ETV Bharat / bharat

ভারতীয় সেনার ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ হোক, চিনকে বার্তা সেনাপ্রধানের - ধৈর্য্য়ের পরীক্ষা

নারাভানের স্পষ্ট বক্তব্য়, ‘‘আমরা আলোচনা এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে আগ্রহী৷ তবে, তাই বলে কেউ ভারতের ধৈর্যের পরীক্ষা নেবে, সেটা ভাবা ভুল ৷’’

no-one-should-make-any-mistake-of-testing-indian-armys-patience-gen-naravane-on-ladakh-standoff
ভারতীয় সেনার ধৈর্য্য়ের পরীক্ষা নেওয়া বন্ধ হোক, চিনকে বার্তা সেনাপ্রধানের
author img

By

Published : Jan 15, 2021, 4:00 PM IST

দিল্লি, 15 জানুয়ারি : ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল যাতে কেউ না করে ৷ লাদাখ সীমান্ত নিয়ে চিনকে কড়া বার্তা দিলেন, সেনাপ্রধান জ়েনারেল এম এম নারাভানে ৷ তাঁর স্পষ্ট বক্তব্য়, সেনার শীর্ষস্তরে আলোচনা এবং কূটনৈতিকভাবে সীমান্ত সমস্য়ার সামাধান করা হোক ৷ সেনা দিবসের প্য়ারেডে বক্তব্য় রাখতে গিয়ে একথা বলেন এমএম নারাভানে ৷ সেখানেই তিনি জানান, সীমান্তে একতরফা পরিবর্তন করার চেষ্টায় করা ষড়যন্ত্রকে ব্য়র্থ করতে যথাযথ জবাব দেওয়া হয়েছিল ৷ আর তার ফলেই গালওয়ান সেক্টরে ভারতীয় সেনাদের বলিদান দিতে হয়েছিল ৷

এ নিয়েই বলতে গিয়েই, নারাভানের স্পষ্ট বক্তব্য়, ‘‘আমরা আলোচনা এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে আগ্রহী৷ তবে, তাই বলে কেউ ভারতের ধৈর্যের পরীক্ষা নেবে, সেটা ভাবা ভুল৷’’ প্রসঙ্গত, গতবছর 15 জুন গালওয়ান সেক্টরে চিনের লিবারেশন আর্মির হামলায় ভারতের 20 জন জওয়ানের মৃত্য়ু হয় ৷ চিনের লালফৌজ জোর করে লাদাখ সীমান্ত দখলের চেষ্টা করায়, তাদের বাধা দেয় ভারতীয় সেনা ৷

আরও পড়ুন : পাকিস্তান ও চিন, উভয় দেশই ভারতের চিন্তার : সেনাপ্রধান

সেই ঘটনায় ভারতের পাশাপাশি চিনেরও বেশ কয়েকজন সেনা মারা যায় ৷ চিন সেই তথ্য় সামনে না আনলেও, ভারতীয় সেনার তথ্য় অনুযায়ী, অন্তত প্রায় 35 জন চিনা সেনা ভারতীয় জওয়ানদের সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছিল ৷ সেনা দিবসের ভাষণে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়েও সরব হন সেনাপ্রধান ৷ তিনি বলেন, ‘‘ক্রমশ প্রতিবেশী দেশ পাকিস্তান, জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়ে চলেছে ৷’’

দিল্লি, 15 জানুয়ারি : ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল যাতে কেউ না করে ৷ লাদাখ সীমান্ত নিয়ে চিনকে কড়া বার্তা দিলেন, সেনাপ্রধান জ়েনারেল এম এম নারাভানে ৷ তাঁর স্পষ্ট বক্তব্য়, সেনার শীর্ষস্তরে আলোচনা এবং কূটনৈতিকভাবে সীমান্ত সমস্য়ার সামাধান করা হোক ৷ সেনা দিবসের প্য়ারেডে বক্তব্য় রাখতে গিয়ে একথা বলেন এমএম নারাভানে ৷ সেখানেই তিনি জানান, সীমান্তে একতরফা পরিবর্তন করার চেষ্টায় করা ষড়যন্ত্রকে ব্য়র্থ করতে যথাযথ জবাব দেওয়া হয়েছিল ৷ আর তার ফলেই গালওয়ান সেক্টরে ভারতীয় সেনাদের বলিদান দিতে হয়েছিল ৷

এ নিয়েই বলতে গিয়েই, নারাভানের স্পষ্ট বক্তব্য়, ‘‘আমরা আলোচনা এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে আগ্রহী৷ তবে, তাই বলে কেউ ভারতের ধৈর্যের পরীক্ষা নেবে, সেটা ভাবা ভুল৷’’ প্রসঙ্গত, গতবছর 15 জুন গালওয়ান সেক্টরে চিনের লিবারেশন আর্মির হামলায় ভারতের 20 জন জওয়ানের মৃত্য়ু হয় ৷ চিনের লালফৌজ জোর করে লাদাখ সীমান্ত দখলের চেষ্টা করায়, তাদের বাধা দেয় ভারতীয় সেনা ৷

আরও পড়ুন : পাকিস্তান ও চিন, উভয় দেশই ভারতের চিন্তার : সেনাপ্রধান

সেই ঘটনায় ভারতের পাশাপাশি চিনেরও বেশ কয়েকজন সেনা মারা যায় ৷ চিন সেই তথ্য় সামনে না আনলেও, ভারতীয় সেনার তথ্য় অনুযায়ী, অন্তত প্রায় 35 জন চিনা সেনা ভারতীয় জওয়ানদের সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছিল ৷ সেনা দিবসের ভাষণে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়েও সরব হন সেনাপ্রধান ৷ তিনি বলেন, ‘‘ক্রমশ প্রতিবেশী দেশ পাকিস্তান, জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়ে চলেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.