ETV Bharat / bharat

Srinagar NIT জমায়েত করে ভারত পাক ম্যাচ দেখায় নিষেধাজ্ঞা এনআইটিতে, না মানলে 5 হাজার টাকা জরিমানা - ভারত পাক ম্যাচ দেখায় নিষেধাজ্ঞা

ঝামেলা, মারামারি এড়াতে জমায়েত করে ভারত পাকিস্তান ম্যাচ দেখায় নিষেধাজ্ঞা জারি করল শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (Srinagar NIT) ৷ হস্টেলের পড়ুয়াদের এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে (Not Allow to Watch India Pakistan Match In Groups) ৷ নির্দেশিকা না মানলে শাস্তির কথাও বলে হয়েছে ৷

Not Allow to Watch India Pakistan Match In Groups Srinagar NIT Issues Notice
Not Allow to Watch India Pakistan Match In Groups Srinagar NIT Issues Notice
author img

By

Published : Aug 28, 2022, 1:43 PM IST

শ্রীনগর, 28 অগস্ট: এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ দেখা নিয়ে পড়ুয়াদের উপর ফতোয়া জারির অভিযোগ শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (Srinagar NIT) বিরুদ্ধে ৷ যেখান বলা হয়েছে, একসঙ্গে বসে ভারত-পাক ম্যাচ দেখা যাবে না (Not Allow to Watch India Pakistan Match In Groups) ৷ আর এই ম্যাচ সংক্রান্ত কোনও পোস্ট সোশাল মিডিয়ায় দেওয়া যাবে না বলেও স্টুডেন্টস ওয়েল ফেয়ারের বিভাগের ডিনের অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

শুধু তাই নয়, যদি হস্টেলের কোনও ঘরে পড়ুয়ারা একসঙ্গে খেলা দেখেন ৷ সেক্ষেত্রে ওই রুমের যাঁরা আবাসিক, তাঁদের হস্টেল থেকে বহিষ্কার করার কথাও বলা হয়েছে ৷ পাশাপাশি, যে ছাত্ররা একসঙ্গে ভারত-পাকিস্তান (India vs Pakistan) খেলা দেখবেন, তাঁদের কমপক্ষে 5 হাজার টাকা জরিমানা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷ আর ম্যাচ চলাকালীন হস্টেলে নিজেদের ঘরেই পড়ুয়ারে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের ডিনের তরফে ৷ আর হস্টেলের মধ্যে অন্য কোনও রুমে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ ৷ সোশাল মিডিয়াতেও ম্যাচ সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না বলে ডিনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আর এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে ৷ ঠিক কী কারণে এমন নির্দেশিকা, তা নিয়ে কোনও মন্তব্য কলেজ কর্তৃপক্ষের তরফে করা হয়নি ৷ পড়ুয়াদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে ৷ তবে জানা গিয়েছে, 2016 সালে টি-20 বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হারার পর ব্যাপক মারামারি হয়েছিল হস্টেলে ৷ অভিযোগ উঠেছিল, বেশকিছু বহিরাগতদের সঙ্গে হস্টেলের পড়ুয়ারাদের মারামারি হয় ৷ যে ঘটনার জন্য শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: পাক বধের প্রার্থনা, মহারণের আগে জয়ের লক্ষ্যে যজ্ঞ বিধাননগরে

ফলে মনে করা হচ্ছে, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই হয়তো, ভারত-পাকিস্তানের মতো সংবেদনশীল ম্যাচ দেখার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পাশাপাশি, কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাচ শেষ হওয়ার পর হস্টেলের রুম থেকে পড়ুয়াদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে ৷

শ্রীনগর, 28 অগস্ট: এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ দেখা নিয়ে পড়ুয়াদের উপর ফতোয়া জারির অভিযোগ শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (Srinagar NIT) বিরুদ্ধে ৷ যেখান বলা হয়েছে, একসঙ্গে বসে ভারত-পাক ম্যাচ দেখা যাবে না (Not Allow to Watch India Pakistan Match In Groups) ৷ আর এই ম্যাচ সংক্রান্ত কোনও পোস্ট সোশাল মিডিয়ায় দেওয়া যাবে না বলেও স্টুডেন্টস ওয়েল ফেয়ারের বিভাগের ডিনের অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

শুধু তাই নয়, যদি হস্টেলের কোনও ঘরে পড়ুয়ারা একসঙ্গে খেলা দেখেন ৷ সেক্ষেত্রে ওই রুমের যাঁরা আবাসিক, তাঁদের হস্টেল থেকে বহিষ্কার করার কথাও বলা হয়েছে ৷ পাশাপাশি, যে ছাত্ররা একসঙ্গে ভারত-পাকিস্তান (India vs Pakistan) খেলা দেখবেন, তাঁদের কমপক্ষে 5 হাজার টাকা জরিমানা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷ আর ম্যাচ চলাকালীন হস্টেলে নিজেদের ঘরেই পড়ুয়ারে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের ডিনের তরফে ৷ আর হস্টেলের মধ্যে অন্য কোনও রুমে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ ৷ সোশাল মিডিয়াতেও ম্যাচ সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না বলে ডিনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আর এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে ৷ ঠিক কী কারণে এমন নির্দেশিকা, তা নিয়ে কোনও মন্তব্য কলেজ কর্তৃপক্ষের তরফে করা হয়নি ৷ পড়ুয়াদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে ৷ তবে জানা গিয়েছে, 2016 সালে টি-20 বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হারার পর ব্যাপক মারামারি হয়েছিল হস্টেলে ৷ অভিযোগ উঠেছিল, বেশকিছু বহিরাগতদের সঙ্গে হস্টেলের পড়ুয়ারাদের মারামারি হয় ৷ যে ঘটনার জন্য শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: পাক বধের প্রার্থনা, মহারণের আগে জয়ের লক্ষ্যে যজ্ঞ বিধাননগরে

ফলে মনে করা হচ্ছে, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই হয়তো, ভারত-পাকিস্তানের মতো সংবেদনশীল ম্যাচ দেখার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পাশাপাশি, কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাচ শেষ হওয়ার পর হস্টেলের রুম থেকে পড়ুয়াদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.