ETV Bharat / bharat

Abhijit Banerjee: ভোটের আগে উপহার বিলিয়ে গরিবের উপকার করা যায় না, মত নোবেলজয়ীর - ভারতীয় অর্থনীতি

অর্থনীতি সংক্রান্ত একটি আলোচনাসভায় অংশ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) ৷ সেখানে কী বার্তা দিলেন তিনি ?

Nobel Laureate Abhijit Banerjee says freebies before election not best way to help poor
Abhijit Banerjee: ভোটের আগে উপহার বিলিয়ে গরিবের উপকার করা যায় না, মত নোবেলজয়ীর
author img

By

Published : Nov 6, 2022, 5:49 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: ভোটের আগে কিছু উপহার বিলিয়ে দিয়ে কখনই দরিদ্রকে প্রকৃত সাহায্য করা যায় না ৷ বরং, তাঁদের শৃঙ্খলাবদ্ধভাবে সাহায্য করতে হবে ৷ এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) ৷ শনিবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি ৷

সংশ্লিষ্ট অনুষ্ঠানটি আসলে ছিল একটি প্রকাশ্য আলোচনাসভা ৷ উদ্যোক্তা আর এক অর্থনীতিবিদ তথা লেখক শ্রায়ানা ভট্টাচার্য ৷ এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল 'ভালো অর্থনীতি, মন্দ অর্থনীতি' (Good Economics, Bad Economics) ৷ এই অনুষ্ঠানের মঞ্চেই অর্থনীতির নানা দিক তুলে ধরেন অভিজিৎ ৷ অর্থনীতি কীভাবে মানুষের জীবন এবং দেশের সামগ্রিক উন্নয়নকে প্রভাবিত করছে, তারও ব্যাখ্য়া দেন তিনি ৷ তাঁর আলোচনায় উঠে আসে উন্নয়নমূলক অর্থনীতি, অর্থনীতির ব্যবহারিক মডেল, জীবনযাত্রার সংকট, সামাজিক সুরক্ষা, মূল্যের বণ্টনমূলক প্রভাব এবং জীবিকা সংক্রান্ত নানা বিষয় ৷

আরও পড়ুন: দেবীপক্ষে বেকারত্ব ও উপার্জনের বৈষম্যকে অসুরের সঙ্গে তুলনা আরএসএস নেতার

এই প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবেই ভারতীয় অর্থনীতির নানা সমস্য়া নিয়ে আলোচনা করেন অভিজিৎ ৷ বর্তমানে ভারত যে সমস্য়াগুলির সঙ্গে লড়াই করছে, তার মধ্য অন্যতম হল মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং মহিলাদের আর্থিক পরনির্ভরশীলতা ৷ এই সূত্র ধরেই অভিজিৎ বলেন, "ভারতে একটি প্রচলিত রেওয়াজ আছে ৷ যেকোনও নির্বাচনের আগে গরিবদের সামান্য কিছু উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করা হয় ৷ এই প্রবণতা অত্যন্ত খারাপ বলেই মনে করেন তিনি ৷ কারণ, এই সামান্য উপহারে গরিবের কোনও কল্যাণ হয় না ৷ উপরন্তু, দেশের উন্নয়নও স্তব্ধ হয়ে যায় ৷

দেশের অর্থনৈতিক সংকট কাটানোর জন্যও কিছু দাওয়াই দিয়েছেন অভিজিৎ ৷ তিনি বলেন, "ধনীদের কাছ থেকে ভালো মতো কর আদায় করতে হবে ৷ নির্বাচনের আগে উপহার বিলি করে গরিবের কোনও উপকার হয় না ৷ আমাদের সমাজে যে অসাম্য রয়েছে, তা বেলুনের মতো ফুলেই চলেছে ৷ এই অসাম্য দূর করতে ধনীদের কাছ থেকে ভালো মতো কর নেওয়া যেতে পারে ৷ সেই করের টাকা কেন্দ্রীয় সরকারের তহবিলে জমা হবে এবং সেই টাকা শৃঙ্খলাবদ্ধভাবে গরিবের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে ৷" অভিজিৎ মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুব সহজেই ধনী ও দরিদ্রের অসাম্য দূর করা সম্ভব ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: ভোটের আগে কিছু উপহার বিলিয়ে দিয়ে কখনই দরিদ্রকে প্রকৃত সাহায্য করা যায় না ৷ বরং, তাঁদের শৃঙ্খলাবদ্ধভাবে সাহায্য করতে হবে ৷ এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) ৷ শনিবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি ৷

সংশ্লিষ্ট অনুষ্ঠানটি আসলে ছিল একটি প্রকাশ্য আলোচনাসভা ৷ উদ্যোক্তা আর এক অর্থনীতিবিদ তথা লেখক শ্রায়ানা ভট্টাচার্য ৷ এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল 'ভালো অর্থনীতি, মন্দ অর্থনীতি' (Good Economics, Bad Economics) ৷ এই অনুষ্ঠানের মঞ্চেই অর্থনীতির নানা দিক তুলে ধরেন অভিজিৎ ৷ অর্থনীতি কীভাবে মানুষের জীবন এবং দেশের সামগ্রিক উন্নয়নকে প্রভাবিত করছে, তারও ব্যাখ্য়া দেন তিনি ৷ তাঁর আলোচনায় উঠে আসে উন্নয়নমূলক অর্থনীতি, অর্থনীতির ব্যবহারিক মডেল, জীবনযাত্রার সংকট, সামাজিক সুরক্ষা, মূল্যের বণ্টনমূলক প্রভাব এবং জীবিকা সংক্রান্ত নানা বিষয় ৷

আরও পড়ুন: দেবীপক্ষে বেকারত্ব ও উপার্জনের বৈষম্যকে অসুরের সঙ্গে তুলনা আরএসএস নেতার

এই প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবেই ভারতীয় অর্থনীতির নানা সমস্য়া নিয়ে আলোচনা করেন অভিজিৎ ৷ বর্তমানে ভারত যে সমস্য়াগুলির সঙ্গে লড়াই করছে, তার মধ্য অন্যতম হল মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং মহিলাদের আর্থিক পরনির্ভরশীলতা ৷ এই সূত্র ধরেই অভিজিৎ বলেন, "ভারতে একটি প্রচলিত রেওয়াজ আছে ৷ যেকোনও নির্বাচনের আগে গরিবদের সামান্য কিছু উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করা হয় ৷ এই প্রবণতা অত্যন্ত খারাপ বলেই মনে করেন তিনি ৷ কারণ, এই সামান্য উপহারে গরিবের কোনও কল্যাণ হয় না ৷ উপরন্তু, দেশের উন্নয়নও স্তব্ধ হয়ে যায় ৷

দেশের অর্থনৈতিক সংকট কাটানোর জন্যও কিছু দাওয়াই দিয়েছেন অভিজিৎ ৷ তিনি বলেন, "ধনীদের কাছ থেকে ভালো মতো কর আদায় করতে হবে ৷ নির্বাচনের আগে উপহার বিলি করে গরিবের কোনও উপকার হয় না ৷ আমাদের সমাজে যে অসাম্য রয়েছে, তা বেলুনের মতো ফুলেই চলেছে ৷ এই অসাম্য দূর করতে ধনীদের কাছ থেকে ভালো মতো কর নেওয়া যেতে পারে ৷ সেই করের টাকা কেন্দ্রীয় সরকারের তহবিলে জমা হবে এবং সেই টাকা শৃঙ্খলাবদ্ধভাবে গরিবের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে ৷" অভিজিৎ মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুব সহজেই ধনী ও দরিদ্রের অসাম্য দূর করা সম্ভব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.