ETV Bharat / bharat

Nagaland Civilian Deaths : নাগাল্যান্ডে ‘বর্বরোচিত গণহত্যা’র প্রতিবাদে কালাদিবস পালন এনএসসিএন (আইএম)-এর

author img

By

Published : Dec 5, 2021, 9:04 PM IST

নাগাল্যান্ডের ‘বর্বরোচিত গণহত্যা’র (Nagaland Civilian Deaths) প্রতিবাদে কালাদিবস (Black Day) পালন করল নাগাল্যান্ডের জাতীয় সামাজিক পরিষদ (National Socialist Council of Nagaland) বা NSCN (IM) ৷ তাদের মতে, ‘‘1997 সালে ভারত-নাগা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটিই সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা ৷’’

nscn (im) condemning nagaland civilian deaths as most unfortunate since 1997
Nagaland Civilian Deaths : নাগাল্যান্ডে ‘বর্বরোচিত গণহত্যা’র প্রতিবাদে কালাদিবস পালন এনএসসিএন (আইএম)-এর

কোহিমা, 5 ডিসেম্বর : ‘‘1997 সালে ভারত-নাগা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটিই সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা ৷’’ নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে 13 জন গ্রামবাসীর মৃত্যুর (Nagaland Civilian Deaths) পর বিবৃতি দিয়ে একথা জানিয়েছে নাগাল্যান্ডের জাতীয় সামাজিক পরিষদ (National Socialist Council of Nagaland) বা NSCN (IM) ৷ ন্যক্কারজনক এই ঘটনার প্রেক্ষিতে ‘কালা দিবস’ (Black Day) পালন করে এনএসসিএন (আইএম) ৷

আরও পড়ুন : Villagers, Jawan Killed in Nagaland : নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও

মন জেলায় গণহত্যার (Nagaland Mob Killing) ওই ঘটনা সামনে আসার পরই এনএসসিএন (আইএম)-এর প্রচার শাখার তরফে থেকে সংশ্লিষ্ট বিবৃতিটি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে, তাতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর যুক্তিহীন উন্মত্ততা অত্যন্ত বর্বরভাবে প্রকাশিত হয়েছে ৷ এনএসসিএন (আইএম)-এর দাবি, শনিবারের ওই ঘটনায় 13 নয়, 15 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে ৷ তাঁরা সকলেই নিরীহ ও নিরপরাধ ৷

এনএসসিএন (আইএম)-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘2021 সালের 4 ডিসেম্বর সন্ধেয় যেরকম বর্বরোচিতভাবে নাগাল্যান্ডের মন জেলার কোনিয়াকের ওটিং গ্রামে 15 জন নিরীহ গ্রামবাসীকে খুন করা হয়েছে, তাতে এই দিনটা নাগা জনগোষ্ঠীর কাছে একটা কালো দিন হয়ে থাকবে ৷’’

এনএসসিএন (আইএম)-এর অভিযোগ, ‘‘ভারতীয় নিরাপত্তাবাহিনী সর্বত্রই রক্তাক্ত ধুলোর যে বিষাক্ত ঝড় তুলেছে, তা নতুন কিছু নয় ৷ আসলে নাগাদের রাজনৈতিক আন্দোলনকে দমন করতেই অতীতের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে বিদ্রোহীদের যোগসাজশের অভিযোগ তুলে যতই গোয়েন্দা রিপোর্ট পেশ করা হোক না কেন, ভারতীয় সেনাবাহিনী তাদের হাতে লেগে থাকা নাগাদের রক্ত কোনও দিনই ধুয়ে ফেলতে পারবে না ৷’’

এনএসসিএন (আইএম)-এর দাবি, তারা জানতে পেরেছে, বন্দুকবাজ অসম রাইফেলসের জওয়ানরাই এই বর্বরোচিত হত্যালীলা ঘটিয়েছে ৷ তবে এমন ঘটনা নাগাদের কাছে নতুন নয় বলেও দাবি করেছে তারা ৷ এনএসসিএন (আইএম)-এর অভিযোগ, নাগাদের দমিয়ে রাখতেই অতীতেও ভারতীয় সেনাবাহিনী এই ধরনের হামলা চালিয়েছে ৷ নাগাল্য়ান্ডের উপর আফস্পার মতো আইন চাপিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার

নাগা প্রতিনিধিদের সঙ্গে ভারত সরকারের আলোচনা চললেও গত দু’দশক ধরে নাগাদের উপর অত্যাচার অব্যাহত থেকেছে বলেই মনে করে এনএসসিএন (আইএম) ৷ তবে শনিবারের ঘটনা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে বলে তাদের অভিযোগ ৷ তাদের কথায়, ‘‘1997 সালে ভারত-নাগা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটিই সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা ৷’’ এই ঘটনার নিন্দা করার মতো ভাষা খুঁজে পাওয়াও কঠিন বলে তাদের বিবৃতিতে জানিয়েছে এনএসসিএন (আইএম) ৷

কোহিমা, 5 ডিসেম্বর : ‘‘1997 সালে ভারত-নাগা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটিই সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা ৷’’ নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে 13 জন গ্রামবাসীর মৃত্যুর (Nagaland Civilian Deaths) পর বিবৃতি দিয়ে একথা জানিয়েছে নাগাল্যান্ডের জাতীয় সামাজিক পরিষদ (National Socialist Council of Nagaland) বা NSCN (IM) ৷ ন্যক্কারজনক এই ঘটনার প্রেক্ষিতে ‘কালা দিবস’ (Black Day) পালন করে এনএসসিএন (আইএম) ৷

আরও পড়ুন : Villagers, Jawan Killed in Nagaland : নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও

মন জেলায় গণহত্যার (Nagaland Mob Killing) ওই ঘটনা সামনে আসার পরই এনএসসিএন (আইএম)-এর প্রচার শাখার তরফে থেকে সংশ্লিষ্ট বিবৃতিটি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে, তাতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর যুক্তিহীন উন্মত্ততা অত্যন্ত বর্বরভাবে প্রকাশিত হয়েছে ৷ এনএসসিএন (আইএম)-এর দাবি, শনিবারের ওই ঘটনায় 13 নয়, 15 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে ৷ তাঁরা সকলেই নিরীহ ও নিরপরাধ ৷

এনএসসিএন (আইএম)-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘2021 সালের 4 ডিসেম্বর সন্ধেয় যেরকম বর্বরোচিতভাবে নাগাল্যান্ডের মন জেলার কোনিয়াকের ওটিং গ্রামে 15 জন নিরীহ গ্রামবাসীকে খুন করা হয়েছে, তাতে এই দিনটা নাগা জনগোষ্ঠীর কাছে একটা কালো দিন হয়ে থাকবে ৷’’

এনএসসিএন (আইএম)-এর অভিযোগ, ‘‘ভারতীয় নিরাপত্তাবাহিনী সর্বত্রই রক্তাক্ত ধুলোর যে বিষাক্ত ঝড় তুলেছে, তা নতুন কিছু নয় ৷ আসলে নাগাদের রাজনৈতিক আন্দোলনকে দমন করতেই অতীতের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে বিদ্রোহীদের যোগসাজশের অভিযোগ তুলে যতই গোয়েন্দা রিপোর্ট পেশ করা হোক না কেন, ভারতীয় সেনাবাহিনী তাদের হাতে লেগে থাকা নাগাদের রক্ত কোনও দিনই ধুয়ে ফেলতে পারবে না ৷’’

এনএসসিএন (আইএম)-এর দাবি, তারা জানতে পেরেছে, বন্দুকবাজ অসম রাইফেলসের জওয়ানরাই এই বর্বরোচিত হত্যালীলা ঘটিয়েছে ৷ তবে এমন ঘটনা নাগাদের কাছে নতুন নয় বলেও দাবি করেছে তারা ৷ এনএসসিএন (আইএম)-এর অভিযোগ, নাগাদের দমিয়ে রাখতেই অতীতেও ভারতীয় সেনাবাহিনী এই ধরনের হামলা চালিয়েছে ৷ নাগাল্য়ান্ডের উপর আফস্পার মতো আইন চাপিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার

নাগা প্রতিনিধিদের সঙ্গে ভারত সরকারের আলোচনা চললেও গত দু’দশক ধরে নাগাদের উপর অত্যাচার অব্যাহত থেকেছে বলেই মনে করে এনএসসিএন (আইএম) ৷ তবে শনিবারের ঘটনা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে বলে তাদের অভিযোগ ৷ তাদের কথায়, ‘‘1997 সালে ভারত-নাগা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটিই সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা ৷’’ এই ঘটনার নিন্দা করার মতো ভাষা খুঁজে পাওয়াও কঠিন বলে তাদের বিবৃতিতে জানিয়েছে এনএসসিএন (আইএম) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.