সর্দি, খিদে কমে যাওয়া, পেশী দুর্বলতা, কফ এবং ক্লান্তি ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা সংকট এখনও কাটেনি । বিশ্বের 50টি দেশে আবারও মাথা তুলছে করোনা । ভারতেও করোনা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে । বর্তমানে, বিশ্বব্যাপী ওমিক্রনের বিএ রূপের রোগীর সংখ্যা বাড়ছে । মডার্না (Moderna vaccine) ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে । এই ভ্যাকসিনটি ওমিক্রন (Omicron)-এর পাশাপাশি করোনার উৎপত্তির ভাইরাসের বিরুদ্ধেও কার্যকরী ।

আরও পড়ুন: শৈলশহরে করোনা আক্রান্ত দুই ব্রিটেন পর্যটক, উঠছে ওমিক্রন তত্ত্ব

পুনাওয়ালা জানান, ভারতে যে ভ্যাকসিন তৈরি হচ্ছে তা বুস্টার ভ্যাকসিন হিসেবে নেওয়া হলে তা কার্যকর হবে । ভারতের পরিস্থিতি বিবেচনা করে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একটি বিশেষ ভ্যাকসিন তৈরির প্রয়োজন রয়েছে । এই রোগের ধরনটি গুরুতর প্রকৃতির এবং এতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ওমিক্রন সংক্রমণ শনাক্ত করার জন্য একটি সঠিক পদ্ধতি হল আরটিপিসিআর (Real Time Polymerase Chain Reaction) পরীক্ষা । তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে পরীক্ষা করতে হবে । যাদের ঠান্ডার উপসর্গ আছে তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে । যাতে সংক্রমণের বিস্তার রোধ করা যায় । পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

পুনে, 16 অগস্ট: ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রতিরোধে টিকা তৈরি করতে নোভাভ্যাক্সের (Novavax)-এর সঙ্গে কাজ করছে পুনে সিরাম ইনস্টিটিউট ৷ খুব শীঘ্রই ভারতে ওমিক্রনের জন্য এই বিশেষ ভ্যাকসিন তৈরি করা হবে বলে জানিয়েছেন আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ।

তিনি আরও জানিয়েছেন, এই বছরের শেষ নাগাদ ভারতের বাজারে সেই টিকা পাওয়া যাবে । এই টিকা ওমিক্রন (Omicron)-এর বিএ 5 ভ্যারিয়েন্টে আরও কার্যকর হতে চলেছে । তৃতীয় ঢেউয়ে ওমিক্রন রোগের অনেক উপসর্গ দেখা দেয় । লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলাব্যথা, সর্দি, খিদে কমে যাওয়া, পেশী দুর্বলতা, কফ এবং ক্লান্তি ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা সংকট এখনও কাটেনি । বিশ্বের 50টি দেশে আবারও মাথা তুলছে করোনা । ভারতেও করোনা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে । বর্তমানে, বিশ্বব্যাপী ওমিক্রনের বিএ রূপের রোগীর সংখ্যা বাড়ছে । মডার্না (Moderna vaccine) ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে । এই ভ্যাকসিনটি ওমিক্রন (Omicron)-এর পাশাপাশি করোনার উৎপত্তির ভাইরাসের বিরুদ্ধেও কার্যকরী ।

আরও পড়ুন: শৈলশহরে করোনা আক্রান্ত দুই ব্রিটেন পর্যটক, উঠছে ওমিক্রন তত্ত্ব

পুনাওয়ালা জানান, ভারতে যে ভ্যাকসিন তৈরি হচ্ছে তা বুস্টার ভ্যাকসিন হিসেবে নেওয়া হলে তা কার্যকর হবে । ভারতের পরিস্থিতি বিবেচনা করে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একটি বিশেষ ভ্যাকসিন তৈরির প্রয়োজন রয়েছে । এই রোগের ধরনটি গুরুতর প্রকৃতির এবং এতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ওমিক্রন সংক্রমণ শনাক্ত করার জন্য একটি সঠিক পদ্ধতি হল আরটিপিসিআর (Real Time Polymerase Chain Reaction) পরীক্ষা । তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে পরীক্ষা করতে হবে । যাদের ঠান্ডার উপসর্গ আছে তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে । যাতে সংক্রমণের বিস্তার রোধ করা যায় । পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.