ETV Bharat / bharat

Maharashtra: ভ্য়াকসিন না নিলে কর্মীদের বেতন নয়, সিদ্ধান্ত থানে পৌরনিগমের - 100 শতাংশ ভ্যাকসিনেশন

মাসের শেষে শহরে যেন এমন কেউ না থাকেন, যিনি কোভিড-19 ভ্যাকসিনের কোনও ডোজ পাননি বা সময়মতো দ্বিতীয় ডোজটি নিতে পারেননি ৷ তাই নানাবিধ ব্যবস্থা নিয়েছে থানে পৌরনিগম ৷ অন-হুইল ভ্যাকসিনেশন কেন্দ্র, বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া চলছে জোরকদমে ৷

কোভিড-19 ভ্যাকসিন
কোভিড-19 ভ্যাকসিন
author img

By

Published : Nov 9, 2021, 1:43 PM IST

থানে, 9 নভেম্বর : কোভিড-19 ভ্যাকসিনের একটি ডোজও নেওয়া হয়নি ? তাহলে মাসের শেষে মিলবে না বেতন ৷ কর্মীদের ক্ষেত্রে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে থানের পৌরনিগম (Thane Municipal Corporation, TMC) ৷ সোমবার থানের মেয়র নরেশ মাসকে (Naresh Mhaske), পৌর কমিশনার ডাঃ বিপিন শর্মা (Dr Vipin Sharma)-সহ মহারাষ্ট্রের এই পৌরনিগমের উচ্চ আধিকারিকরা একটি বৈঠকে পৌরনিগমের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নেন ৷

এমনকি বিবৃতিতে জানানো হয়েছে, পৌরনিগমের যে সব কর্মচারীরা সময় অনুযায়ী কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটিও নেননি, তাঁরাও বেতন থেকে বঞ্চিত হবেন ৷ টিএমসি-র সব কর্মচারীকে সংশ্লিষ্ট অফিসে তাঁদের কোভিড-19 ভ্যাকসিনেশনের সার্টিফিকেট জমা দিতে হবে ৷

মেয়র নরেশ মাসকে সাংবাদিকদের জানান, এমাসের শেষে শহরে ভ্যাকসিনেশন 100 শতাংশ করার লক্ষ্যেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ মুম্বই ও তৎসংলগ্ন অঞ্চলে ভ্যাকসিনেশন 100 শতাংশ সম্পূর্ণ করতে জোরদার করা হয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া ৷

আরও পড়ুন : Corona in India : দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারে, 266 দিনে সর্বনিম্ন

সরকারি সূত্রে জানা গিয়েছে, থানে পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন কেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ 'অন-হুইলস' (on-wheels) অর্থাৎ পথচলতি বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন কেন্দ্র থাকবে ৷ রাস্তা দিয়ে কোথাও যাওয়ার পথে পাওয়া যাবে ভ্যাকসিন নেওয়ার সুবিধে ৷ এছাড়া 'হর ঘর দস্তক' ( Har Ghar Dastak) প্রকল্পের অধীনে প্রতিদিন আশা (ASHA, Accredited Social Health Activist) স্বাস্থ্যকর্মী ও নার্সরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন, এখনও কেউ ভ্যাকসিন নিতে বাকি রয়েছে কি না ৷ কেউ বাদ পড়লে তাঁদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷

শহরে ভ্যাকসিনেশনের জন্য 167টি দল নিয়োগ করেছে থানে পৌরনিগম ৷ এই দলের সদস্যরা প্রয়োজনে রোগীদের কালওয়ার (Kalwa) ছত্রপতি শিবাজী হাসপাতালে (Chhatrapati Shivaji Maharaj General Hospital) নিয়ে আসছেন ৷ এখানে তাঁরা ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট পাবেন ৷ আর যাঁদের ভ্যাকসিনেশন হয়নি, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে ৷

100 শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যপূরণে শিক্ষক-ছাত্র শৃঙ্খল তৈরি করেছে থানে পৌরনিগম ৷ শিক্ষক-শিক্ষিকারা স্কুল, কলেজের পড়ুয়াদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে সচেতন করছেন ৷ পড়ুয়ারা এর গুরুত্বের কথা তাঁদের বাড়িতে জানাচ্ছেন, যাতে কারও ভ্যাকসিন নেওয়া বাকি থাকলে, সে তা নিয়ে নেয় ৷ শহরে বর্জ্য সংগ্রাহক গাড়িও ভ্যাকসিন নেওয়ার প্রচার চালাচ্ছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, রবিবার থানেতে 118 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷

থানে, 9 নভেম্বর : কোভিড-19 ভ্যাকসিনের একটি ডোজও নেওয়া হয়নি ? তাহলে মাসের শেষে মিলবে না বেতন ৷ কর্মীদের ক্ষেত্রে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে থানের পৌরনিগম (Thane Municipal Corporation, TMC) ৷ সোমবার থানের মেয়র নরেশ মাসকে (Naresh Mhaske), পৌর কমিশনার ডাঃ বিপিন শর্মা (Dr Vipin Sharma)-সহ মহারাষ্ট্রের এই পৌরনিগমের উচ্চ আধিকারিকরা একটি বৈঠকে পৌরনিগমের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নেন ৷

এমনকি বিবৃতিতে জানানো হয়েছে, পৌরনিগমের যে সব কর্মচারীরা সময় অনুযায়ী কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটিও নেননি, তাঁরাও বেতন থেকে বঞ্চিত হবেন ৷ টিএমসি-র সব কর্মচারীকে সংশ্লিষ্ট অফিসে তাঁদের কোভিড-19 ভ্যাকসিনেশনের সার্টিফিকেট জমা দিতে হবে ৷

মেয়র নরেশ মাসকে সাংবাদিকদের জানান, এমাসের শেষে শহরে ভ্যাকসিনেশন 100 শতাংশ করার লক্ষ্যেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ মুম্বই ও তৎসংলগ্ন অঞ্চলে ভ্যাকসিনেশন 100 শতাংশ সম্পূর্ণ করতে জোরদার করা হয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া ৷

আরও পড়ুন : Corona in India : দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারে, 266 দিনে সর্বনিম্ন

সরকারি সূত্রে জানা গিয়েছে, থানে পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন কেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ 'অন-হুইলস' (on-wheels) অর্থাৎ পথচলতি বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন কেন্দ্র থাকবে ৷ রাস্তা দিয়ে কোথাও যাওয়ার পথে পাওয়া যাবে ভ্যাকসিন নেওয়ার সুবিধে ৷ এছাড়া 'হর ঘর দস্তক' ( Har Ghar Dastak) প্রকল্পের অধীনে প্রতিদিন আশা (ASHA, Accredited Social Health Activist) স্বাস্থ্যকর্মী ও নার্সরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন, এখনও কেউ ভ্যাকসিন নিতে বাকি রয়েছে কি না ৷ কেউ বাদ পড়লে তাঁদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷

শহরে ভ্যাকসিনেশনের জন্য 167টি দল নিয়োগ করেছে থানে পৌরনিগম ৷ এই দলের সদস্যরা প্রয়োজনে রোগীদের কালওয়ার (Kalwa) ছত্রপতি শিবাজী হাসপাতালে (Chhatrapati Shivaji Maharaj General Hospital) নিয়ে আসছেন ৷ এখানে তাঁরা ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট পাবেন ৷ আর যাঁদের ভ্যাকসিনেশন হয়নি, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে ৷

100 শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যপূরণে শিক্ষক-ছাত্র শৃঙ্খল তৈরি করেছে থানে পৌরনিগম ৷ শিক্ষক-শিক্ষিকারা স্কুল, কলেজের পড়ুয়াদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে সচেতন করছেন ৷ পড়ুয়ারা এর গুরুত্বের কথা তাঁদের বাড়িতে জানাচ্ছেন, যাতে কারও ভ্যাকসিন নেওয়া বাকি থাকলে, সে তা নিয়ে নেয় ৷ শহরে বর্জ্য সংগ্রাহক গাড়িও ভ্যাকসিন নেওয়ার প্রচার চালাচ্ছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, রবিবার থানেতে 118 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.