ETV Bharat / bharat

পঞ্জাবে নাইট কার্ফু, নিষেধাজ্ঞা জারি রাজনৈতিক জমায়েতে

করোনার সংক্রমণে রাশ টানতে এবার পঞ্জাবে নাইট কার্ফু জারি করল অমরিন্দর সিং-র সরকার ৷ রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কার্ফু জারি থাকবে ৷ সেই সঙ্গে কোনওরকম রাজনৈতিক জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে পঞ্জাব সরকারের তরফে ৷ আগামী 30 এপ্রিল পর্যন্ত এই নাইট কার্ফু চলবে ৷

night-curfew-in-punjab-also-ban-on-political-gatherings
পঞ্জাবে নাইট কারফিউ, রাজনৈতিক জমায়েতে নিষেধাজ্ঞা জারি
author img

By

Published : Apr 7, 2021, 2:43 PM IST

Updated : Apr 7, 2021, 3:23 PM IST

পঞ্জাব, 7 এপ্রিল : করোনার সংক্রমণে রাশ টানতে এবার পঞ্জাবে নাইট কার্ফু জারি করল অমরিন্দর সিং-র সরকার ৷ রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কার্ফু জারি থাকবে ৷ সেই সঙ্গে কোনওরকম রাজনৈতিক জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে পঞ্জাব সরকারের তরফে ৷ আগামী 30 এপ্রিল পর্যন্ত এই নাইট কার্ফু চলবে ৷ একই সঙ্গে বিয়ে বাড়ি, শেষকৃত্য বা স্মরণসভার মতো যে কোনও অনুষ্ঠানেও জমায়েতে বিধি নিষেধ জারি করা হয়েছে ৷ পাশাপাশি বন্ধ জায়গায় কোনও অনুষ্ঠান হলে 50 জন এবং খোলা জায়গায় 100 জনের বেশি জমায়েত করা যাবে না ৷ আর অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে পঞ্জাব সরকারের তরফে ৷

এছাড়াও অন্য়ান্য যে সব বিধিনিষেধ আগে জারি করা হয়েছিল ৷ যার মধ্য়ে স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও আগামী 30 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ পাশাপাশি প্রেক্ষাগৃহগুলিতেও 50 শতাংশের বেশি দর্শক প্রবেশ করতে দেওয়া যাবে না ৷ শপিং মলগুলির দোকানে 10 জনের বেশি গ্রাহক একসঙ্গে থাকতে পারবে না বলে কোভিডের নয়া নির্দেশিকায় বলা হয়েছে ৷ ফলে পঞ্জাবে মলের ভিতরে এক সময়ে একশো জনের বেশি মানুষ প্রবেশের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে ৷

আরও পড়ুন : দেশে সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 1 লাখ 15 হাজারের বেশি

পঞ্জাবের সাপ্তাহিক করোনা পর্যবেক্ষণে সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সে রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু হারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ পঞ্জাবে করোনা আক্রান্ত হওয়া 85 শতাংশের বেশি মানুষ ইউকে ভ্যারিয়ান্ট ৷

পঞ্জাব, 7 এপ্রিল : করোনার সংক্রমণে রাশ টানতে এবার পঞ্জাবে নাইট কার্ফু জারি করল অমরিন্দর সিং-র সরকার ৷ রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কার্ফু জারি থাকবে ৷ সেই সঙ্গে কোনওরকম রাজনৈতিক জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে পঞ্জাব সরকারের তরফে ৷ আগামী 30 এপ্রিল পর্যন্ত এই নাইট কার্ফু চলবে ৷ একই সঙ্গে বিয়ে বাড়ি, শেষকৃত্য বা স্মরণসভার মতো যে কোনও অনুষ্ঠানেও জমায়েতে বিধি নিষেধ জারি করা হয়েছে ৷ পাশাপাশি বন্ধ জায়গায় কোনও অনুষ্ঠান হলে 50 জন এবং খোলা জায়গায় 100 জনের বেশি জমায়েত করা যাবে না ৷ আর অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে পঞ্জাব সরকারের তরফে ৷

এছাড়াও অন্য়ান্য যে সব বিধিনিষেধ আগে জারি করা হয়েছিল ৷ যার মধ্য়ে স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও আগামী 30 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ পাশাপাশি প্রেক্ষাগৃহগুলিতেও 50 শতাংশের বেশি দর্শক প্রবেশ করতে দেওয়া যাবে না ৷ শপিং মলগুলির দোকানে 10 জনের বেশি গ্রাহক একসঙ্গে থাকতে পারবে না বলে কোভিডের নয়া নির্দেশিকায় বলা হয়েছে ৷ ফলে পঞ্জাবে মলের ভিতরে এক সময়ে একশো জনের বেশি মানুষ প্রবেশের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে ৷

আরও পড়ুন : দেশে সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 1 লাখ 15 হাজারের বেশি

পঞ্জাবের সাপ্তাহিক করোনা পর্যবেক্ষণে সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সে রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু হারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ পঞ্জাবে করোনা আক্রান্ত হওয়া 85 শতাংশের বেশি মানুষ ইউকে ভ্যারিয়ান্ট ৷

Last Updated : Apr 7, 2021, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.