ETV Bharat / bharat

Panchayat Pradhan selling fruits : পঞ্চায়েতের তহবিলে টাকা নেই, রাস্তার ধারে ফল বেচছেন প্রধান - No money in panchayat fund Panchayat Pradhan selling fruits

রাজ্য সরকারের থেকে গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে টাকা না আসার ফলে পঞ্চায়েত প্রধান অফিসে না গিয়ে ফল বিক্রি করতে বসেছেন (Panchayat Pradhan selling fruits) ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ভাট্টিচেরুকুরুতে ৷

Panchayat Pradhan selling fruits
পঞ্চায়েতের তহবিলে টাকা নেই, প্রধান বেচতে বসলেন ফল
author img

By

Published : May 16, 2022, 9:15 PM IST

গুন্টুর, 16 মে : রাজ্য সরকারের ভাঁড়ে ভবানি! গ্রাম পঞ্চায়েতের তহবিল অর্থ শূন্য ৷ অ্যাকাউন্টে টাকা না-থাকার কারণে জনগণের সেবা করতে পারেননি । এমনটাই অভযোগ করলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ভাট্টিচেরুকুরুর পঞ্চায়েত প্রধান আরামল্লা বিজয় কুমার ৷ তবে হাতে-হাত ধরে বসে না-থেকে পঞ্চায়েতের তহবিল ভরাতে পথে ফল বেচতে বসে পড়লেন প্রধান ৷ পঞ্চায়েত অফিসে না-গিয়ে ফল বিক্রি করতে দেখা গেল তাঁকে (Panchayat Pradhan selling fruits) ৷

তিনি জানান, নির্বাচনে গ্রামবাসীরা তাঁর ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন ৷ তাঁদের সমস্যা সমাধানের জন্য তিনি 6 লাখ টাকা ঋণ নিয়ে বিভিন্ন কাজ করেছেন ৷ কিন্তু সেই বিল এখনও পাশ না-হওয়ায় চরম সমস্যায় রয়েছেন ।

আরও পড়ুন : Malda 100 Days Scam : 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

তিনি আরও জানান, গ্রামের সবুজ স্বেচ্ছাসেবকদের (green ambassadors) 9 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না ৷ তাঁদের প্রয়োজনের জন্য নিজের পকেট থেকে অর্থ সাহায্য় করা হচ্ছে । রাজ্যের উচিত গ্রাম পঞ্চায়েতগুলিতে টাকা দেওয়া । এমতাবস্থায় গ্রীষ্মকাল হওয়ায় তিনি নারকেল ও ফল বিক্রি করছেন ।

প্রধান বিজয় কুমার বলেন, "আমাদের গ্রামের এটি একটি প্রধান পঞ্চায়েত ৷ কিন্তু এখানে 3 ঘন্টা বিদ্যুৎ নেই । রাতের বেলায় হিমশিম খেতে হচ্ছে ছোট ছোট শিশু ও বৃদ্ধদের । গ্রাম পঞ্চায়েতে টাকা না-থাকলে আমরা কীভাবে স্যানিটাইজ করব এবং মশা নিরোধক স্প্রে করব ৷ কীভাবে এখানে পাইপলাইন লিক বন্ধ করব ৷"

গুন্টুর, 16 মে : রাজ্য সরকারের ভাঁড়ে ভবানি! গ্রাম পঞ্চায়েতের তহবিল অর্থ শূন্য ৷ অ্যাকাউন্টে টাকা না-থাকার কারণে জনগণের সেবা করতে পারেননি । এমনটাই অভযোগ করলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ভাট্টিচেরুকুরুর পঞ্চায়েত প্রধান আরামল্লা বিজয় কুমার ৷ তবে হাতে-হাত ধরে বসে না-থেকে পঞ্চায়েতের তহবিল ভরাতে পথে ফল বেচতে বসে পড়লেন প্রধান ৷ পঞ্চায়েত অফিসে না-গিয়ে ফল বিক্রি করতে দেখা গেল তাঁকে (Panchayat Pradhan selling fruits) ৷

তিনি জানান, নির্বাচনে গ্রামবাসীরা তাঁর ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন ৷ তাঁদের সমস্যা সমাধানের জন্য তিনি 6 লাখ টাকা ঋণ নিয়ে বিভিন্ন কাজ করেছেন ৷ কিন্তু সেই বিল এখনও পাশ না-হওয়ায় চরম সমস্যায় রয়েছেন ।

আরও পড়ুন : Malda 100 Days Scam : 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

তিনি আরও জানান, গ্রামের সবুজ স্বেচ্ছাসেবকদের (green ambassadors) 9 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না ৷ তাঁদের প্রয়োজনের জন্য নিজের পকেট থেকে অর্থ সাহায্য় করা হচ্ছে । রাজ্যের উচিত গ্রাম পঞ্চায়েতগুলিতে টাকা দেওয়া । এমতাবস্থায় গ্রীষ্মকাল হওয়ায় তিনি নারকেল ও ফল বিক্রি করছেন ।

প্রধান বিজয় কুমার বলেন, "আমাদের গ্রামের এটি একটি প্রধান পঞ্চায়েত ৷ কিন্তু এখানে 3 ঘন্টা বিদ্যুৎ নেই । রাতের বেলায় হিমশিম খেতে হচ্ছে ছোট ছোট শিশু ও বৃদ্ধদের । গ্রাম পঞ্চায়েতে টাকা না-থাকলে আমরা কীভাবে স্যানিটাইজ করব এবং মশা নিরোধক স্প্রে করব ৷ কীভাবে এখানে পাইপলাইন লিক বন্ধ করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.