নয়া দিল্লি, 29 জুন : স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু বিমানবন্দরে বায়ু সেনা ঘাঁটিতে (Jammu Air Force Station) বিস্ফোরণের তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র হাতে তুলে দিল ৷ বিমানবন্দর চত্বরের বিশেষ নিরাপত্তার ঘেরাটোপে থাকা বিমান রাখার জায়গায় একটি এয়ারক্রাফ্ট রাখা ছিল ৷ জঙ্গিরা সেই জায়গায় দু'টি ড্রোন পাঠিয়েছিল ৷ প্রাথমিক ধারণা যে, বিস্ফোরণে ওই ড্রোন বা বিশেষ কোনও যন্ত্র ব্যবহার করেছিল জঙ্গিরা ৷ বিশাল কোনও ক্ষয়ক্ষতি না হলেও দু'জন কর্মী সামান্য আহত হয়েছেন ৷
আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের পারিমপোরায় এনকাউন্টারে খতম 2 জঙ্গি
স্থানীয় পুলিশ প্রশাসন, বায়ুসেনা কর্তৃপক্ষর সঙ্গে এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) একযোগে তদন্ত শুরু করেছে ৷ দেশে জঙ্গি হামলায় ড্রোনের ব্যবহার এই প্রথম ৷ অনুমান যে, জম্মুর কাছাকাছি কোনও জায়গা থেকে ড্রোন পাঠানো হয়েছিল ৷ আবার এটাও হতে পারে যে মানুষ-বিহীন কোনও যান (Unmanned Aerial Vehicle) আকাশপথে পাঠানো হয়েছিল বায়ুসেনার ঘাঁটিতে ৷ কারণ, বিস্ফোরণের আগে ওই জায়গায় ড্রোন জাতীয় যানকে ঘুরতে দেখা গিয়েছিল ৷ ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না হয়, তা নিশ্চিত করতে জম্মুতে ভারতীয় বায়ুসেনার তরফে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷
এদিকে তিন দিনের লাদাখ সফর শেষে রাজধানী ফিরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁর লাদাখ যাওয়ার আগে এই হামলা হয় ৷ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ ভারতীয় বায়ুসেনা আর অন্যান্য সামরিক আধিকারিকরা জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ কী ভাবে হয়েছিল, তা বিস্তারিত ভাবে দেখাবেন রাজনাথের সামনে ৷ সম্প্রতি জম্মু-সহ ভারতের সীমান্তবর্তী অঞ্চলের আকাশে একাধিক সন্দেহজনক ড্রোন দেখতে পাওয়ার প্রসঙ্গটিও জানানো হবে মন্ত্রীকে ৷
রাজনাথ সিংয়ের সঙ্গে উপস্থিত থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আর বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকে এস ভাদৌরিয়া ৷