নয়াদিল্লি, 30 অগস্ট: বেঙ্গালুরুতে ইদগাহ ময়দানে (Idgah Maidan case) আগামিকাল হচ্ছে না গণেশ চতুর্থী উদযাপন ৷ এই নিয়ে ওয়াকফ বোর্ড এবং রাজ্য সরকার উভয় পক্ষকেই স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই নিয়ে আবেদনকারী চাইলে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছে আদালত (Bengaluru Idgah Maidan case)৷
এর আগে, গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উত্সবের জন্য বেঙ্গালুরুতে ইদগাহ ময়দান ব্যবহারের অনুমতি দিয়েছিল কর্নাটক হাইকোর্ট ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়াকফ বোর্ড পিটিশন দাখিল করলে সেই মামলার শুনানি তিন বিচারপতির বেঞ্চে হবে বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি ইউইউ ললিত জানিয়েছিলেন যে, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি এএস ওকা এবং বিচারপতি এমএম সুন্দ্রেশকে নিয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানি করবে ৷ আজ বিকেলে সেই শুনানি ছিল (Ganesh Chaturthi festival)৷
হুব্বালির ইদগাহ ময়দানে (Bengaluru Idgah Maidan) গণেশ চতুর্থী উদযাপনের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে আবেদন করেছিলেন এক মুসলিম নেতা । হুব্বালি-ধারওয়াড় পৌরনিগম ইদগাহ ময়দানে গণেশ উত্সব উদযাপনের অনুমতি দিয়েছিল ।
আরও পড়ুন: ইদগাহ ময়দানে গণেশ পুজোর অনুমতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ওয়াকফ বোর্ড
মোট 6টি হিন্দু সংগঠন ইদগাহ ময়দানে গণেশ উৎসব পালনের অনুমতি চেয়েছিল । তাই পৌরসভার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয় । এই কমিটি গণেশ উৎসবের অনুমতি দেওয়ার জন্য রিপোর্ট দেয় । পৌরনিগমের মেয়র ইরেশা আনচাতেগেরি জানান, "কমিটির রিপোর্ট পড়ে, HDMC তিন দিনের জন্য গণেশ চতুর্থী উদযাপনের অনুমতি দিয়েছে ৷" এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে কর্নাটক হাইকোর্টে পিটিশন দায়ের করেন মুসলিম নেতা সাদিক গুড়াওয়াল ৷ হাইকোর্ট উৎসব উদযাপনের নির্দেশ দিলে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওয়াকফ বোর্ড ৷ সেই মামলায় স্থিতাবস্থা মেনে চলার জন্য দু পক্ষকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এর অর্থ বুধবার গণেশ উৎসব উদযাপন হচ্ছে না ইদগাহ ময়দানে ৷