ETV Bharat / bharat

ওলার ব্যবসা বাড়াতে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ - টেমাসেক

নিজেদের ব্যবসাকে আরও বৃহত্তর ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে ওলা ৷ আর তাই নতুন দুই অংশীদারের সঙ্গে যৌথভাবে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করলেন ওলার চেয়ারম্যান ভাবিশ আগরওয়াল ৷

ola-invested-usd-500-million-to-grow-the-business-with-temasek-and-warburg-pincus
ওলার ব্যবসা বাড়াতে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
author img

By

Published : Jul 9, 2021, 4:02 PM IST

নয়াদিল্লি, 9 জুলাই : ওলা সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে 500 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ, ভারতীয় মুদ্রায় 3 হাজার 733 কোটি টাকা বিনিয়োগ করলেন প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ভাবিশ আগরওয়াল ৷ টেমাসেক এবং ওয়ারবার্গ পিনকাস সংস্থা অনুমোদিত প্লাম উড ইনভেস্টমেন্টের সঙ্গে যৌথভাবে এই বিনিয়োগ করেছে ওলা ৷ পরিবহন সুবিধা প্রদানকারী সংস্থার (Ride-Hailing Platform) আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার (Initial Public Offer or IPO) প্রস্তাবের আগেই বিনিয়োগ করা হয়েছে ৷

এ নিয়ে ওলা সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারনেটে ভারতীয় গ্রাহক পরিষেবা ক্ষেত্রে এটি বৃহত্তর বিনিয়োগগুলির মধ্যে একটা ৷ পাশাপাশি আরও বলা হয়েছে, ওলা প্রতিটি ক্ষেত্রে এবং ভৌগোলিকভাবে তার পরিবহন ব্যবসার মানকে উন্নত করে চলেছে ৷ ওলা চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ‘‘গত 12 মাস ধরে আমরা আমাদের পরিবহন ব্যবসায় আরও মজবুত, স্থিতিশীল এবং দক্ষ হয়ে উঠেছি ৷ পোস্ট লকডাউনের পরিস্থিতি সামলে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি ৷ গণ পরিবহনের ক্ষেত্রে গ্রাহক সুবিধায় জোর দিয়েছি ৷ এখন আমরা আমাদের গ্রাহকদের কাছে অন্যান্য শহুরে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতিতে চলে এসেছি ৷’’

পরবর্তী ক্ষেত্রে উন্নতির স্বার্থে ওলা সংস্থা তার নতুন সঙ্গীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে মুখিয়ে রয়েছে বলেও জানিয়েছেন ভাবিশ আগরওয়াল ৷ তবে, ওলা সংস্থা এখনও প্রস্তাবিত ইনিশিয়াল পাবলিক অফারের সময়সীমা উল্লেখ করেনি ৷ প্রসঙ্গত, ওলা সংস্থা এর আগেও সম্ভাব্য একটি তালিকার কথা উল্লেখ করেছিল ৷ যেখানে বলা হয়েছিল, আইপিও-র মাধ্যমে ওলায় বিনিয়োগকারী সংস্থা যেমন সফটব্যাঙ্ক, টাইগার গ্লোবাল এবং স্টেডভিউ ক্যাপিটাল সহজে নিজেদের সরিয়ে নিতে পারবে অথবা তাদের অংশীদারিত্বের কিছুটা অংশ বিক্রি করে ওই সংস্থাগুলির শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দিতে পারবে ৷

আরও পড়ুন : এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ, নির্দেশিকা অর্থ মন্ত্রকের

প্রসঙ্গত, 2011 সালে ভাবিশ আগরওয়াল এবং অঙ্কিত ভাটি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যে ওলা পরিষেবা দিতে শুরু করেছিল ৷ এমনকি উবর সংস্থার সঙ্গে বাজারে সমান তালে নিজেদের এগিয়ে নিয়ে গিয়েছে ৷ ওলার নয়া বিনিয়োগকারী সংস্থা ওয়ারবার্গ পিনকাসের ভারতের প্রধান তথা ম্যানেজিং ডিরেক্টর বিশাল মহাদেভিয়া ওলার সঙ্গে চুক্তি নিয়ে ইতিবাচক মত প্রকাশ করেছেন ৷ তাঁর মতে, ওলা অন্যতম বড় মোবিলিটি প্ল্যাটফর্ম এবং ভারতের ইন্টারনেট গ্রাহক পরিষেবার অন্যতম বড় সংস্থা যারা ব্যবসায়ীকভাবে খুব দ্রুত নিজেদের এগিয়ে নিয়ে চলেছে ৷ আর তাই ভাবিশ আগরওয়াল এবং তাঁর সংস্থার সঙ্গে ওলার পরবর্তী উন্নতিতে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিশাল মহাদেভিয়া ৷

আরও পড়ুন : Paytm: প্রত্যেক লেনদেনে ক্যাশব্যাক করবে পেটিএম, বিস্তারিত জানতে জাস্ট একটা ক্লিক

নয়াদিল্লি, 9 জুলাই : ওলা সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে 500 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ, ভারতীয় মুদ্রায় 3 হাজার 733 কোটি টাকা বিনিয়োগ করলেন প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ভাবিশ আগরওয়াল ৷ টেমাসেক এবং ওয়ারবার্গ পিনকাস সংস্থা অনুমোদিত প্লাম উড ইনভেস্টমেন্টের সঙ্গে যৌথভাবে এই বিনিয়োগ করেছে ওলা ৷ পরিবহন সুবিধা প্রদানকারী সংস্থার (Ride-Hailing Platform) আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার (Initial Public Offer or IPO) প্রস্তাবের আগেই বিনিয়োগ করা হয়েছে ৷

এ নিয়ে ওলা সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারনেটে ভারতীয় গ্রাহক পরিষেবা ক্ষেত্রে এটি বৃহত্তর বিনিয়োগগুলির মধ্যে একটা ৷ পাশাপাশি আরও বলা হয়েছে, ওলা প্রতিটি ক্ষেত্রে এবং ভৌগোলিকভাবে তার পরিবহন ব্যবসার মানকে উন্নত করে চলেছে ৷ ওলা চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ‘‘গত 12 মাস ধরে আমরা আমাদের পরিবহন ব্যবসায় আরও মজবুত, স্থিতিশীল এবং দক্ষ হয়ে উঠেছি ৷ পোস্ট লকডাউনের পরিস্থিতি সামলে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি ৷ গণ পরিবহনের ক্ষেত্রে গ্রাহক সুবিধায় জোর দিয়েছি ৷ এখন আমরা আমাদের গ্রাহকদের কাছে অন্যান্য শহুরে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতিতে চলে এসেছি ৷’’

পরবর্তী ক্ষেত্রে উন্নতির স্বার্থে ওলা সংস্থা তার নতুন সঙ্গীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে মুখিয়ে রয়েছে বলেও জানিয়েছেন ভাবিশ আগরওয়াল ৷ তবে, ওলা সংস্থা এখনও প্রস্তাবিত ইনিশিয়াল পাবলিক অফারের সময়সীমা উল্লেখ করেনি ৷ প্রসঙ্গত, ওলা সংস্থা এর আগেও সম্ভাব্য একটি তালিকার কথা উল্লেখ করেছিল ৷ যেখানে বলা হয়েছিল, আইপিও-র মাধ্যমে ওলায় বিনিয়োগকারী সংস্থা যেমন সফটব্যাঙ্ক, টাইগার গ্লোবাল এবং স্টেডভিউ ক্যাপিটাল সহজে নিজেদের সরিয়ে নিতে পারবে অথবা তাদের অংশীদারিত্বের কিছুটা অংশ বিক্রি করে ওই সংস্থাগুলির শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দিতে পারবে ৷

আরও পড়ুন : এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ, নির্দেশিকা অর্থ মন্ত্রকের

প্রসঙ্গত, 2011 সালে ভাবিশ আগরওয়াল এবং অঙ্কিত ভাটি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যে ওলা পরিষেবা দিতে শুরু করেছিল ৷ এমনকি উবর সংস্থার সঙ্গে বাজারে সমান তালে নিজেদের এগিয়ে নিয়ে গিয়েছে ৷ ওলার নয়া বিনিয়োগকারী সংস্থা ওয়ারবার্গ পিনকাসের ভারতের প্রধান তথা ম্যানেজিং ডিরেক্টর বিশাল মহাদেভিয়া ওলার সঙ্গে চুক্তি নিয়ে ইতিবাচক মত প্রকাশ করেছেন ৷ তাঁর মতে, ওলা অন্যতম বড় মোবিলিটি প্ল্যাটফর্ম এবং ভারতের ইন্টারনেট গ্রাহক পরিষেবার অন্যতম বড় সংস্থা যারা ব্যবসায়ীকভাবে খুব দ্রুত নিজেদের এগিয়ে নিয়ে চলেছে ৷ আর তাই ভাবিশ আগরওয়াল এবং তাঁর সংস্থার সঙ্গে ওলার পরবর্তী উন্নতিতে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিশাল মহাদেভিয়া ৷

আরও পড়ুন : Paytm: প্রত্যেক লেনদেনে ক্যাশব্যাক করবে পেটিএম, বিস্তারিত জানতে জাস্ট একটা ক্লিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.