নাগপুর, 5 অগস্ট: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরিকে হুমকি এবং তোলা চাওয়ার মামলা নাগপুর থেকে মুম্বইয়ে স্থানান্তরের জন্য বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করল এনআইএ । এনআইএ বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে মামলাটি মুম্বইতে স্থানান্তরিত করার দাবিতে একটি আপিল করেছে । আদালত এই আপিলের শুনানিতে রাজ্য সরকার এবং প্রধান অভিযুক্ত জয়েশ পূজারিকে নোটিশ জারি করেছে । 30 অগস্টের মধ্যে নোটিশের উত্তর জমা দিতে বলা হয়েছে ।
এই মামলায় পুলিশের তদন্তে জঙ্গি যোগ সামনে আসে । এরপরেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে জয়েশ পূজারিকে গ্রেফতার করে নাগপুর পুলিশ । এরপর পুলিশ বেঙ্গালুরু জেল থেকে জঙ্গি আফসার পাশাকেও গ্রেফতার করে । অভিযুক্ত জয়েশ পূজারি বেলগাঁও জেল থেকে 14 জানুয়ারি এবং 21 মার্চ খামলায় কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরির জনসংযোগ অফিসে ফোন করেছিলেন বলে জানা গিয়েছে । জয়েশ পূজারিকে একটি হত্যা মামলায় 2016 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ।
নাগপুর পুলিশ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গডকরির মামলার তদন্ত করছে এবং বেলগাঁও জেল থেকে জয়েশ পূজারিকে গ্রেফতার করেছে । জয়েশ পূজারি এই মামলায় জঙ্গি আফসার পাশার জড়িত থাকার তথ্য দিয়েছেন । বেলগাঁও জেল থেকে আফসার পাশাকে নাগপুরে নিয়ে এসেছে পুলিশ । পরে জয়েশ এবং আফসারকে নাগপুরে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । এরপরেই অভিযুক্তের সঙ্গে নাগপুর সংযোগ বেরিয়ে এসেছে । বর্তমানে অভিযুক্ত দু'জনই নাগপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছে ।
আরও পড়ুন: ফের নীতীনকে হুমকি ফোন, চাওয়া হল 10 কোটির তোলা !
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাঁর কাছে 100 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল । এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল জঙ্গি বশিরুদ্দিন নূর মোহাম্মদ ওরফে আফসার পাশা ৷ তাকে 15 জুলাই বেলগাঁও জেল থেকে গ্রেফতার করা হয় । আফসারকে 10 দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জিজ্ঞাসাবাদের সময় তার নাগপুর সংযোগ এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র সামনে আসে । আফসার পাশা লস্কর-ই তৈয়বার একজন জঙ্গি । 2014 সাল থেকে বেলগাঁও জেলেই পাশা ৷ সেখানেই জয়েশ পূজারি ওরফে শাকিরের সঙ্গে তার পরিচয় হয় বলে সূত্রের খবর ৷ সে জয়েশের মগজ ধোলাই করে এবং তাকে বেলগাঁও জেলে জঙ্গি নেটওয়ার্কের জন্য ব্যবহার করে ৷ আফসার পাশা 2003 সালে বাংলাদেশের ঢাকা এবং 2005 বেঙ্গালুরু বোমা বিস্ফোরণে অভিযুক্ত ।
আরও পড়ুন: নাগপুরে নীতিন গড়করির দফতরে হুমকি ফোন, বাড়ানো হল নিরাপত্তা
নীতীন গডকরিকে হুমকি এবং তোলা চাওয়ার মামলায় সন্ত্রাস যোগ প্রকাশ্যে আসার পরে এনআইএ এই মামলার তদন্তের জন্য বিশেষ আদালতে আবেদন করেছে । নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, নাগপুর পুলিশ এর জন্য অনুমতি দিয়েছে । এই মামলায় নাগপুর পুলিশ একটি নো অবজেকশন সার্টিফিকেট জারি করেছে । সিপি আরও জানান, আদালত অনুমতি দিলে তদন্তটি আগামী কয়েকদিনের মধ্যে এনআইএকে হস্তান্তর করা হবে ।