ETV Bharat / bharat

নীতীশকে মুখ্য়মন্ত্রী বেছে নিল NDA, কাল শপথ - JDU

তবে, এদিনের NDA-র বৈঠকের আগে বিহারের পার্টি অফিসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পর্যবেক্ষণে বৈঠকে বসার কথা ছিল BJP নেতৃত্বের ৷ কিন্তু, নির্ধারিত সময়ের অনেক পরে তিনি পটনায় পৌঁছানোয় সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয় ৷ তাঁর বদলে BJP নেতারা বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের সরকারি আবাসনে চলে যান । সেখানেই বৈঠকে নীতীশ কুমারকে পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷

nitish-kumar-named-next-cm-of-bihar-in-nda-meeting
নীতীশ কুমারকে বিহারের পরবর্তী মুখ্য়মন্ত্রী বেছে নিলো NDA
author img

By

Published : Nov 15, 2020, 6:01 PM IST

পটনা, 15 নভেম্বর : জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমারকে বিহারের পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল ৷ রবিবার NDA-র শরিক দলগুলি নীতীশ কুমারের বাড়িতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ৷ কাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি । এ নিয়ে পরপর চারবার বিহারের মুখ্য়মন্ত্রিত্বের দায়িত্ব সামলাবেন তিনি ৷ ভারতের দীর্ঘ মুখ্য়মন্ত্রিত্বের দায়িত্বভার সামলানোর রাজনীতিকদের মধ্য়ে একজন হয়ে গেলেন তিনি ৷

তবে, এদিনের NDA-র বৈঠকের আগে বিহারের পার্টি অফিসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পর্যবেক্ষণে বৈঠকে বসার কথা ছিল BJP নেতৃত্বের ৷ কিন্তু, নির্ধারিত সময়ের অনেক পরে তিনি পটনায় পৌঁছানোয় সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয় ৷ তাঁর বদলে BJP নেতারা বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের সরকারি আবাসনে চলে যান । সেখানেই বৈঠকে নীতীশ কুমারকে পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷ তবে, উপমুখ্য়মন্ত্রী কে হবেন তা এখনও ঠিক হয়নি ৷ তবে, সেক্ষেত্রে বিহারের BJP সভাপতি সুশীল কুমার মোদিকে আবারও বিহারের উপমুখ্য়মন্ত্রী করা হবে বলেই জানা গিয়েছে ৷ এদিন NDA-র বৈঠকে বিহারের BJP-র পর্যবেক্ষক দেবেন্দ্র ফড়নবিশও উপস্থিত ছিলেন ৷ তবে, BJP বিধায়কদের নিয়ে হওয়া বৈঠকটি দিনের শেষে হবে বলে জানিয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার ৷

এদিনের বৈঠক শুরু আগে বিধানসভায় JDU নেতা হিসেবে নীতীশ কুমারকে বেছে নেয় তাদের বিধায়করা ৷ সূত্রের খবর, বিহার সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন একজন দলিত বিধায়ক ৷ তাঁকে সমর্থন করবে BJP-র শীর্ষ নেতৃত্ব ৷ মনে করা হচ্ছে BJP-র কামেশ্বর চৌপালকে মন্ত্রিসভায় আনা হতে পারে ৷

পটনা, 15 নভেম্বর : জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমারকে বিহারের পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল ৷ রবিবার NDA-র শরিক দলগুলি নীতীশ কুমারের বাড়িতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ৷ কাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি । এ নিয়ে পরপর চারবার বিহারের মুখ্য়মন্ত্রিত্বের দায়িত্ব সামলাবেন তিনি ৷ ভারতের দীর্ঘ মুখ্য়মন্ত্রিত্বের দায়িত্বভার সামলানোর রাজনীতিকদের মধ্য়ে একজন হয়ে গেলেন তিনি ৷

তবে, এদিনের NDA-র বৈঠকের আগে বিহারের পার্টি অফিসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পর্যবেক্ষণে বৈঠকে বসার কথা ছিল BJP নেতৃত্বের ৷ কিন্তু, নির্ধারিত সময়ের অনেক পরে তিনি পটনায় পৌঁছানোয় সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয় ৷ তাঁর বদলে BJP নেতারা বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের সরকারি আবাসনে চলে যান । সেখানেই বৈঠকে নীতীশ কুমারকে পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷ তবে, উপমুখ্য়মন্ত্রী কে হবেন তা এখনও ঠিক হয়নি ৷ তবে, সেক্ষেত্রে বিহারের BJP সভাপতি সুশীল কুমার মোদিকে আবারও বিহারের উপমুখ্য়মন্ত্রী করা হবে বলেই জানা গিয়েছে ৷ এদিন NDA-র বৈঠকে বিহারের BJP-র পর্যবেক্ষক দেবেন্দ্র ফড়নবিশও উপস্থিত ছিলেন ৷ তবে, BJP বিধায়কদের নিয়ে হওয়া বৈঠকটি দিনের শেষে হবে বলে জানিয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার ৷

এদিনের বৈঠক শুরু আগে বিধানসভায় JDU নেতা হিসেবে নীতীশ কুমারকে বেছে নেয় তাদের বিধায়করা ৷ সূত্রের খবর, বিহার সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন একজন দলিত বিধায়ক ৷ তাঁকে সমর্থন করবে BJP-র শীর্ষ নেতৃত্ব ৷ মনে করা হচ্ছে BJP-র কামেশ্বর চৌপালকে মন্ত্রিসভায় আনা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.