ETV Bharat / bharat

Free Metro Travel: স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে 10 দিনের জন্য বিনামূল্যে মেট্রো সফর, কোথায় ? - বিনামূল্যে মেট্রোর স্মার্ট কার্ড

দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে (Free Metro Travel) বিনামূল্য মেট্রোর কার্ড (Free Metro Card) দেওয়ার সিদ্ধান্ত নিল নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (Noida Metro Rail Corporation)৷ 10 দিনের জন্য ক্যাম্প করে বিনামূল্যে মেট্রো কার্ড দেওয়া হবে (NMRC to provide free travel facility)।

Noida Metro Rail ETV Bharat
নয়ডা মেট্রো রেল
author img

By

Published : Jan 19, 2023, 1:08 PM IST

নয়াদিল্লি/নয়ডা, 19 জানুয়ারি: রাজধানীর মেট্রো সফরকারীদের জন্য সুখবর । ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বিনামূল্য মেট্রোর কার্ড (Free Metro Card) দেবে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (Noida Metro Rail Corporation)৷ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের লক্ষ্যে 10 দিনের জন্য একটি ক্যাম্প করে বিনামূল্যে মেট্রো কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ (NMRC to provide free travel facility)। এর মাধ্যমে মানুষ 10 দিনের জন্য বিনামূল্যে মেট্রোতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা (Free Metro Travel)।

বিনামূল্যে মেট্রো সফরে সিটি ওয়ান কার্ড: বিনামূল্যে যে মেট্রোর কার্ড দেওয়া হবে তার নাম হবে সিটি ওয়ান ৷ এই কার্ডের জন্য কোনও খরচ করতে হবে না ৷ এই কার্ডের মাধ্যমে যাত্রীরা বিনামূল্যে মেট্রোতে যাতায়াত করতে পারবেন । নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের (NMRC) ব্যবস্থাপনা পরিচালক রিতু মহেশ্বরী এ কথা জানিয়েছেন ৷

10 দিনের জন্য মেট্রোয় বিনামূল্যে সফর: এছাড়াও এনএমআরসি ভারতের স্বাধীনতার 75 বছর এবং অ্যাকোয়ালাইনের সফল বাণিজ্যিক কার্যক্রমের চতুর্থ বার্ষিকী উপলক্ষে 2023 সালের 26 জানুয়ারি 'স্বাধীনতার অমৃত মহোৎসব' উদযাপন করছে । এই উপলক্ষে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন 10 দিনের জন্য বিনামূল্যে স্মার্ট কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই কার্ডের মাধ্যমে যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করবেন মেট্রোতে ৷

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, জোকা-তারাতলা মেট্রো রুটে শুরু যাত্রী পরিষেবা

বিনামূল্যে স্মার্ট কার্ডের জন্য বিশেষ শিবির: এনএমআরসি-র ব্যবস্থাপনা পরিচালক রিতু মহেশ্বরী বলেছেন যে, এই উপলক্ষে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (এনএমআরসি) বিনামূল্যে স্মার্ট কার্ড ইস্যু করার জন্য একটি বিশেষ শিবিরেরও আয়োজন করবে । স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ।

26 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি বিনামূল্যে সফর: এই প্রচারাভিযানে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন 2023 সালের 26 জানুয়ার থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 10 দিন মেট্রো স্টেশনগুলিতে এসবিআই-এর সঙ্গে কো-ব্র্যান্ডেড 'সিটি ওয়ান' কার্ডগুলি বিনামূল্যে প্রদান করবে । তিনি বলেছেন, "আমরা এই প্রচারণায় যাত্রীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং এর সর্বোচ্চ সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করছি । এটি ডিজিটাল ইন্ডিয়ার প্রচারকেও উত্সাহিত করবে এবং কার্ডের ব্যবহার বৃদ্ধি করবে ।"

নয়াদিল্লি/নয়ডা, 19 জানুয়ারি: রাজধানীর মেট্রো সফরকারীদের জন্য সুখবর । ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বিনামূল্য মেট্রোর কার্ড (Free Metro Card) দেবে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (Noida Metro Rail Corporation)৷ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের লক্ষ্যে 10 দিনের জন্য একটি ক্যাম্প করে বিনামূল্যে মেট্রো কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ (NMRC to provide free travel facility)। এর মাধ্যমে মানুষ 10 দিনের জন্য বিনামূল্যে মেট্রোতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা (Free Metro Travel)।

বিনামূল্যে মেট্রো সফরে সিটি ওয়ান কার্ড: বিনামূল্যে যে মেট্রোর কার্ড দেওয়া হবে তার নাম হবে সিটি ওয়ান ৷ এই কার্ডের জন্য কোনও খরচ করতে হবে না ৷ এই কার্ডের মাধ্যমে যাত্রীরা বিনামূল্যে মেট্রোতে যাতায়াত করতে পারবেন । নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের (NMRC) ব্যবস্থাপনা পরিচালক রিতু মহেশ্বরী এ কথা জানিয়েছেন ৷

10 দিনের জন্য মেট্রোয় বিনামূল্যে সফর: এছাড়াও এনএমআরসি ভারতের স্বাধীনতার 75 বছর এবং অ্যাকোয়ালাইনের সফল বাণিজ্যিক কার্যক্রমের চতুর্থ বার্ষিকী উপলক্ষে 2023 সালের 26 জানুয়ারি 'স্বাধীনতার অমৃত মহোৎসব' উদযাপন করছে । এই উপলক্ষে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন 10 দিনের জন্য বিনামূল্যে স্মার্ট কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই কার্ডের মাধ্যমে যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করবেন মেট্রোতে ৷

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, জোকা-তারাতলা মেট্রো রুটে শুরু যাত্রী পরিষেবা

বিনামূল্যে স্মার্ট কার্ডের জন্য বিশেষ শিবির: এনএমআরসি-র ব্যবস্থাপনা পরিচালক রিতু মহেশ্বরী বলেছেন যে, এই উপলক্ষে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (এনএমআরসি) বিনামূল্যে স্মার্ট কার্ড ইস্যু করার জন্য একটি বিশেষ শিবিরেরও আয়োজন করবে । স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ।

26 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি বিনামূল্যে সফর: এই প্রচারাভিযানে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন 2023 সালের 26 জানুয়ার থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 10 দিন মেট্রো স্টেশনগুলিতে এসবিআই-এর সঙ্গে কো-ব্র্যান্ডেড 'সিটি ওয়ান' কার্ডগুলি বিনামূল্যে প্রদান করবে । তিনি বলেছেন, "আমরা এই প্রচারণায় যাত্রীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং এর সর্বোচ্চ সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করছি । এটি ডিজিটাল ইন্ডিয়ার প্রচারকেও উত্সাহিত করবে এবং কার্ডের ব্যবহার বৃদ্ধি করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.