ETV Bharat / bharat

NIA Report on PFI: ভারতে ইসলামি শাসন কায়েম করাই লক্ষ্য পিএফআই-এর ! এনআইএ রিপোর্টে চাঞ্চল্য - জাতীয় তদন্তকারী সংস্থা

সন্ত্রাসের মাধ্যমে ভারতে ইসলামি শাসন কায়েম করাই লক্ষ্য 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া' (Popular Front of India) বা পিএফআই (PFI)-এর ৷ বিশেষ আদালতে পেশ করা রিপোর্টে এমনটাই দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷

NIA Report on PFI submitted to Special Court
NIA Report on PFI: ভারতে ইসলামি শাসন কায়েম করাই লক্ষ্য পিএফআই-এর ! এনআইএ রিপোর্টে চাঞ্চল্য
author img

By

Published : Sep 24, 2022, 12:52 PM IST

Updated : Sep 24, 2022, 1:43 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: নিশানায় ছিলেন নির্দিষ্ট কয়েকজন নেতা, নেত্রী ৷ তাঁদের ক্ষতি করাই ছিল 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া' (Popular Front of India) বা পিএফআই (PFI)-এর অন্যতম প্রধান লক্ষ্য ৷ এমনটাই দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ ইতিমধ্য়েই একসঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে পিএফআই-এর একাধিক কার্যালয় এবং নেতৃত্বে থাকা ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়েছে পিএফআই ৷ সেই অভিযানে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেই নথি থেকেই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জনপ্রিয় নেতাদের নিশানা করার বিষয়টি সামনে এসেছে ৷ তাদের পেশ করা রিপোর্টে এমনটাই দাবি করেছে এনআইএ ৷

বিশেষ এনআইএ আদালতে সংশ্লিষ্ট রিপোর্টটি পেশ করা হয় ৷ দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে মামলাও রুজু করা হয় ৷ ইতিমধ্যেই এই ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 10 জনকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এনআইএ ৷ গোয়েন্দাদের অভিযোগ, পিএফআই-এর আড়ালে দীর্ঘদিন ধরেই সংখ্য়ালঘু সম্প্রদায়ের তরুণদের মগজধোলাইয়ের কাজ চলছে ৷ এমনকী, তাঁদের লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba), আইসিস (ISIS)-এর মতো নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে লাগাতার উৎসাহ দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: পিএফআই-এর বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে গ্রেফতার অন্তত 106

গত 22 সেপ্টেম্বর এনআইএ যে তদন্ত রিপোর্ট আদালতে পেশ করেছে, তাতে আরও কিছু ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয়েছে ৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছে, পিএফআই আদতে ভারতে ইসলামি শাসনব্যবস্থা কায়েম করতে চায় ৷ সন্ত্রাসের মাধ্যমে দেশের শাসনব্যবস্থায় বদল আনতে চায় তারা ! এটাই তাদের জিহাদের অংশ ! এনআইএ-এর দাবি, এক্ষেত্রে ভারতের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে হাতিয়ার করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্প এবং নীতি নিয়ে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ তাঁদের সরকার ও সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ৷ এনআইএ-এর ওই রিপোর্টে বলা হয়েছে, "তদন্ত চলাকালীন যে সমস্ত প্রমাণ হাতে এসেছে, তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এফআইআর-এ যাঁদের নাম রয়েছে, তাঁরা বারবার সংগঠিত অপরাধ এবং বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছেন ৷ সমাজের অন্য সম্প্রদায়ের মানুষকে ভয় দেখানোই তাঁদের লক্ষ্য ৷ একইসঙ্গে, আমজনতার মনেও আতঙ্ক তৈরি করতে চেয়েছেন তাঁরা ৷ এটাই তাঁদের বৃহত্তর পরিকল্পনার অংশ ৷"

এনআইএ-এর আরও দাবি, "এই চক্রান্তের যাঁরা কাণ্ডারী, তাঁরা অত্যন্ত প্রভাবশালী ৷ এমনকী, তাঁরা চাইলে শুধুমাত্র একটি ফোন কলেই নির্দিষ্ট একটি সম্প্রদায়কে স্তব্ধ করে দিতে পারেন ৷ সেই সম্প্রদায়ের উন্নতি সম্পূর্ণ আটকে দিতে পারেন ৷ অভিযুক্ত এবং তাঁদের অনুগামীরা ইতিমধ্য়েই এমন অনেক কাজ করেছেন, যার জেরে সাধারণ মানুষ ভীত এবং সন্ত্রস্ত ৷"

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: নিশানায় ছিলেন নির্দিষ্ট কয়েকজন নেতা, নেত্রী ৷ তাঁদের ক্ষতি করাই ছিল 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া' (Popular Front of India) বা পিএফআই (PFI)-এর অন্যতম প্রধান লক্ষ্য ৷ এমনটাই দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ ইতিমধ্য়েই একসঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে পিএফআই-এর একাধিক কার্যালয় এবং নেতৃত্বে থাকা ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়েছে পিএফআই ৷ সেই অভিযানে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেই নথি থেকেই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জনপ্রিয় নেতাদের নিশানা করার বিষয়টি সামনে এসেছে ৷ তাদের পেশ করা রিপোর্টে এমনটাই দাবি করেছে এনআইএ ৷

বিশেষ এনআইএ আদালতে সংশ্লিষ্ট রিপোর্টটি পেশ করা হয় ৷ দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে মামলাও রুজু করা হয় ৷ ইতিমধ্যেই এই ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 10 জনকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এনআইএ ৷ গোয়েন্দাদের অভিযোগ, পিএফআই-এর আড়ালে দীর্ঘদিন ধরেই সংখ্য়ালঘু সম্প্রদায়ের তরুণদের মগজধোলাইয়ের কাজ চলছে ৷ এমনকী, তাঁদের লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba), আইসিস (ISIS)-এর মতো নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে লাগাতার উৎসাহ দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: পিএফআই-এর বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে গ্রেফতার অন্তত 106

গত 22 সেপ্টেম্বর এনআইএ যে তদন্ত রিপোর্ট আদালতে পেশ করেছে, তাতে আরও কিছু ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয়েছে ৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছে, পিএফআই আদতে ভারতে ইসলামি শাসনব্যবস্থা কায়েম করতে চায় ৷ সন্ত্রাসের মাধ্যমে দেশের শাসনব্যবস্থায় বদল আনতে চায় তারা ! এটাই তাদের জিহাদের অংশ ! এনআইএ-এর দাবি, এক্ষেত্রে ভারতের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে হাতিয়ার করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্প এবং নীতি নিয়ে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ তাঁদের সরকার ও সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ৷ এনআইএ-এর ওই রিপোর্টে বলা হয়েছে, "তদন্ত চলাকালীন যে সমস্ত প্রমাণ হাতে এসেছে, তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এফআইআর-এ যাঁদের নাম রয়েছে, তাঁরা বারবার সংগঠিত অপরাধ এবং বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছেন ৷ সমাজের অন্য সম্প্রদায়ের মানুষকে ভয় দেখানোই তাঁদের লক্ষ্য ৷ একইসঙ্গে, আমজনতার মনেও আতঙ্ক তৈরি করতে চেয়েছেন তাঁরা ৷ এটাই তাঁদের বৃহত্তর পরিকল্পনার অংশ ৷"

এনআইএ-এর আরও দাবি, "এই চক্রান্তের যাঁরা কাণ্ডারী, তাঁরা অত্যন্ত প্রভাবশালী ৷ এমনকী, তাঁরা চাইলে শুধুমাত্র একটি ফোন কলেই নির্দিষ্ট একটি সম্প্রদায়কে স্তব্ধ করে দিতে পারেন ৷ সেই সম্প্রদায়ের উন্নতি সম্পূর্ণ আটকে দিতে পারেন ৷ অভিযুক্ত এবং তাঁদের অনুগামীরা ইতিমধ্য়েই এমন অনেক কাজ করেছেন, যার জেরে সাধারণ মানুষ ভীত এবং সন্ত্রস্ত ৷"

Last Updated : Sep 24, 2022, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.