ETV Bharat / bharat

NIA Arrests ISIS Operative: বারাণসীতে সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ - ISIS News

বারাণসী থেকে বাসিত কালাম সিদ্দিকিকে গ্রেফতার করল এনআইএ ৷ তাঁর বিরুদ্ধে আইএসআইএস জঙ্গি সংগঠনের কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে (NIA arrests ISIS operative Basit Kalam Siddiqui) ৷

ISIS Operative in Varanasi
ETV Bharat
author img

By

Published : Oct 20, 2022, 10:32 AM IST

বারাণসী, 20 অক্টোবর: চরম উগ্রপন্থার অভিযোগে সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ জঙ্গি সংগঠন 'ভয়েস অফ হিন্দ'-এর (Voice of Hind) সঙ্গে জড়িত একটি মামলার তদন্তে বুধবার বারাণসীতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া বাসিত কালাম সিদ্দিকি (Basit Kalam Siddiqui, 24) এই জঙ্গি গোষ্ঠীর জন্য কাজ করতেন ৷ ভারত থেকে তরুণদের আইএসআইএস সংগঠনে নিয়োগ করার ভারও ছিল তাঁর উপরেই ৷ জানা গিয়েছে সমাজে প্রভাব বিস্তার করতে পারে এমন তরুণদের বাছাই করাও ছিল তার অন্যতম প্রথান কাজ ।

আরও পড়ুন: সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ

এনআইএ-র এক শীর্ষকর্তা জানিয়েছেন, সিদ্দিকির সঙ্গে আইএসআইএসের 'হ্যান্ডলার'দের (ISIS 'handlers') ভালো যোগাযাগ ছিল ৷ আইএসআইএসের ম্যাগাজিন 'ভয়েস অফ খুরাসানে'র (Voice of Khurasan) মাধ্যমে কনটেন্ট তৈরি, প্রকাশ এবং তা ছড়িয়ে দেওয়ার কাজ করতেন এই অভিযুক্ত ৷ আধিকারিক আরও জানান, আফগানিস্তানের হ্যান্ডলারসদের নির্দেশে তিনি 'ব্ল্যাক পাউডার' (black powder) তৈরির চেষ্টা করছিলেন ৷ এছাড়া অন্য আইইডি ব্যবহারের জ্ঞান অর্জন করছিলেন ৷

শুধু নিজেই নয়, অন্যদেরও বিস্ফোরক পদার্থ তৈরির প্রশিক্ষণ দিতেন সিদ্দিকি ৷ বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই প্রশিক্ষণ চলত ৷ সন্দেহভাজনের থেকে আইইডি (improvised explosive devices, IEDs) বিষয়ে হাতে লেখা নোট, মোবাইল ফোন, ল্যাপটপ, ফ্ল্যাশ ড্রাইভ আরও অনেক কিছু উদ্ধার করেছে এনআইএ, জানিয়েছেন উচ্চাধিকারিক ৷

বারাণসী, 20 অক্টোবর: চরম উগ্রপন্থার অভিযোগে সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ জঙ্গি সংগঠন 'ভয়েস অফ হিন্দ'-এর (Voice of Hind) সঙ্গে জড়িত একটি মামলার তদন্তে বুধবার বারাণসীতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া বাসিত কালাম সিদ্দিকি (Basit Kalam Siddiqui, 24) এই জঙ্গি গোষ্ঠীর জন্য কাজ করতেন ৷ ভারত থেকে তরুণদের আইএসআইএস সংগঠনে নিয়োগ করার ভারও ছিল তাঁর উপরেই ৷ জানা গিয়েছে সমাজে প্রভাব বিস্তার করতে পারে এমন তরুণদের বাছাই করাও ছিল তার অন্যতম প্রথান কাজ ।

আরও পড়ুন: সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ

এনআইএ-র এক শীর্ষকর্তা জানিয়েছেন, সিদ্দিকির সঙ্গে আইএসআইএসের 'হ্যান্ডলার'দের (ISIS 'handlers') ভালো যোগাযাগ ছিল ৷ আইএসআইএসের ম্যাগাজিন 'ভয়েস অফ খুরাসানে'র (Voice of Khurasan) মাধ্যমে কনটেন্ট তৈরি, প্রকাশ এবং তা ছড়িয়ে দেওয়ার কাজ করতেন এই অভিযুক্ত ৷ আধিকারিক আরও জানান, আফগানিস্তানের হ্যান্ডলারসদের নির্দেশে তিনি 'ব্ল্যাক পাউডার' (black powder) তৈরির চেষ্টা করছিলেন ৷ এছাড়া অন্য আইইডি ব্যবহারের জ্ঞান অর্জন করছিলেন ৷

শুধু নিজেই নয়, অন্যদেরও বিস্ফোরক পদার্থ তৈরির প্রশিক্ষণ দিতেন সিদ্দিকি ৷ বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই প্রশিক্ষণ চলত ৷ সন্দেহভাজনের থেকে আইইডি (improvised explosive devices, IEDs) বিষয়ে হাতে লেখা নোট, মোবাইল ফোন, ল্যাপটপ, ফ্ল্যাশ ড্রাইভ আরও অনেক কিছু উদ্ধার করেছে এনআইএ, জানিয়েছেন উচ্চাধিকারিক ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.