ETV Bharat / bharat

হু-ও কোভিডয়ের দ্বিতীয় ঢেউ সম্পর্কে ধারণা করতে পারেনি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর - জি কিশান রেড্ডি

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেড্ডি বলেন, " দেশে কোভিড-19 ছড়িয়ে পড়াকে আটকাতে সরকার প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে ৷ জনগণের সহযোগিতায় ভারত করোনার প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পেরেছে, দ্বিতীয় ঢেউ থেকেও খুব শীঘ্রই বেরিয়ে আসবে ৷ হু সহ কেউই ভবিষ্যদ্বাণী করতে পারেননি যে কোভিডয়ের দ্বিতীয় ঢেউ এইভাবে দেশকে প্রভাবিত করবে ৷ "

জি কিশান রেড্ডি
জি কিশান রেড্ডি
author img

By

Published : May 11, 2021, 10:18 AM IST

তেলেঙ্গানা, 11 মে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহ কেউই ধারণা করতে পারেনি কোভিডয়ের দ্বিতীয় ঢেউ এইভাবে দেশকে প্রভাবিত করবে ৷ সোমবার তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরির বিবিনগরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে করোনা চিকিৎসার পরিদর্শনে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি ৷ তাঁর দাবি, এই দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থেকে দেশ খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেড্ডি বলেন, "দেশে কোভিড-19 ছড়িয়ে পড়াকে আটকাতে সরকার প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে ৷ জনগণের সহযোগিতায় ভারত করোনার প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পেরেছে, দ্বিতীয় ঢেউ থেকেও খুব শীঘ্রই বেরিয়ে আসবে ৷ হু সহ কেউই ভবিষ্যদ্বাণী করতে পারেনি যে কোভিডয়ের দ্বিতীয় ঢেউ এইভাবে দেশকে প্রভাবিত করবে ৷ "

তিনি জানিয়েছেন, করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের যোগান ঠিক রাখতে ওষুধ প্রস্তুককারক সংস্থাগুলি দিনরাত (24x7) কাজ করে চলেছে ৷

রেড্ডি আরও বলেন, ‘‘আরও অনেক অক্সিজেন, ভ্যাকসিন এবং ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়েছে ৷’’ ভ্যাকসিনের মূল্য যাতে সাধ্যের মধ্যে থাকে সেই বিষয়ে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপ অর্গানাইজেশন কাজ করছে বলেও তিনি জানিয়েছেন ৷

তিনি এও জানিয়েছেন, দেশের 108টি জেলায় শেষ 7 দিনে একটিও নতুন সংক্রমণের খরব মেলেনি ৷ বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করার জন্য 1,100টি পিএসএ যন্ত্র বিবিনগরের এআইআইএমস (AIIMS)-এর জন্য বরাদ্দ করা হয়েছে ৷

আরও পড়ুন :লকডাউনের পথে তেলাঙ্গানা ? মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেসিআর

রেড্ডি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই হাসপাতালগুলি 200টি করে নতুন শয্যা পেয়ে যাবে ৷ তিনি বলেন, "তেলেঙ্গানা সরকারকে নিশ্চিত করতে হবে এখানে যেন কোনও ওষুধ, ভ্যাকসিন এবং অক্সিজেনের অভাব না থাকে ৷ এবং কেন্দ্র থেকে যে সব অক্সিজেন এবং ওষুধ আসছে সেগুলি যেন রাজ্যের হাসপাতালগুলিতে সময়মতো পৌছে যায় ৷"

তেলেঙ্গানা, 11 মে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহ কেউই ধারণা করতে পারেনি কোভিডয়ের দ্বিতীয় ঢেউ এইভাবে দেশকে প্রভাবিত করবে ৷ সোমবার তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরির বিবিনগরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে করোনা চিকিৎসার পরিদর্শনে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি ৷ তাঁর দাবি, এই দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থেকে দেশ খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেড্ডি বলেন, "দেশে কোভিড-19 ছড়িয়ে পড়াকে আটকাতে সরকার প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে ৷ জনগণের সহযোগিতায় ভারত করোনার প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পেরেছে, দ্বিতীয় ঢেউ থেকেও খুব শীঘ্রই বেরিয়ে আসবে ৷ হু সহ কেউই ভবিষ্যদ্বাণী করতে পারেনি যে কোভিডয়ের দ্বিতীয় ঢেউ এইভাবে দেশকে প্রভাবিত করবে ৷ "

তিনি জানিয়েছেন, করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের যোগান ঠিক রাখতে ওষুধ প্রস্তুককারক সংস্থাগুলি দিনরাত (24x7) কাজ করে চলেছে ৷

রেড্ডি আরও বলেন, ‘‘আরও অনেক অক্সিজেন, ভ্যাকসিন এবং ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়েছে ৷’’ ভ্যাকসিনের মূল্য যাতে সাধ্যের মধ্যে থাকে সেই বিষয়ে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপ অর্গানাইজেশন কাজ করছে বলেও তিনি জানিয়েছেন ৷

তিনি এও জানিয়েছেন, দেশের 108টি জেলায় শেষ 7 দিনে একটিও নতুন সংক্রমণের খরব মেলেনি ৷ বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করার জন্য 1,100টি পিএসএ যন্ত্র বিবিনগরের এআইআইএমস (AIIMS)-এর জন্য বরাদ্দ করা হয়েছে ৷

আরও পড়ুন :লকডাউনের পথে তেলাঙ্গানা ? মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেসিআর

রেড্ডি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই হাসপাতালগুলি 200টি করে নতুন শয্যা পেয়ে যাবে ৷ তিনি বলেন, "তেলেঙ্গানা সরকারকে নিশ্চিত করতে হবে এখানে যেন কোনও ওষুধ, ভ্যাকসিন এবং অক্সিজেনের অভাব না থাকে ৷ এবং কেন্দ্র থেকে যে সব অক্সিজেন এবং ওষুধ আসছে সেগুলি যেন রাজ্যের হাসপাতালগুলিতে সময়মতো পৌছে যায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.