ETV Bharat / bharat

অজানা রোগের প্রকোপ, অন্ধ্রপ্রদেশের এলুরুতে অসুস্থ পাঁচশোর বেশি - এলুরু

এলুরু শহরে হঠাৎ করে অসুস্থ অনেকেই। তাঁদের মাথা ঘোরা, জ্ঞান হারানো, খিঁচুনি, শ্বাসকষ্ট, ক্লান্তিভাব, বমিসহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছে ৷ চিন্তায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।

number-of-patients-falling-sick-due-to-the-mysterious-illness-in-the-city-eluru-of-andhradesh
অজানা রোগের প্রকোপ, এলুরুতে অসুস্থ পাঁচশোর বেশি
author img

By

Published : Dec 8, 2020, 1:36 PM IST

এলুরু (অন্ধ্রপ্রদেশ), 8 ডিসেম্বর : হঠাৎই অজানা রোগের প্রকোপ অন্ধ্রপ্রদেশের এলুরু শহরে ৷ 500-র বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এই রোগে ৷ বেশির ভাগ লোকের বমি, মাথা ঘোরা, জ্ঞান হারানো সহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছে ৷ কারও কারও ক্ষেত্রে মুখ থেকে ফেনা বেরনোর ঘটনাও ঘটেছে ৷ বিশ্ব স্বাস্থ্য় সংস্থার প্রতিনিধিরা বিষয়টির উপর নজর রাখছেন ৷ ইতিমধ্য়ে অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগনমোহন রেড্ডি এলুরু গিয়েছেন ৷ সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছেন তিনি ৷

অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে এলুরু শহরে হঠাৎ করেই লোকজন অসুস্থ হতে শুরু করেছেন ৷ তাঁদের বেশিরভাগের মাথা ঘোরা, জ্ঞান হারানো, খিঁচুনি, শ্বাসকষ্ট, ক্লান্তিভাব, বমিসহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছে ৷ অসুস্থদের এলুরুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে, ক্রমশ রোগীর সংখ্য়া বাড়তে থাকায় আশপাশের হাসপাতালগুলিতেও রোগীদের স্থানান্তরিত করা হচ্ছে ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে ফিরে আসছেন। অধিকাংশের খিঁচুনির সমস্য়া দেখা দিচ্ছে ৷ সেরে ওঠা লোকজন আবারও অসুস্থ হয়ে পড়ায় বেশি চিন্তায় পড়েছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : ডিসিজিআইয়ের কাছে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের আবেদন ভারত বায়োটেকের

হাসপাতালে আসা রোগীদের স্য়ালাইন, ইনজ়েকশন দেওয়া হচ্ছে ৷ প্রাথমিকভাবে তাঁরা সুস্থ হয়ে গেলেও, মাথা ব্যথা, ক্লান্তিভাব দেখা যাচ্ছে তাঁদের মধ্য়ে ৷ এরই মধ্য়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে এক নার্স অসুস্থ হয়ে পড়েন ৷ এলুরু সরকারি হাসপাতালের ওই নার্সের আচমকাই খিঁচুনির সমস্যা দেখা দেয় ৷ তিনি রবিবার থেকে একাধিক রোগীর চিকিৎসা করছেন ৷ ফলে, স্বাস্থ্য়কর্মীদের মধ্য়ে এই রোগ ছড়িয়ে পড়ায় বেশি চিন্তায় পড়েছেন চিকিৎসক থেকে প্রশাসন সবাই ৷ এই পরিস্থিতিতে সোমবারই এলুরু হাসপাতালে যান অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগনমোহন রেড্ডি ৷ অসুস্থ হয়ে পড়া সবাইকে সেরা চিকিৎসা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

এলুরু (অন্ধ্রপ্রদেশ), 8 ডিসেম্বর : হঠাৎই অজানা রোগের প্রকোপ অন্ধ্রপ্রদেশের এলুরু শহরে ৷ 500-র বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এই রোগে ৷ বেশির ভাগ লোকের বমি, মাথা ঘোরা, জ্ঞান হারানো সহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছে ৷ কারও কারও ক্ষেত্রে মুখ থেকে ফেনা বেরনোর ঘটনাও ঘটেছে ৷ বিশ্ব স্বাস্থ্য় সংস্থার প্রতিনিধিরা বিষয়টির উপর নজর রাখছেন ৷ ইতিমধ্য়ে অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগনমোহন রেড্ডি এলুরু গিয়েছেন ৷ সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছেন তিনি ৷

অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে এলুরু শহরে হঠাৎ করেই লোকজন অসুস্থ হতে শুরু করেছেন ৷ তাঁদের বেশিরভাগের মাথা ঘোরা, জ্ঞান হারানো, খিঁচুনি, শ্বাসকষ্ট, ক্লান্তিভাব, বমিসহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছে ৷ অসুস্থদের এলুরুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে, ক্রমশ রোগীর সংখ্য়া বাড়তে থাকায় আশপাশের হাসপাতালগুলিতেও রোগীদের স্থানান্তরিত করা হচ্ছে ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে ফিরে আসছেন। অধিকাংশের খিঁচুনির সমস্য়া দেখা দিচ্ছে ৷ সেরে ওঠা লোকজন আবারও অসুস্থ হয়ে পড়ায় বেশি চিন্তায় পড়েছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : ডিসিজিআইয়ের কাছে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের আবেদন ভারত বায়োটেকের

হাসপাতালে আসা রোগীদের স্য়ালাইন, ইনজ়েকশন দেওয়া হচ্ছে ৷ প্রাথমিকভাবে তাঁরা সুস্থ হয়ে গেলেও, মাথা ব্যথা, ক্লান্তিভাব দেখা যাচ্ছে তাঁদের মধ্য়ে ৷ এরই মধ্য়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে এক নার্স অসুস্থ হয়ে পড়েন ৷ এলুরু সরকারি হাসপাতালের ওই নার্সের আচমকাই খিঁচুনির সমস্যা দেখা দেয় ৷ তিনি রবিবার থেকে একাধিক রোগীর চিকিৎসা করছেন ৷ ফলে, স্বাস্থ্য়কর্মীদের মধ্য়ে এই রোগ ছড়িয়ে পড়ায় বেশি চিন্তায় পড়েছেন চিকিৎসক থেকে প্রশাসন সবাই ৷ এই পরিস্থিতিতে সোমবারই এলুরু হাসপাতালে যান অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী জগনমোহন রেড্ডি ৷ অসুস্থ হয়ে পড়া সবাইকে সেরা চিকিৎসা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.