ETV Bharat / bharat

NIA Investigation on Fake Note : বাংলাদেশের জাল নোট চক্র ধরতে তদন্তে জোর এনআইএ-র - National Investigating Agency

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে পড়ছে জাল নোট ৷ এপারের পাচারকারীদের সঙ্গে যোগসাজসে এই কাজ করছে পড়শি দেশের পাচারকারীরা ৷ এই নিয়ে তদন্ত করছে এনআইএ (nia investigating on bangladeh based fake note network) ৷

nia-investigating-on-bangladesh-based-fake-note-network
NIA Investigation on Fake Note : বাংলাদেশের জাল নোট চক্র ধরতে তদন্তে জোর এনআইএ-র
author img

By

Published : Jan 11, 2022, 8:24 PM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি : বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে জাল নোট ঢুকে পড়ছে ভারতে ৷ এমনই তথ্য এসে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-এর হাতে ৷ তাই এই নিয়ে তদন্তে গতি বৃদ্ধি করেছে (nia investigating on bangladeh based fake note network) ৷

2019 সালের 26 নভেম্বর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে সারা ভারতে জাল নোট দেওয়ার ছড়িয়ে দেওয়ার এক চক্রের হদিশ পাওয়া যায় ৷ সেই সময় বিষয়টি প্রকাশ্যে এসেছিল উত্তর প্রদেশের এটিএসের তদন্তে ৷

উত্তরপ্রদেশের গোমতীনগর থেকে জাল নোট উদ্ধার হয় ৷ যার পরিমাণ ছিল প্রায় 1.79 লক্ষ টাকার সমান ৷ তখনই বাংলাদেশ থেকে জালনোট পাচার চক্রের হদিশ পাওয়া যায় ৷ পরে 2020-র 20 জানুয়ারি ওই ঘটনার তদন্তভার নেয় এনআইএ ৷ সেই তদন্তে উঠে আসে যে মালদা হয়ে ওই জালনোট ভারতে ঢুকেছিল ৷

সোমবার লখনউয়ের একটি বিশেষ আদালতে এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এনআইএ ৷ ওই চার্জশিট দেওয়া হয়েছে সোহরাব হোসেন নামে জালনোট পাচারে এক অভিযুক্তের নামে ৷ তিনি মালদার চকমালিপুরের বাসিন্দা ৷

এনআইএ-র মতে, এই পাচারচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই সোহরাব ৷ বাংলাদেশের পাচারকারীদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল ৷ তাই এই চক্রে জড়িত অন্যদের ধরতে তদন্তে গতি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনআইএ-র এক আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Police seize fake currency notes : বর্ষবরণের রাতে পাচারের ছক, 2 লক্ষ টাকার জালনোট সহ ধৃত 1

এই ঘটনায় আগে দু’বার চার্জশিট পেশ করেছে এনআইএ ৷ প্রথম চার্জশিট পেশ করা হয় 2020 সালের 21 মে ৷ সেখানে তিনজন অভিযুক্তের নাম ছিল ৷ এর পর গত বছর 17 সেপ্টেম্বর আরও এক অভিযুক্তের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় ৷

নয়াদিল্লি, 11 জানুয়ারি : বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে জাল নোট ঢুকে পড়ছে ভারতে ৷ এমনই তথ্য এসে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-এর হাতে ৷ তাই এই নিয়ে তদন্তে গতি বৃদ্ধি করেছে (nia investigating on bangladeh based fake note network) ৷

2019 সালের 26 নভেম্বর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে সারা ভারতে জাল নোট দেওয়ার ছড়িয়ে দেওয়ার এক চক্রের হদিশ পাওয়া যায় ৷ সেই সময় বিষয়টি প্রকাশ্যে এসেছিল উত্তর প্রদেশের এটিএসের তদন্তে ৷

উত্তরপ্রদেশের গোমতীনগর থেকে জাল নোট উদ্ধার হয় ৷ যার পরিমাণ ছিল প্রায় 1.79 লক্ষ টাকার সমান ৷ তখনই বাংলাদেশ থেকে জালনোট পাচার চক্রের হদিশ পাওয়া যায় ৷ পরে 2020-র 20 জানুয়ারি ওই ঘটনার তদন্তভার নেয় এনআইএ ৷ সেই তদন্তে উঠে আসে যে মালদা হয়ে ওই জালনোট ভারতে ঢুকেছিল ৷

সোমবার লখনউয়ের একটি বিশেষ আদালতে এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় এনআইএ ৷ ওই চার্জশিট দেওয়া হয়েছে সোহরাব হোসেন নামে জালনোট পাচারে এক অভিযুক্তের নামে ৷ তিনি মালদার চকমালিপুরের বাসিন্দা ৷

এনআইএ-র মতে, এই পাচারচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই সোহরাব ৷ বাংলাদেশের পাচারকারীদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল ৷ তাই এই চক্রে জড়িত অন্যদের ধরতে তদন্তে গতি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনআইএ-র এক আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Police seize fake currency notes : বর্ষবরণের রাতে পাচারের ছক, 2 লক্ষ টাকার জালনোট সহ ধৃত 1

এই ঘটনায় আগে দু’বার চার্জশিট পেশ করেছে এনআইএ ৷ প্রথম চার্জশিট পেশ করা হয় 2020 সালের 21 মে ৷ সেখানে তিনজন অভিযুক্তের নাম ছিল ৷ এর পর গত বছর 17 সেপ্টেম্বর আরও এক অভিযুক্তের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.