ETV Bharat / bharat

Shah over Left Wing Extremism: আত্মনির্ভর-ভারতে 'বামপন্থী উগ্রবাদে'র জায়গা নেই, বার্তা অমিতের - বামপন্থী উগ্রবাদী কাজকর্ম

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চস্তরীয় বৈঠকে অমিত শাহ বামপন্থীদের বিরুদ্ধে সরকারের কড়া নীতির কথা ঘোষণা করলেন ৷ মোদি সরকার কোনও ভাবে বামপন্থী উগ্রবাদীদের সঙ্গে সমঝোতা করবে না বলে জানালেন তিনি (Modi Government Zero Tolerance policy against Left Wing Extremism in self reliant India) ৷

Amit Shah
অমিত শাহ
author img

By

Published : Feb 8, 2023, 8:34 AM IST

Updated : Feb 8, 2023, 10:24 AM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: আত্মনির্ভর ভারতে বামপন্থী উগ্রবাদী আদর্শের কোনও জায়গা নেই । এমনটাই সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির (Parliamentary Consultative Committee) বৈঠকে এ কথা বলেন অমিত ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ভারত এখন আত্মনির্ভর ৷ এখানে যেমন হিংসা ঠাঁই পাবে না তেমনই বামপন্থা উগ্রবাদও নয় ৷ স্বরাষ্ট্র মন্ত্রক বামপন্থা উগ্রবাদের (Left Wing Extremism) মোকাবিলায় যে নীতি গ্রহণ করেছে, তাতে তিনটি স্তম্ভ রয়েছে বলে জানা গিয়েছে ৷ কৌশলগত ও নির্মম ভাবে হিংসা দমন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুসম্পর্ক তৈরি এবং উন্নয়নে জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে উগ্রবাদী সমর্থকদের মুছে ফেলার মতো বিষয়ের উল্লেখ আছে নীতিতে ৷ শাহ আরও বলেন, "মোদি সরকার এলডব্লিউইকে কোনও ভাবে সহ্য (জিরো টলারেন্স) না-করার নীতি গ্রহণ করেছে ৷"

আরও পড়ুন: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা

প্রায় চার দশক পর, 2022 সালে প্রথমবার এই ধরনের হামলায় নাগরিক এবং নিরাপত্তাকর্মীদের মৃত্যুর সংখ্যা একশোর নীচে নেমেছে ৷ বামপন্থী উগ্রবাদী সংক্রান্ত হিংসার ঘটনাও কমেছে ৷ 2010 সালের তুলনায় 2022 সালে 76 শতাংশ হ্রাস পেয়েছে এই ধরনের হামলা ৷ 2022 সালে এলডব্লিউই-র সঙ্গে জড়িত ঘটনায় নাগরিক ও নিরাপত্তারক্ষীদের মৃত্যুর হার 90 শতাংশ কমে হয়েছে 98 ৷ 2010 সালে যা ছিল 1 হাজার 5 জন ৷ উগ্রবাদী কাজকর্মে ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা আগে ছিল 90, এখন তা হয়েছে 45 ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বামপন্থী উগ্রবাদী সংগঠন যাতে কোনওরকম আর্থিক সাহায্য না-পায় তা নিশ্চিত করে সংগঠনের বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এলডব্লিউই অধ্যুষিত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিমান শাখাকে আরও শক্তিশালী করা হয়েছে ৷ এই কারণে বিএসএফ এয়ার উইং নতুন বিমানচালক এবং ইঞ্জিনিয়ারদের নিয়োগ করেছে ৷ রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সম্পর্ক ভালো করার চেষ্টা চালানো হচ্ছে ৷ রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে প্রতিটি রাজ্যকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চায় কেন্দ্র ৷ বামপন্থী উগ্রবাদী এলাকা (Left Wing Extremism affected areas) রয়েছে, এমন রাজ্যগুলিতে পুলিশ বাহিনীকে অত্যাধুনিক করতে মোদি সরকার অর্থ সাহায্য করছে ৷ অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত থানার বন্দোবস্ত করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: আত্মনির্ভর ভারতে বামপন্থী উগ্রবাদী আদর্শের কোনও জায়গা নেই । এমনটাই সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির (Parliamentary Consultative Committee) বৈঠকে এ কথা বলেন অমিত ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ভারত এখন আত্মনির্ভর ৷ এখানে যেমন হিংসা ঠাঁই পাবে না তেমনই বামপন্থা উগ্রবাদও নয় ৷ স্বরাষ্ট্র মন্ত্রক বামপন্থা উগ্রবাদের (Left Wing Extremism) মোকাবিলায় যে নীতি গ্রহণ করেছে, তাতে তিনটি স্তম্ভ রয়েছে বলে জানা গিয়েছে ৷ কৌশলগত ও নির্মম ভাবে হিংসা দমন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুসম্পর্ক তৈরি এবং উন্নয়নে জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে উগ্রবাদী সমর্থকদের মুছে ফেলার মতো বিষয়ের উল্লেখ আছে নীতিতে ৷ শাহ আরও বলেন, "মোদি সরকার এলডব্লিউইকে কোনও ভাবে সহ্য (জিরো টলারেন্স) না-করার নীতি গ্রহণ করেছে ৷"

আরও পড়ুন: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা

প্রায় চার দশক পর, 2022 সালে প্রথমবার এই ধরনের হামলায় নাগরিক এবং নিরাপত্তাকর্মীদের মৃত্যুর সংখ্যা একশোর নীচে নেমেছে ৷ বামপন্থী উগ্রবাদী সংক্রান্ত হিংসার ঘটনাও কমেছে ৷ 2010 সালের তুলনায় 2022 সালে 76 শতাংশ হ্রাস পেয়েছে এই ধরনের হামলা ৷ 2022 সালে এলডব্লিউই-র সঙ্গে জড়িত ঘটনায় নাগরিক ও নিরাপত্তারক্ষীদের মৃত্যুর হার 90 শতাংশ কমে হয়েছে 98 ৷ 2010 সালে যা ছিল 1 হাজার 5 জন ৷ উগ্রবাদী কাজকর্মে ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা আগে ছিল 90, এখন তা হয়েছে 45 ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বামপন্থী উগ্রবাদী সংগঠন যাতে কোনওরকম আর্থিক সাহায্য না-পায় তা নিশ্চিত করে সংগঠনের বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এলডব্লিউই অধ্যুষিত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিমান শাখাকে আরও শক্তিশালী করা হয়েছে ৷ এই কারণে বিএসএফ এয়ার উইং নতুন বিমানচালক এবং ইঞ্জিনিয়ারদের নিয়োগ করেছে ৷ রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সম্পর্ক ভালো করার চেষ্টা চালানো হচ্ছে ৷ রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে প্রতিটি রাজ্যকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চায় কেন্দ্র ৷ বামপন্থী উগ্রবাদী এলাকা (Left Wing Extremism affected areas) রয়েছে, এমন রাজ্যগুলিতে পুলিশ বাহিনীকে অত্যাধুনিক করতে মোদি সরকার অর্থ সাহায্য করছে ৷ অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত থানার বন্দোবস্ত করা হচ্ছে ৷

Last Updated : Feb 8, 2023, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.