নয়াদিল্লি, 6 এপ্রিল: চিনের সঙ্গে অরুণাচল প্রদেশের সীমান্ত ইস্যুতে আমেরিকা ভারতকে সমর্থন করুক বা না করুক তাতে নয়াদিল্লির অবস্থান বদলাবেন না ৷ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷
অরুণাচল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হয় বিদেশমন্ত্রকের মুখপাত্রকে ৷ জবাবে বাগচি বলেন,"চিন চেষ্টা করেছে অরুণাচলের কিছু এলাকার নাম বদলে দিতে ৷ এই বিষয়ে ভারত ও চিনকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান সূত্রে পৌঁছতে হবে ৷ কেউ এই ইস্যুতে সমর্থন করলে ভালো ৷ কেউ সমর্থন না করলেও আমাদের অবস্থান বদলাবে না ৷"
উল্লেখ্য, অরুণাচলের 11টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলিকে একত্রে জ্যাঙ্গনান নামে দক্ষিণ তিব্বতের একটি অংশ বলে দাবি করছে ৷ চিনের এই উদ্যোগের ইতিমধ্যেই সমালোচনা করেছে জো বাইডেন প্রশাসন ৷ মঙ্গলবারই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এভাবে ভারতে অন্তর্ভূক্ত এলাকাকে চিনের নিজের এলাকা বলে দাবি করার বিরোধিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷
এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র এও মনে করিয়ে দিয়েছেন যে, এই প্রথম এমন কাজ করল না চিন ৷ এর আগেও বেজিংয়ের এহেন কাজের সমালোচনা করেছে ভারত ৷ অরিন্দম বাগচির কথায়,"অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ চিন যতই নাম বদলানোর চেষ্টা করুক তাতে বাস্তব বদলে যাবে না ৷ আমি আবারও সেটা জোর দিয়ে মনে করাতে চাই ৷" তিনি আরও জানান, 2020 এর এপ্রিল থেকে সীমান্ত ইস্যুতে চিনের সঙ্গে ভারতের নতুন করে বিবাদ চলছে ৷ দুই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক করতে আগে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন ৷ চুক্তিভঙ্গ করে সীমান্তে বিপুল সৈন্য মোতায়েন এই পরিস্থিতিতে কাম্য নয় ৷ কূটনৈতিক ও সামরিক সূত্রে আলোচনার মাধ্যমে ভারত যে এই বিবাদের সমাধানের চেষ্টা করছে এদিন তাও মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷
আরও পড়ুন: দ্বিধাহীন ভাবে কড়া সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদি, বললেন অমিত শাহ