নয়াদিল্লি, 11 ডিসেম্বর: দেশবাসীর কাছে বহুল পরিচিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল (North East Festival) বা উৎসব ৷ এই উৎসব সকলকে এক ছাতার নিচে নিয়ে আসে ৷ একইসঙ্গে খাদ্য, কারুশিল্প এবং উত্তর-পূর্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির এক দুর্দান্ত অভিজ্ঞতা দেয় ৷ এ বছর এই উৎসব নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে 23 থেকে 26 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে (Jawaharlal Nehru Stadium in New Delhi) ।
নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের দশম সংস্করণের উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি (G Kishan Reddy) ৷ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও (Piyush Goyal) এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal), বন্দর এবং কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ওই অঞ্চলের সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
2013 সালে সূচনা হয় এই উৎসবের ৷ তারপর থেকে এই ফেস্টিভ্যাল দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে পর্যটন বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে । এই উৎসবের প্রথম সাতটি সংস্করণ 2013 থেকে 2019 পর্যন্ত আইজিএনসিএ (IGNCA), জনপথ, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ৷ এই বছরগুলিতে ব্যাপক ভিড় হয়েছে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে । করোনার কারণে আগের দু'বছর গুয়াহাটিতে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল ৷
নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের প্রধান সংগঠক শ্যামকানু মহন্ত (Organiser North East Festival Shyamkanu Mahanta) বলেন, "দু'বছর লকডাউন, সামাজিক দূরত্ব এবং করোনা পরিস্থিতি কাটিয়ে অবশেষে আমরা আমাদের প্রিয় দিল্লিতে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত (North East Festival is back in Delhi December) ৷ এই শহর সবসময় আমাদের ভালোবাসা দিয়েছে । নাম হয়তো উত্তর পূর্ব উৎসব বা নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল, কিন্তু এই উৎসব দেশের সকল মানুষকে একত্রিত করে ৷ এই উৎসব উত্তর পূর্ব ভারতের সৌন্দর্য, বৈচিত্র্য এবং অখণ্ডতা উদযাপন করে ।"
আরও পড়ুন: বরফের চাদরে ঢাকল ভূ-স্বর্গ, দেখুন ভিডিয়ো...
এ বছরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে দর্শকেরা দেখতে পাবে রঙিন নৃত্যনাট্য, সঙ্গীত পরিবেশনা, মুখোশ উপস্থাপনা, ফ্যাশন শো, ওপেন-মাইক সেশন এবং আরও অনেক কিছু (North East Festival to be held in Delhi) । ভারত জুড়ে বিভিন্ন রক ব্যান্ডের মধ্যে একটি রক প্রতিযোগিতা হবে । 50টির মতো খাবারের স্টল থাকছে এখানে ৷ সেগুলিতে শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত থেকে নয়, দিল্লি-সহ ভারতের বিভিন্ন জায়গার বৈচিত্র্যময় খাবার থাকবে ।