মুম্বই, 27 অক্টোবর : জন্মসূত্রে তাঁর স্বামী হিন্দু এবং তিনি কোনও দিনই নিজের ধর্ম পরিবর্তন করেননি ৷ বুধবার একথা বলেন এনসিবি-র (Narcotics Control Bureau) আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) স্ত্রী ক্রান্তি রেদকর (Kranti Redkar) ৷ একইসঙ্গে, 2006 সালে যে কাজি সমীরের প্রথম বিয়ে দিয়েছিলেন, তাঁর বয়ানও খারিজ করে দেন তিনি ৷ ওই মৌলবীর দাবি ছিল, ‘নিকাহ’র সময় সমীরকে মুসলিম বলেই জানতেন তিনি ৷ এখন যদি সমীর নিজেকে হিন্দু বলে দাবি করেন, তাহলে তিনি মিথ্যাচার করছেন ৷
আরও পড়ুন : Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক
এদিন একটি সাংবাদিক সম্মেলন করেন ক্রান্তি ৷ তাঁর অভিযোগ, তাঁর স্বামীর বিরুদ্ধে নোংরা রাজনীতি করছেন এনসিপি নেতা নবাব মালিক ৷ প্রসঙ্গত, সমীরের সঙ্গে ক্রান্তির বিয়ে হয় 2017 সালে ৷ গোটা ঘটনায় ক্রান্তির প্রশ্ন, ‘‘ওই কাজি কি আইনের ঊর্ধ্বে ? তাঁকে আগে প্রমাণ করতে হবে সমীর তাঁর প্রথম বিয়ের আগে ধর্ম পরিবর্তন করেছিলেন ৷ ওটা (সমীরের প্রথম বিয়ের নিকাহনামা) স্রেফ একটা নিয়মরক্ষা ছিল ৷ সমীর জন্মসূত্রেই হিন্দু ৷ তিনি কোনও দিনই নিজের ধর্ম পরিবর্তন করেননি ৷ নবাব মালিক সমীরকে কাঠগড়ায় তুলছেন, কারণ তাঁর জামাই মাদক মামলায় জড়িয়ে পড়েছিলেন ৷ সেই রাগ থেকেই সমীরকে নিশানা করছেন তিনি ৷’’
ক্রান্তির দাবি, নিকাহনামা সম্পর্কে সমীরের ঠিক মতো কোনও ধারণাই ছিল না ৷ তবে, নবাব মালিক যে নিকাহনামাটি প্রকাশ্যে এনেছেন, সেটা যে সমীরের, তা অস্বীকার করেননি ক্রান্তি ৷ কিন্তু নিকাহনামাকে সমীরের মুসলিম হওয়ার প্রমাণ বলে মানতে রাজি নন তিনি ৷ এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সমীরের বাবা দাণ্ডেভ ওয়াংখেড়ে (Dnyandev Wankhede) ৷ তাঁর সাফ কথা, এবার নবাব মালিকের বিরুদ্ধে আদালতে যাবে তিনি ৷ তাঁর প্রশ্ন, ‘‘মাদক মামলার সঙ্গে আমার ধর্ম এবং জাতির কী সম্পর্ক ? আমি একজন হিন্দু এবং মাহার (তফশিলি জাতি) সম্প্রদায়ভুক্ত ৷ 2006 সালের নিকাহনামাটি আসল ৷ তাতে আমার স্বাক্ষরও আসল ৷ কিন্তু ওতে কী লেখা ছিল আমি জানি না ৷ কারণ, সেটি উর্দুতে লেখা ছিল ৷’’
আরও পড়ুন : Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের
উল্লেখ্য, মাদক মামলায় শাহরুখপুত্র (Shah Rukh Khan) আরিয়ান খানকে (Aryan Khan) পাকড়াও করার পর থেকেই সংবাদ শিরোনামে উঠে আসেন সমীর ৷ প্রথমে তাঁকে ‘নায়ক’ হিসাবে তুলে ধরা হলেও পরবর্তীতে সমীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে ৷ প্রশ্ন ওঠে তাঁর ধর্মীয় পরিচয় নিয়েও ৷ এনসিপি নেতা তথা মহারাষ্ট্র সরকারের অন্যতম মন্ত্রী নবাব মালিকের (Nawab Malik) দাবি, চাকরি পেতে ভুয়ো জাতি শংসাপত্র পেশ করেছিলেন সমীর ৷ পাল্টা সমীরের বক্তব্য, তাঁর মা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী ৷ কিন্তু, বাবার সূত্র ধরে তাঁর জন্ম হয় হিন্দু পরিবারের ৷ এর জবাবে সমীরের প্রথম বিয়ের ‘নিকাহনামা’ প্রকাশ্যে আনেন নবাব ৷ তাঁর প্রশ্ন ছিল, সমীর মুসলিম না হলে এই ‘নিকাহনামা’ তৈরি হল কীভাবে ? যদিও সমীরের দাবি, মায়ের ইচ্ছাতেই মুসলিম রীতি মেনে বিয়ে করেছিলেন তিনি ৷ পাশাপাশি, বিশেষ বিবাহ আইনের আওতাতেও এই বিয়ে নথিভুক্ত করা হয়েছিল ৷ যদিও যে মৌলবী সমীরের প্রথম বিয়ে দিয়েছিলেন, তাঁর দাবি তিনি সমীরকে মুসলিম বলেই জানতেন ৷ আর এই বিতর্কের মাঝে সমীরের পাশে দাঁড়ালেন তাঁর বর্তমান স্ত্রী ক্রান্তি ও বাবা দাণ্ডেভ ওয়াংখেড়ে ৷