ETV Bharat / bharat

Engineering Student Arrest: জঙ্গি-যোগের অভিযোগে তামিলনাড়ুতে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

তামিলনাড়ুর আম্বুরের জঙ্গি-যোগের অভিযোগে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেফতার করল (Engineering Student Arrest) এনআইএ (NIA) ৷

NIA arrest an Engineering Student in alleged connection with ISIS
Engineering Student Arrest: জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
author img

By

Published : Jul 31, 2022, 4:30 PM IST

তিরুপত্তুর (তামিলনাড়ু), 31 জুলাই: জঙ্গি-যোগের অভিযোগে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে গ্রেফতার (Engineering Student Arrest) করল এনআইএ (NIA) ৷ ধৃত যুবকের নাম আনাস আলি ওরফে মীর আলি ওরফে আলি ৷ বয়স 22 বছর ৷ শনিবার তামিলনাড়ুর আম্বুর থেকে তাঁকে পাকড়াও করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরকোটের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আলি ৷ শনিবার তাঁকে ভেলোরের আনাকাট্টু থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে এনআইএ গ্রেফতার করে তাঁকে ৷ কেন্দ্রীয় সংস্থার তরফে একটি প্রতিনিধিদল টানা প্রায় 14 ঘণ্টা আলিকে জেরা করে ৷

আরও পড়ুন: Sanjay Raut on ED Raid: মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ; বাড়িতে ইডি হানা নিয়ে টুইট সঞ্জয় রাউতের

এনআইএ-র দাবি, ধৃত ছাত্র জঙ্গি সংগঠন আইসিস (ISIS)-এর অনুগামী ৷ সোশ্য়াল মিডিয়ায় নিয়মিত আইসিসকে 'ফলো' করেন তিনি ৷ জঙ্গি সংগঠনের বিভিন্ন পোস্ট 'লাইক' করেছেন আলি ৷ ফেসবুক ও ইনস্টাগ্রামে আইসিসের একাধিক পোস্ট 'শেয়ার'-ও করেছেন তিনি ৷

এনআইএ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সোশ্য়াল মিডিয়ায় আইসিসকে 'ফলো' করেই ক্ষান্ত হননি আলি ৷ এলাকায় বড় অঘটন ঘটানোর ছক কষছিলেন তিনি ৷ আম্বুরের কোনও এক বিখ্যাত ব্যক্তি তাঁর নিশানায় ছিল ৷ একইসঙ্গে, এলাকার একাধিক বাসিন্দার বাড়িতে বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা ছিল ওই ছাত্রের ৷ পাশাপাশি, কীভাবে আইসিস-এ যোগ দেওয়া যায়, সেই সংক্রান্ত তথ্যও জোগাড় করছিলেন আলি ৷ তাঁর কাছে দু'টি স্মার্ট ফোন এবং একটি ল্যাপটপ ছিল ৷ সেগুলি থেকে কী ধরনের পোস্ট করা হয়েছে এবং কার সঙ্গে কীভাবে যোগাযোগ স্থাপন করা হয়েছে, প্রভৃতি জানার চেষ্টা করছে করছেন গোয়েন্দারা ৷ আপাতত ভেলোর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন ওই যুবক ৷

তিরুপত্তুর (তামিলনাড়ু), 31 জুলাই: জঙ্গি-যোগের অভিযোগে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে গ্রেফতার (Engineering Student Arrest) করল এনআইএ (NIA) ৷ ধৃত যুবকের নাম আনাস আলি ওরফে মীর আলি ওরফে আলি ৷ বয়স 22 বছর ৷ শনিবার তামিলনাড়ুর আম্বুর থেকে তাঁকে পাকড়াও করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরকোটের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আলি ৷ শনিবার তাঁকে ভেলোরের আনাকাট্টু থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে এনআইএ গ্রেফতার করে তাঁকে ৷ কেন্দ্রীয় সংস্থার তরফে একটি প্রতিনিধিদল টানা প্রায় 14 ঘণ্টা আলিকে জেরা করে ৷

আরও পড়ুন: Sanjay Raut on ED Raid: মিথ্যে তথ্য, মিথ্যে পদক্ষেপ; বাড়িতে ইডি হানা নিয়ে টুইট সঞ্জয় রাউতের

এনআইএ-র দাবি, ধৃত ছাত্র জঙ্গি সংগঠন আইসিস (ISIS)-এর অনুগামী ৷ সোশ্য়াল মিডিয়ায় নিয়মিত আইসিসকে 'ফলো' করেন তিনি ৷ জঙ্গি সংগঠনের বিভিন্ন পোস্ট 'লাইক' করেছেন আলি ৷ ফেসবুক ও ইনস্টাগ্রামে আইসিসের একাধিক পোস্ট 'শেয়ার'-ও করেছেন তিনি ৷

এনআইএ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সোশ্য়াল মিডিয়ায় আইসিসকে 'ফলো' করেই ক্ষান্ত হননি আলি ৷ এলাকায় বড় অঘটন ঘটানোর ছক কষছিলেন তিনি ৷ আম্বুরের কোনও এক বিখ্যাত ব্যক্তি তাঁর নিশানায় ছিল ৷ একইসঙ্গে, এলাকার একাধিক বাসিন্দার বাড়িতে বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা ছিল ওই ছাত্রের ৷ পাশাপাশি, কীভাবে আইসিস-এ যোগ দেওয়া যায়, সেই সংক্রান্ত তথ্যও জোগাড় করছিলেন আলি ৷ তাঁর কাছে দু'টি স্মার্ট ফোন এবং একটি ল্যাপটপ ছিল ৷ সেগুলি থেকে কী ধরনের পোস্ট করা হয়েছে এবং কার সঙ্গে কীভাবে যোগাযোগ স্থাপন করা হয়েছে, প্রভৃতি জানার চেষ্টা করছে করছেন গোয়েন্দারা ৷ আপাতত ভেলোর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন ওই যুবক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.