ETV Bharat / bharat

করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী 5জি নেটওয়ার্ক, খবরের সত্যতা ওড়াল যোগাযোগ মন্ত্রক - করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণ 5জি

দেশে কোথাও এখনো 5জি নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়নি ৷ অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জন্য 5জি নেটওয়ার্কের পরীক্ষা-নিরীক্ষাকেই দায়ী করে ভুল খবর ছড়িয়ে পড়ছে ৷

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণ 5জি
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণ 5জি
author img

By

Published : May 11, 2021, 11:25 AM IST

নিউ দিল্লি, 11 মে : 5জি মোবাইল টাওয়ারের পরীক্ষা-নিরীক্ষাই নাকি দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আসল কারণ ৷ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই ধরনের খবরগুলি সম্পূর্ণ ভুল, জানিয়েছে দেশের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক ৷

একটি সরকারি বিবৃতিতে এই দফতর জানিয়েছে, 5জি মোবাইল টাওয়ারের পরীক্ষা-নিরীক্ষার চালানোর ফলেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসেছে, এই দাবি নিয়ে বহু ভুল বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ৷ এগুলো সম্পূর্ণ মিথ্যা আর পুরোপুরি ভুল ৷ এই খবরগুলি নজরে পড়েছে যোগাযোগ মন্ত্রকের টেলিকমিউনিকেশন দফতর (ডিওটি)-এর ৷ সাধারণ মানুষকে এই ধরনের ভুল তথ্য আর গুজব না ছড়াতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক ৷

আরো পড়ুন: হু-ও কোভিডয়ের দ্বিতীয় ঢেউ সম্পর্কে ধারণা করতে পারেনি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিবৃতিতে আরো বলা হয়েছে, জনসাধারণকে জানানো হচ্ছে যে, 5জি টেকনোলজি আর কোভিড-19 সংক্রমণ ছড়ানোর মধ্যে কোনও সম্পর্ক নেই ৷ এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই ৷"

উল্লেখ্য যে, এই দফতর জানিয়েছে ভারতের কোথাও এখনও 5জি নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরুই হয়নি ৷

নিউ দিল্লি, 11 মে : 5জি মোবাইল টাওয়ারের পরীক্ষা-নিরীক্ষাই নাকি দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আসল কারণ ৷ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই ধরনের খবরগুলি সম্পূর্ণ ভুল, জানিয়েছে দেশের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক ৷

একটি সরকারি বিবৃতিতে এই দফতর জানিয়েছে, 5জি মোবাইল টাওয়ারের পরীক্ষা-নিরীক্ষার চালানোর ফলেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসেছে, এই দাবি নিয়ে বহু ভুল বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ৷ এগুলো সম্পূর্ণ মিথ্যা আর পুরোপুরি ভুল ৷ এই খবরগুলি নজরে পড়েছে যোগাযোগ মন্ত্রকের টেলিকমিউনিকেশন দফতর (ডিওটি)-এর ৷ সাধারণ মানুষকে এই ধরনের ভুল তথ্য আর গুজব না ছড়াতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক ৷

আরো পড়ুন: হু-ও কোভিডয়ের দ্বিতীয় ঢেউ সম্পর্কে ধারণা করতে পারেনি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিবৃতিতে আরো বলা হয়েছে, জনসাধারণকে জানানো হচ্ছে যে, 5জি টেকনোলজি আর কোভিড-19 সংক্রমণ ছড়ানোর মধ্যে কোনও সম্পর্ক নেই ৷ এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই ৷"

উল্লেখ্য যে, এই দফতর জানিয়েছে ভারতের কোথাও এখনও 5জি নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরুই হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.