ETV Bharat / bharat

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীর সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএয়ের - গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

Gangster Lawrence Bishnoi associate Vikas Singh: লখনউতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বিকাশ সিংয়ের ফ্ল্যাট বাজেয়াপ্ত করল এনআইএ ৷ বিকাশ সিংয়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে ।

NIA
জাতীয় তদন্তকারী সংস্থা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 11:24 AM IST

লখনউ, 7 জানুয়ারি: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বিকাশ সিংয়ের ফ্ল্যাট বাজেয়াপ্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ এবং মাদক চোরাচালানের নেটওয়ার্ককে চিরতরে নির্মূল করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে এনআইএ । তারই অংশ হিসাবে শনিবার বিকাশ সিংয়ের গোমতীনগরের ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বিকাশ সিংয়ের বিরুদ্ধে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সন্ত্রাস-অপরাধ সিন্ডিকেটের সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে । শনিবার বিকাশ সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে এনআইএয়ের দল একটি বোর্ড লাগিয়ে দিয়েছে ।

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থার এটি একটি বড় ধরনের পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ এনআইএ বিকাশ সিংয়ের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে । বিকাশ সিং 2017 সালে লখনউয়ের গোমতীনগর এক্সটেনশনে অবস্থিত পার্ক ভিউ অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে খবর । ফ্ল্যাটটি বিকাশের স্ত্রী অঞ্জু সিংয়ের নামে রয়েছে । এই ফ্ল্যাটটিই এনআইএ বাজেয়াপ্ত করেছে ।

জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে গত দু'বছর ধরে ভাড়ায় বসবাস করছিলেন এক হোটেল মালিক । অ্যাপার্টমেন্টে বসবাসকারী ব্যক্তিদের দাবি, বিকাশ সিং যখনই ফ্ল্যাটে আসতেন সঙ্গে তাঁর কনভয় আসত । সেই কনভয়ে অনেক গাড়ি ও সঙ্গে থাকত বন্দুকধারীরাও । এনআইএ-র তদন্ত অনুসারে, বিকাশ সিং লরেন্স বিষ্ণোইয়ের অনুচর । পঞ্জাব পুলিশের সদর দফতরে হামলা চালায় সে । এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ারও অভিযোগ রয়েছে । পঞ্জাব পুলিশ সদর দফতরে রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) হামলায় জড়িত অভিযুক্ত-সহ সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছিল বিকাশ সিং । তাই তার সম্পত্তি বাজেয়াপ্ত করে তদন্ত এগিয়ে নিয়ে করছে এনআইএ ৷

আরও পড়ুন:

  1. খালিস্তানি জঙ্গি সুখা দুনেকের মৃত্য়ুর দায় নিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই
  2. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!
  3. সলমনকে হুমকি গ্যাংস্টার বিষ্ণোইয়ের, অভিনেতার নিরাপত্তা পর্যালোচনায় মুম্বই পুলিশ

লখনউ, 7 জানুয়ারি: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বিকাশ সিংয়ের ফ্ল্যাট বাজেয়াপ্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ এবং মাদক চোরাচালানের নেটওয়ার্ককে চিরতরে নির্মূল করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে এনআইএ । তারই অংশ হিসাবে শনিবার বিকাশ সিংয়ের গোমতীনগরের ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বিকাশ সিংয়ের বিরুদ্ধে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সন্ত্রাস-অপরাধ সিন্ডিকেটের সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে । শনিবার বিকাশ সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে এনআইএয়ের দল একটি বোর্ড লাগিয়ে দিয়েছে ।

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থার এটি একটি বড় ধরনের পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ এনআইএ বিকাশ সিংয়ের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে । বিকাশ সিং 2017 সালে লখনউয়ের গোমতীনগর এক্সটেনশনে অবস্থিত পার্ক ভিউ অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে খবর । ফ্ল্যাটটি বিকাশের স্ত্রী অঞ্জু সিংয়ের নামে রয়েছে । এই ফ্ল্যাটটিই এনআইএ বাজেয়াপ্ত করেছে ।

জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে গত দু'বছর ধরে ভাড়ায় বসবাস করছিলেন এক হোটেল মালিক । অ্যাপার্টমেন্টে বসবাসকারী ব্যক্তিদের দাবি, বিকাশ সিং যখনই ফ্ল্যাটে আসতেন সঙ্গে তাঁর কনভয় আসত । সেই কনভয়ে অনেক গাড়ি ও সঙ্গে থাকত বন্দুকধারীরাও । এনআইএ-র তদন্ত অনুসারে, বিকাশ সিং লরেন্স বিষ্ণোইয়ের অনুচর । পঞ্জাব পুলিশের সদর দফতরে হামলা চালায় সে । এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ারও অভিযোগ রয়েছে । পঞ্জাব পুলিশ সদর দফতরে রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) হামলায় জড়িত অভিযুক্ত-সহ সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছিল বিকাশ সিং । তাই তার সম্পত্তি বাজেয়াপ্ত করে তদন্ত এগিয়ে নিয়ে করছে এনআইএ ৷

আরও পড়ুন:

  1. খালিস্তানি জঙ্গি সুখা দুনেকের মৃত্য়ুর দায় নিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই
  2. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!
  3. সলমনকে হুমকি গ্যাংস্টার বিষ্ণোইয়ের, অভিনেতার নিরাপত্তা পর্যালোচনায় মুম্বই পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.