হায়দরাবাদ, 15 ডিসেম্বর : এবার তেলেঙ্গানায় মিলল ওমিক্রন আক্রান্তের সন্ধান ৷ এই রাজ্যের হায়দরাবাদে (Omicron in Hyderabad) 2 জন ওমিক্রন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে (Omicron cases detected in Telangana) ৷
ওমিক্রন সংক্রামিতদের (Omicron infected foreign nationals) মধ্যে দু'জনই বিদেশি নাগরিক, জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷ সংক্রামিতদের (Omicron infected) মধ্যে একজন আফ্রিকা মহাদেশের কেনিয়ার মহিলা নাগরিক (Kenyan National), তাঁর বয়স 24 ৷ তিনি 12 ডিসেম্বর হায়দরাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন, জানিয়েছেন তেলেঙ্গানার জনস্বাস্থ্য অধিকর্তা (Director of Public Health) জি শ্রীনিবাস রাও (G Srinivasa Rao) ৷ আরেকজন সোমালিয়ার পুরুষ নাগরিক (Somalia National) ৷ সংক্রামিত দু'জনেই ৷
তিনি আরও জানান, সংক্রামিত দু'জনেই উপসর্গহীন ৷ সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি বিদেশি দুই নাগরিকের মধ্যে ৷ জিনোম সিকোয়েন্সিং-এর (Genome Sequencing) মাধ্যমে তাঁদের ওমিক্রনে সংক্রামিত হওয়ার বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে ৷
ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে ৷ গুজরাট, রাজস্থান, দিল্লি, কর্নাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, মহারাষ্ট্র থেকে ওমিক্রন সংক্রামিতের খবর পাওয়া গিয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মহারাষ্ট্রে 28 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, যা এখনও অবধি দেশে সর্বোচ্চ ৷
এরপরই হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে (Hyderabad International Airport) অন্য সব পদক্ষেপের মধ্যে কোভিড-19 পরীক্ষার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ 11টি 'ঝুঁকিপূর্ণ দেশ'-এর তালিকাভুক্ত দেশ থেকে আসা যাত্রীদের জন্য আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার ৷