নয়াদিল্লি, 21 মে: কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে দিল্লিবাসীর সঙ্গে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ রবিবার সকালে রাজধানীতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন আপ প্রধানের বাসভবনে যান নীতীশ কুমার ও তেজস্বী যাদব ৷
প্রসঙ্গত, শনিবার নীতীশ কুমার ও তেজস্বী যাদব- দু'জনকেই শনিবার কর্ণাটকে বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে দেখা গিয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন তাঁরা ৷ এদিকে বিজেপি-বিরোধী শিবিরের যে ক'জন নেতাকে কংগ্রেস আমন্ত্রণ জানায়নি, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই কেজরিওয়ালের সঙ্গেই এদিন বৈঠক করেন নীতীশ কুমার ৷ মনে করা হচ্ছে প্রথমে কংগ্রেসের মঞ্চে থাকা ও তার পরেরদিন নীতীশের এই কেজরিওয়াল সাক্ষাৎ বিজেপি-বিরোধী জোটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ৷
-
बिहार सीएम श्री @NitishKumar जी एवं उपमुख्यमंत्री श्री @yadavtejashwi जी का आज अपने आवास पर आतिथ्य करने का अवसर मिला। दिल्ली में केंद्र सरकार की तानाशाही समेत कई राजनीतिक मुद्दों पर चर्चा हुई।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
नीतीश जी और तेजस्वी जी के सभी दिल्लीवासियों के साथ खड़े होने पर मैं उनका शुक्रिया अदा… pic.twitter.com/xaIZ5ludwA
">बिहार सीएम श्री @NitishKumar जी एवं उपमुख्यमंत्री श्री @yadavtejashwi जी का आज अपने आवास पर आतिथ्य करने का अवसर मिला। दिल्ली में केंद्र सरकार की तानाशाही समेत कई राजनीतिक मुद्दों पर चर्चा हुई।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 21, 2023
नीतीश जी और तेजस्वी जी के सभी दिल्लीवासियों के साथ खड़े होने पर मैं उनका शुक्रिया अदा… pic.twitter.com/xaIZ5ludwAबिहार सीएम श्री @NitishKumar जी एवं उपमुख्यमंत्री श्री @yadavtejashwi जी का आज अपने आवास पर आतिथ्य करने का अवसर मिला। दिल्ली में केंद्र सरकार की तानाशाही समेत कई राजनीतिक मुद्दों पर चर्चा हुई।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 21, 2023
नीतीश जी और तेजस्वी जी के सभी दिल्लीवासियों के साथ खड़े होने पर मैं उनका शुक्रिया अदा… pic.twitter.com/xaIZ5ludwA
দিল্লি বনাম কেন্দ্র সরকার
রাজধানীতে মোদি বনাম আপ সরকারের তরজা চরমে পৌঁছেছে ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকার 'ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি' গঠনের লক্ষ্যে একটি অর্ডিন্যান্স জারি করে ৷ তাতে বলা হয়েছে দিল্লি সরকারের আমলাদের নিয়োগ ও বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি কমিটি ৷ সুপ্রিম কোর্ট আমলাদের নিয়ন্ত্রণের বিষয়ে দিল্লি সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কথা বললেও, তা অমান্য করে কেন এই অধ্যাদেশ আনা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল ৷
এর আগে এই বিষয়টি নিয়ে বিতর্ক আদালতে গড়ায় ৷ সুপ্রিম কোর্ট রায়ে, রাজধানীতে এই আধিকারিকদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিল্লি সরকারের হাতে তুলে দেয় ৷ তবে পুলিশ, জনপ্রশাসন এবং জমি সংক্রান্ত ক্ষেত্রগুলি বাদ দিয়ে ৷ কেন্দ্রের বিরুদ্ধে এই রায় সহজে মেনে নেয়নি মোদি সরকার ৷ শুক্রবারই অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র ৷ অরবিন্দ কেজরিওয়ালও এর আভাস দিয়েছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্র অর্ডিন্যান্স এনে সর্বোচ্চ আদালতের রায়কে উলটে দেবে ৷ এই অর্ডিন্যান্সে জানানো হয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি নামের একটি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা থাকবে ৷
এই পরিস্থিতিতে স্বভাবতই চাপের মুখে পড়েছে দিল্লির আপ সরকার ৷ লোকসভা নির্বাচনের আগে দেশে বিভিন্ন ইস্যুতে এবং বিভিন্ন ভাবে বিজেপি বিরোধী জোট তৈরির প্রক্রিয়া চলছে ৷ তাতেই যেন ঘি ঢালল দিল্লির বিরুদ্ধে কেন্দ্রের আনা এই অর্ডিন্যান্স ৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি রবিবারের সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে যান নীতীশ কুমার, তেজস্বী যাদব ও অন্যরা ৷ তবে কংগ্রেস এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গিয়েছে ৷
বৈঠক শেষে কেজরিওয়াল জানান, সুপ্রিম কোর্টে রায়কে অগ্রাহ্য কেন্দ্র অর্ডিন্যান্স জারি করছে ৷ এই ইস্যুতে নীতীশ কুমার দিল্লির মানুষের পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন ৷ তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই অর্ডিন্যান্সকে মোদি-সরকার বিলে পরিণত করার চেষ্টা করতে পারে ৷ তখন বিজেপি-বিরোধী সব দলগুলি একজোট হয়ে রুখে দাঁড়ালে রাজ্যসভায় তা পাশ করানো সম্ভব হবে না ৷ আর এতে 2024 সালের লোকসভা নির্বাচনে যে বিজেপি সরকার চলে যাবে, সেই বার্তাও দেওয়া হবে ৷
আর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "একটি নির্বাচিত সরকারের হাতে দেওয়া ক্ষমতা কী ভাবে কেড়ে নেওয়া যায় ? এটা সংবিধান বিরোধী ৷ আমরা কেজরিওয়ালের সঙ্গে আছি ৷ আমরা দেশের সব বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার চেষ্টা করে যাচ্ছি ৷"