ETV Bharat / bharat

Mahua Moitra Bribery Charge: মহুয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানিতে বিজেপির নিশিকান্তকে তলব লোকসভার এথিক্স কমিটির - Nishikant Dubey

Nishikant Dubey asked to appear before Lok Sabha Ethics Committee: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এই নিয়ে তাঁকে তলব করল লোকসভার এথিক্স কমিটি ৷ আগামী 26 অক্টোবর তাঁকে ডাকা হয়েছে ৷

Nishikant Dubey-Mahua Moitra
Nishikant Dubey-Mahua Moitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 1:41 PM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে তলব করল লোকসভার এথিক্স কমিটি ৷ আগামী 26 অক্টোবর তাঁকে তলব করা হয়েছে ৷ একই সঙ্গে আইনজীবী জয় আনন্দ দেহাদরাইকেও তলব করা হয়েছে ওই দিন ৷

নিশিকান্ত দুবে তৃণমূলের কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ করেছেন ৷ সেই নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ করেন তিনি ৷ সেই অভিযোগ পাঠানো হয় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ তার প্রেক্ষিতেই তলব করা হয়েছে নিশিকান্তকে ৷

নিশিকান্ত দুবের দাবি, মহুয়া মৈত্র সংসদে নির্দিষ্ট প্রশ্ন তোলার বিনিময়ে ঘুষ নিয়েছেন ৷ ঘুষ নিয়ে এই প্রশ্নগুলি তিনি আদানি গ্রুপ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উভয়কেই আক্রমণ করার উদ্দেশ্যে করেছেন । এই কাজকে সংসদে মর্যাদার অবমাননা বলে উল্লেখ করেন নিশিকান্ত দুবে ৷ তাছাড়া তিনি মহুয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন ।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে পাঠানো চিঠিতে বিজেপির সাংসদ দাবি করেছেন যে তিনি আইনজীবী জয় আনন্দ দেহাদরাইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন ৷ সেখানে মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হিরানন্দানির মধ্যে বিনিময় হওয়া ‘ঘুষের অকাট্য প্রমাণ’ তাঁকে দেওয়া হয়েছে । ওই আর্থিক লেনদেন সংসদে মহুয়ার উত্থাপিত প্রশ্নগুলির সঙ্গে সম্পর্কিত ছিল ।

যদিও মহুয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ আর এই বিষয়ে যেকোনও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ৷ হিরানন্দানি গ্রুপও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, তারা ব্যবসা করে ৷ ব্যবসা নিয়ে রাজনীতি করে না ৷ তারা সবসময় দেশের স্বার্থে কাজ করে ৷ আগামিদিনে তা চালিয়েও যাবে ৷

যদিও নিশিকান্ত দুবে ইঙ্গিত দিয়েছেন যে হিরানন্দানি গ্রুপ শক্তি ও পরিকাঠামো ক্ষেত্রের বরাত পাওয়ার ক্ষেত্রে আদানির কাছে হেরে যায় ৷ সেই কারণেই সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য মহুয়া মৈত্রকে ব্যবহার করা হয়েছে ৷ এই বিষয়টিকে স্বার্থের সংঘাত বলেও তিনি দাবি করেছেন ৷

নিশিকান্ত দুবের অভিযোগ প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠী এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ৷ তাদের দাবি, এভাবে তাদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ৷ 2018 সাল থেকে এই কাজ করা হচ্ছে ৷ তাই এই বিষয়ের নিন্দা করার পাশাপাশি উদ্বেগও প্রকাশ করে ৷

আরও পড়ুন: লোকসভার এথিক্স কমিটির কাছে গেল মহুয়ার বিরুদ্ধে ওঠা অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ

নয়াদিল্লি, 18 অক্টোবর: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে তলব করল লোকসভার এথিক্স কমিটি ৷ আগামী 26 অক্টোবর তাঁকে তলব করা হয়েছে ৷ একই সঙ্গে আইনজীবী জয় আনন্দ দেহাদরাইকেও তলব করা হয়েছে ওই দিন ৷

নিশিকান্ত দুবে তৃণমূলের কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ করেছেন ৷ সেই নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ করেন তিনি ৷ সেই অভিযোগ পাঠানো হয় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ তার প্রেক্ষিতেই তলব করা হয়েছে নিশিকান্তকে ৷

নিশিকান্ত দুবের দাবি, মহুয়া মৈত্র সংসদে নির্দিষ্ট প্রশ্ন তোলার বিনিময়ে ঘুষ নিয়েছেন ৷ ঘুষ নিয়ে এই প্রশ্নগুলি তিনি আদানি গ্রুপ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উভয়কেই আক্রমণ করার উদ্দেশ্যে করেছেন । এই কাজকে সংসদে মর্যাদার অবমাননা বলে উল্লেখ করেন নিশিকান্ত দুবে ৷ তাছাড়া তিনি মহুয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন ।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে পাঠানো চিঠিতে বিজেপির সাংসদ দাবি করেছেন যে তিনি আইনজীবী জয় আনন্দ দেহাদরাইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন ৷ সেখানে মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হিরানন্দানির মধ্যে বিনিময় হওয়া ‘ঘুষের অকাট্য প্রমাণ’ তাঁকে দেওয়া হয়েছে । ওই আর্থিক লেনদেন সংসদে মহুয়ার উত্থাপিত প্রশ্নগুলির সঙ্গে সম্পর্কিত ছিল ।

যদিও মহুয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ আর এই বিষয়ে যেকোনও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ৷ হিরানন্দানি গ্রুপও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, তারা ব্যবসা করে ৷ ব্যবসা নিয়ে রাজনীতি করে না ৷ তারা সবসময় দেশের স্বার্থে কাজ করে ৷ আগামিদিনে তা চালিয়েও যাবে ৷

যদিও নিশিকান্ত দুবে ইঙ্গিত দিয়েছেন যে হিরানন্দানি গ্রুপ শক্তি ও পরিকাঠামো ক্ষেত্রের বরাত পাওয়ার ক্ষেত্রে আদানির কাছে হেরে যায় ৷ সেই কারণেই সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য মহুয়া মৈত্রকে ব্যবহার করা হয়েছে ৷ এই বিষয়টিকে স্বার্থের সংঘাত বলেও তিনি দাবি করেছেন ৷

নিশিকান্ত দুবের অভিযোগ প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠী এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ৷ তাদের দাবি, এভাবে তাদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ৷ 2018 সাল থেকে এই কাজ করা হচ্ছে ৷ তাই এই বিষয়ের নিন্দা করার পাশাপাশি উদ্বেগও প্রকাশ করে ৷

আরও পড়ুন: লোকসভার এথিক্স কমিটির কাছে গেল মহুয়ার বিরুদ্ধে ওঠা অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.