ETV Bharat / bharat

ক্ষতিপূরণ নয়, করোনা মোকাবিলাকে অগ্রাধিকার ; সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র - ক্ষতিপূরণ

করোনায় মৃতদের পরিবার পিছু চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় ৷ এমনই সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র ৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত কেন্দ্রের ? কী যুক্তি রয়েছে এই সিদ্ধান্তের পিছনে ?

COVID
COVID
author img

By

Published : Jun 22, 2021, 10:18 AM IST

নয়াদিল্লি, 22 জুন : করোনা আক্রান্তে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে, করোনা মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ সোমবার সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র ৷

সোমবার কেন্দ্র শীর্ষ আদালতকে জানায়, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবারগুলিকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় ৷ ক্ষতিপূরণ দেওয়ার তহবিলগুলি চালু রয়েছে তবে তা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে ব্যবহার করা হবে ৷ সোমবার সুপ্রিম কোর্টে করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনের শুনানির সময় কেন্দ্র সুপ্রিম কোর্টে ক্ষতিপূরণের এই বিষয়টি নিয়ে তাদের মতামত স্পষ্ট করে ৷ সেখানেই কেন্দ্রের তরফে জানানো হয়, ক্ষতিপূরণের চেয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় অগ্রাধিকার দেওয়া হবে ৷

কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায়, করোনায় মৃতদের পরিবার পিছু চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া যাবে না ৷ এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যগুলিতে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তাতে করোনায় মৃতদের প্রতি পরিবার পিছু চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সাধ্যের বাইরে ৷

আরও পড়ুন : করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ সম্ভব নয় ; সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা হলফনামায় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সরকারিভাবে বিপর্যয় মোকাবিলা আইন 2005 এর 12 নম্বর ধারা অনুযায়ী 'ন্যূনতম মানের ত্রাণ' দেওয়া হয়েছে ৷ দেশের প্রতিটা নাগরিকের স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা নিশ্চিত ও পরিকাঠামো বৃদ্ধি করতে সরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ৷

নয়াদিল্লি, 22 জুন : করোনা আক্রান্তে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে, করোনা মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ সোমবার সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র ৷

সোমবার কেন্দ্র শীর্ষ আদালতকে জানায়, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবারগুলিকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় ৷ ক্ষতিপূরণ দেওয়ার তহবিলগুলি চালু রয়েছে তবে তা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে ব্যবহার করা হবে ৷ সোমবার সুপ্রিম কোর্টে করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনের শুনানির সময় কেন্দ্র সুপ্রিম কোর্টে ক্ষতিপূরণের এই বিষয়টি নিয়ে তাদের মতামত স্পষ্ট করে ৷ সেখানেই কেন্দ্রের তরফে জানানো হয়, ক্ষতিপূরণের চেয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় অগ্রাধিকার দেওয়া হবে ৷

কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায়, করোনায় মৃতদের পরিবার পিছু চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া যাবে না ৷ এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যগুলিতে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তাতে করোনায় মৃতদের প্রতি পরিবার পিছু চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সাধ্যের বাইরে ৷

আরও পড়ুন : করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ সম্ভব নয় ; সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা হলফনামায় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সরকারিভাবে বিপর্যয় মোকাবিলা আইন 2005 এর 12 নম্বর ধারা অনুযায়ী 'ন্যূনতম মানের ত্রাণ' দেওয়া হয়েছে ৷ দেশের প্রতিটা নাগরিকের স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা নিশ্চিত ও পরিকাঠামো বৃদ্ধি করতে সরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.