ETV Bharat / bharat

সংসদে ভার্চুয়ালি নয়, সশরীরে অধিবেশন শুরু জুলাই থেকে - কোভিড-19

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কাজনক পরিস্থিতিতে সাময়িক ভার্চুয়াল মিটিংয়ের সিদ্ধান্ত নিলেও এবার তা বাতিল করল দুই সচিবালয় ৷ জুলাই থেকে শুরু হচ্ছে নিয়মিত বৈঠক ৷ বৈঠকের গোপন তথ্য ভিডিয়োর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, তাই সিদ্ধান্ত বদল ৷

সংসদ ভবন
সংসদ ভবন
author img

By

Published : Jun 8, 2021, 12:48 PM IST

নয়াদিল্লি, 8 জুন : আর ভার্চুয়াল অধিবেশন নয় ৷ এবার সশরীরে সংসদে এসে অধিবেশন শুরুর পক্ষে মত দিয়েছে স্ট্যান্ডিং কমিটিগুলি ৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ ছিল সংসদের অধিবেশন ৷ জুলাই থেকে ফের আরম্ভ হচ্ছে নিয়মিত অধিবেশন ৷

আরও পড়ুন : 63 দিন পর দেশে 1 লাখের নিচে সংক্রমণ

সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ সাংসদ, উচ্চ-আধিকারিক আর অন্যান্য কর্মচারীদের ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে ৷ আর কোভিড-19-এর সংক্রমণের সংখ্যাও কমতে শুরু করেছে ৷ করোনাপরিস্থিতির এই উন্নতির ফলে ইতিমধ্যে সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে আর বৈঠকের স্পর্শকাতর দিকটির কথা মাথায় রেখে ভার্চুয়ার মিটিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

যদিও কংগ্রেস-সহ অন্য বেশ কিছু দল লোকসভা আর বিধানসভার সচিবালয়ে ভার্চুয়াল অধিবেশনের অনুরোধ জানিয়েছিল ৷ কিন্তু এতে অধিবেশনের একান্ত গোপনীয় বিষয়গুলি বাইরে বেরিয়ে যেতে পারে, যা কোনও ভাবে জনসাধারণের জন্য নয় ৷ সূত্র জানিয়েছে, "সংসদের স্ট্যান্ডিং কমিটির অধিবেশন ভার্চুয়াল করার কোনও ব্যবস্থা নেই ৷ যদিও কিছু রাজনৈতিক দল এর অনুরোধ জানিয়েছিল, কিন্তু লোকসভা আর বিধানসভা, দুই সচিবালয় এই ধরনের অধিবেশনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এতে বৈঠকের গোপন ভিডিয়ো বাইরে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷"

নয়াদিল্লি, 8 জুন : আর ভার্চুয়াল অধিবেশন নয় ৷ এবার সশরীরে সংসদে এসে অধিবেশন শুরুর পক্ষে মত দিয়েছে স্ট্যান্ডিং কমিটিগুলি ৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ ছিল সংসদের অধিবেশন ৷ জুলাই থেকে ফের আরম্ভ হচ্ছে নিয়মিত অধিবেশন ৷

আরও পড়ুন : 63 দিন পর দেশে 1 লাখের নিচে সংক্রমণ

সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ সাংসদ, উচ্চ-আধিকারিক আর অন্যান্য কর্মচারীদের ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে ৷ আর কোভিড-19-এর সংক্রমণের সংখ্যাও কমতে শুরু করেছে ৷ করোনাপরিস্থিতির এই উন্নতির ফলে ইতিমধ্যে সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে আর বৈঠকের স্পর্শকাতর দিকটির কথা মাথায় রেখে ভার্চুয়ার মিটিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

যদিও কংগ্রেস-সহ অন্য বেশ কিছু দল লোকসভা আর বিধানসভার সচিবালয়ে ভার্চুয়াল অধিবেশনের অনুরোধ জানিয়েছিল ৷ কিন্তু এতে অধিবেশনের একান্ত গোপনীয় বিষয়গুলি বাইরে বেরিয়ে যেতে পারে, যা কোনও ভাবে জনসাধারণের জন্য নয় ৷ সূত্র জানিয়েছে, "সংসদের স্ট্যান্ডিং কমিটির অধিবেশন ভার্চুয়াল করার কোনও ব্যবস্থা নেই ৷ যদিও কিছু রাজনৈতিক দল এর অনুরোধ জানিয়েছিল, কিন্তু লোকসভা আর বিধানসভা, দুই সচিবালয় এই ধরনের অধিবেশনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এতে বৈঠকের গোপন ভিডিয়ো বাইরে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.