ETV Bharat / bharat

Nitish Kumar Meets Kejriwal: কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে কেজরিওয়ালের পাশে নীতীশ, দিল্লিতে সাক্ষাৎ দুই নেতার - Nitish Kumar Meets Kejriwal

দেশজুড়ে বিজেপি-বিরোধী জোট তৈরির প্রক্রিয়া চলছে ৷ শনিবার কর্ণাটকে কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে সেই ছবি দেখা গিয়েছে ৷ আর রবিবার দিল্লি সরকারের সংকটে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

ETV Bharat
নীতীশ কুমার ও অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : May 21, 2023, 2:55 PM IST

Updated : May 21, 2023, 3:08 PM IST

নয়াদিল্লি, 21 মে: কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে দিল্লিবাসীর সঙ্গে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ রবিবার সকালে রাজধানীতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন আপ প্রধানের বাসভবনে যান নীতীশ কুমার ও তেজস্বী যাদব ৷

প্রসঙ্গত, শনিবার নীতীশ কুমার ও তেজস্বী যাদব- দু'জনকেই শনিবার কর্ণাটকে বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে দেখা গিয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন তাঁরা ৷ এদিকে বিজেপি-বিরোধী শিবিরের যে ক'জন নেতাকে কংগ্রেস আমন্ত্রণ জানায়নি, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই কেজরিওয়ালের সঙ্গেই এদিন বৈঠক করেন নীতীশ কুমার ৷ মনে করা হচ্ছে প্রথমে কংগ্রেসের মঞ্চে থাকা ও তার পরেরদিন নীতীশের এই কেজরিওয়াল সাক্ষাৎ বিজেপি-বিরোধী জোটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ৷

  • बिहार सीएम श्री @NitishKumar जी एवं उपमुख्यमंत्री श्री @yadavtejashwi जी का आज अपने आवास पर आतिथ्य करने का अवसर मिला। दिल्ली में केंद्र सरकार की तानाशाही समेत कई राजनीतिक मुद्दों पर चर्चा हुई।

    नीतीश जी और तेजस्वी जी के सभी दिल्लीवासियों के साथ खड़े होने पर मैं उनका शुक्रिया अदा… pic.twitter.com/xaIZ5ludwA

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি বনাম কেন্দ্র সরকার

রাজধানীতে মোদি বনাম আপ সরকারের তরজা চরমে পৌঁছেছে ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকার 'ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি' গঠনের লক্ষ্যে একটি অর্ডিন্যান্স জারি করে ৷ তাতে বলা হয়েছে দিল্লি সরকারের আমলাদের নিয়োগ ও বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি কমিটি ৷ সুপ্রিম কোর্ট আমলাদের নিয়ন্ত্রণের বিষয়ে দিল্লি সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কথা বললেও, তা অমান্য করে কেন এই অধ্যাদেশ আনা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল ৷

এর আগে এই বিষয়টি নিয়ে বিতর্ক আদালতে গড়ায় ৷ সুপ্রিম কোর্ট রায়ে, রাজধানীতে এই আধিকারিকদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিল্লি সরকারের হাতে তুলে দেয় ৷ তবে পুলিশ, জনপ্রশাসন এবং জমি সংক্রান্ত ক্ষেত্রগুলি বাদ দিয়ে ৷ কেন্দ্রের বিরুদ্ধে এই রায় সহজে মেনে নেয়নি মোদি সরকার ৷ শুক্রবারই অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র ৷ অরবিন্দ কেজরিওয়ালও এর আভাস দিয়েছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্র অর্ডিন্যান্স এনে সর্বোচ্চ আদালতের রায়কে উলটে দেবে ৷ এই অর্ডিন্যান্সে জানানো হয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি নামের একটি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা থাকবে ৷

এই পরিস্থিতিতে স্বভাবতই চাপের মুখে পড়েছে দিল্লির আপ সরকার ৷ লোকসভা নির্বাচনের আগে দেশে বিভিন্ন ইস্যুতে এবং বিভিন্ন ভাবে বিজেপি বিরোধী জোট তৈরির প্রক্রিয়া চলছে ৷ তাতেই যেন ঘি ঢালল দিল্লির বিরুদ্ধে কেন্দ্রের আনা এই অর্ডিন্যান্স ৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি রবিবারের সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে যান নীতীশ কুমার, তেজস্বী যাদব ও অন্যরা ৷ তবে কংগ্রেস এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গিয়েছে ৷

বৈঠক শেষে কেজরিওয়াল জানান, সুপ্রিম কোর্টে রায়কে অগ্রাহ্য কেন্দ্র অর্ডিন্যান্স জারি করছে ৷ এই ইস্যুতে নীতীশ কুমার দিল্লির মানুষের পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই অর্ডিন্যান্সকে মোদি-সরকার বিলে পরিণত করার চেষ্টা করতে পারে ৷ তখন বিজেপি-বিরোধী সব দলগুলি একজোট হয়ে রুখে দাঁড়ালে রাজ্যসভায় তা পাশ করানো সম্ভব হবে না ৷ আর এতে 2024 সালের লোকসভা নির্বাচনে যে বিজেপি সরকার চলে যাবে, সেই বার্তাও দেওয়া হবে ৷

আর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "একটি নির্বাচিত সরকারের হাতে দেওয়া ক্ষমতা কী ভাবে কেড়ে নেওয়া যায় ? এটা সংবিধান বিরোধী ৷ আমরা কেজরিওয়ালের সঙ্গে আছি ৷ আমরা দেশের সব বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার চেষ্টা করে যাচ্ছি ৷"

আরও পড়ুন: সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ মোদি সরকারের, আমলাদের নিয়ন্ত্রণে কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে তোপ কেজরিওয়ালের

নয়াদিল্লি, 21 মে: কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে দিল্লিবাসীর সঙ্গে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ রবিবার সকালে রাজধানীতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন আপ প্রধানের বাসভবনে যান নীতীশ কুমার ও তেজস্বী যাদব ৷

প্রসঙ্গত, শনিবার নীতীশ কুমার ও তেজস্বী যাদব- দু'জনকেই শনিবার কর্ণাটকে বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে দেখা গিয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন তাঁরা ৷ এদিকে বিজেপি-বিরোধী শিবিরের যে ক'জন নেতাকে কংগ্রেস আমন্ত্রণ জানায়নি, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই কেজরিওয়ালের সঙ্গেই এদিন বৈঠক করেন নীতীশ কুমার ৷ মনে করা হচ্ছে প্রথমে কংগ্রেসের মঞ্চে থাকা ও তার পরেরদিন নীতীশের এই কেজরিওয়াল সাক্ষাৎ বিজেপি-বিরোধী জোটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ৷

  • बिहार सीएम श्री @NitishKumar जी एवं उपमुख्यमंत्री श्री @yadavtejashwi जी का आज अपने आवास पर आतिथ्य करने का अवसर मिला। दिल्ली में केंद्र सरकार की तानाशाही समेत कई राजनीतिक मुद्दों पर चर्चा हुई।

    नीतीश जी और तेजस्वी जी के सभी दिल्लीवासियों के साथ खड़े होने पर मैं उनका शुक्रिया अदा… pic.twitter.com/xaIZ5ludwA

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি বনাম কেন্দ্র সরকার

রাজধানীতে মোদি বনাম আপ সরকারের তরজা চরমে পৌঁছেছে ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকার 'ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি' গঠনের লক্ষ্যে একটি অর্ডিন্যান্স জারি করে ৷ তাতে বলা হয়েছে দিল্লি সরকারের আমলাদের নিয়োগ ও বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি কমিটি ৷ সুপ্রিম কোর্ট আমলাদের নিয়ন্ত্রণের বিষয়ে দিল্লি সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কথা বললেও, তা অমান্য করে কেন এই অধ্যাদেশ আনা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল ৷

এর আগে এই বিষয়টি নিয়ে বিতর্ক আদালতে গড়ায় ৷ সুপ্রিম কোর্ট রায়ে, রাজধানীতে এই আধিকারিকদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিল্লি সরকারের হাতে তুলে দেয় ৷ তবে পুলিশ, জনপ্রশাসন এবং জমি সংক্রান্ত ক্ষেত্রগুলি বাদ দিয়ে ৷ কেন্দ্রের বিরুদ্ধে এই রায় সহজে মেনে নেয়নি মোদি সরকার ৷ শুক্রবারই অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র ৷ অরবিন্দ কেজরিওয়ালও এর আভাস দিয়েছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্র অর্ডিন্যান্স এনে সর্বোচ্চ আদালতের রায়কে উলটে দেবে ৷ এই অর্ডিন্যান্সে জানানো হয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি নামের একটি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা থাকবে ৷

এই পরিস্থিতিতে স্বভাবতই চাপের মুখে পড়েছে দিল্লির আপ সরকার ৷ লোকসভা নির্বাচনের আগে দেশে বিভিন্ন ইস্যুতে এবং বিভিন্ন ভাবে বিজেপি বিরোধী জোট তৈরির প্রক্রিয়া চলছে ৷ তাতেই যেন ঘি ঢালল দিল্লির বিরুদ্ধে কেন্দ্রের আনা এই অর্ডিন্যান্স ৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি রবিবারের সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে যান নীতীশ কুমার, তেজস্বী যাদব ও অন্যরা ৷ তবে কংগ্রেস এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গিয়েছে ৷

বৈঠক শেষে কেজরিওয়াল জানান, সুপ্রিম কোর্টে রায়কে অগ্রাহ্য কেন্দ্র অর্ডিন্যান্স জারি করছে ৷ এই ইস্যুতে নীতীশ কুমার দিল্লির মানুষের পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই অর্ডিন্যান্সকে মোদি-সরকার বিলে পরিণত করার চেষ্টা করতে পারে ৷ তখন বিজেপি-বিরোধী সব দলগুলি একজোট হয়ে রুখে দাঁড়ালে রাজ্যসভায় তা পাশ করানো সম্ভব হবে না ৷ আর এতে 2024 সালের লোকসভা নির্বাচনে যে বিজেপি সরকার চলে যাবে, সেই বার্তাও দেওয়া হবে ৷

আর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "একটি নির্বাচিত সরকারের হাতে দেওয়া ক্ষমতা কী ভাবে কেড়ে নেওয়া যায় ? এটা সংবিধান বিরোধী ৷ আমরা কেজরিওয়ালের সঙ্গে আছি ৷ আমরা দেশের সব বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার চেষ্টা করে যাচ্ছি ৷"

আরও পড়ুন: সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ মোদি সরকারের, আমলাদের নিয়ন্ত্রণে কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে তোপ কেজরিওয়ালের

Last Updated : May 21, 2023, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.