ETV Bharat / bharat

G20 Meetings: শিলিগুড়ি থেকে হাম্পি, জি20 বৈঠক হবে ভারতের 55টি নয়নাভিরাম স্থানে - জি20 বৈঠক হবে ভারতের 55টি নয়নাভিরাম স্থানে

আগামী বছর জি20 সম্মেলনের (G20 Meetings) আয়োজক দেশ ভারত ৷ সেই উপলক্ষে বছরভর প্রায় 200টি বৈঠক করা হবে ৷ এর জন্য 55টি জায়গাকে বেছে নেওয়া হবে ৷ কী গুরুত্ব রয়েছে সেই জায়গাগুলির ?

next year India will arrange 200 G20 Meetings on 55 heritage and scenic sites through out the country
G20 Meetings: শিলিগুড়ি থেকে হাম্পি, জি20 বৈঠক হবে ভারতের 55টি নয়নাভিরাম স্থানে
author img

By

Published : Oct 17, 2022, 6:42 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: আগামী বছর জি20 সম্মেলন (G20 Meetings) চলাকালীন দেশের 55টি জায়গাকে বিশ্বের দরবারে তুলে ধরার সিদ্ধান্ত নিল ভারত ৷ এই জায়গাগুলির হয় হেরিটেজ স্বীকৃতি রয়েছে, আর তা না-হলে সেগুলি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ৷ উল্লেখ্য, আগামী বছর জি20 সম্মেলন উপলক্ষে বর্ষব্যাপী যে অনুষ্ঠান চলবে, তার আয়োজক দেশ হল ভারত ৷ আন্তর্জাতিক এই মঞ্চকে কাজে লাগিয়ে ভারতের ঐতিহ্যশালী ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা জায়গাগুলির বিজ্ঞাপন করতে চাইছে নয়াদিল্লি ৷ সেই কারণেই এই জায়গাগুলিকে বেছে নেওয়া হচ্ছে বৈঠকের জন্য ৷ যার মধ্যে রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে হাম্পি, খজুরাহো প্রভৃতি ৷

পর্যটন মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট জায়গাগুলির প্রচারের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই জায়গাগুলিকে প্রচারের আলোয় আনাই সরকারের লক্ষ্য ৷ উল্লেখ্য, আগামী বছর 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর, এই দু'দিন জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ তার আগে সারা বছর ধরে প্রায় 200টি বৈঠকের আয়োজন করবে ভারত ৷ প্রত্যেকটি বৈঠকেই আন্তর্জাতিক স্তরের প্রভাবশালী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷ তাঁদের সামনে ভারত তার পর্যটনের সম্ভার সাজিয়ে, গুছিয়ে পেশ করতে চায় ৷ যাতে আগামিদিনে আরও বেশি করে বিদেশি পর্যটকরা ভারতমুখী হন ৷

আরও পড়ুন: 370 ধারার অবলুপ্তির পর হিংসা কমে পর্যটন বেড়েছে কাশ্মীরে, দাবি রিপোর্টে

পর্যটন মন্ত্রকের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "দেশের মোট 55টি জায়গায় এই বৈঠকগুলির আয়োজন করা হবে ৷ বিভিন্ন রাজ্যের বাছাই করা জায়গায় এই বৈঠকগুলি হবে ৷ বড় শহর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের রাজধানী, গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র-সহ নানা নয়নাভিরাম জায়গা এই তালিকায় থাকবে ৷"

সংশ্লিষ্ট 55টি জায়গার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের একাধিক শহরও থাকবে ৷ এই শহরগুলির সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক শোভা অপরিসীম ৷ তা বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা হবে ৷ এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, কচ্ছের রণ, শিলিগুড়ি, হাম্পি এবং খজুরাহোতে একটি করে বৈঠক হবে ৷

নয়াদিল্লি, 17 অক্টোবর: আগামী বছর জি20 সম্মেলন (G20 Meetings) চলাকালীন দেশের 55টি জায়গাকে বিশ্বের দরবারে তুলে ধরার সিদ্ধান্ত নিল ভারত ৷ এই জায়গাগুলির হয় হেরিটেজ স্বীকৃতি রয়েছে, আর তা না-হলে সেগুলি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ৷ উল্লেখ্য, আগামী বছর জি20 সম্মেলন উপলক্ষে বর্ষব্যাপী যে অনুষ্ঠান চলবে, তার আয়োজক দেশ হল ভারত ৷ আন্তর্জাতিক এই মঞ্চকে কাজে লাগিয়ে ভারতের ঐতিহ্যশালী ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা জায়গাগুলির বিজ্ঞাপন করতে চাইছে নয়াদিল্লি ৷ সেই কারণেই এই জায়গাগুলিকে বেছে নেওয়া হচ্ছে বৈঠকের জন্য ৷ যার মধ্যে রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে হাম্পি, খজুরাহো প্রভৃতি ৷

পর্যটন মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট জায়গাগুলির প্রচারের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই জায়গাগুলিকে প্রচারের আলোয় আনাই সরকারের লক্ষ্য ৷ উল্লেখ্য, আগামী বছর 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর, এই দু'দিন জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ তার আগে সারা বছর ধরে প্রায় 200টি বৈঠকের আয়োজন করবে ভারত ৷ প্রত্যেকটি বৈঠকেই আন্তর্জাতিক স্তরের প্রভাবশালী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷ তাঁদের সামনে ভারত তার পর্যটনের সম্ভার সাজিয়ে, গুছিয়ে পেশ করতে চায় ৷ যাতে আগামিদিনে আরও বেশি করে বিদেশি পর্যটকরা ভারতমুখী হন ৷

আরও পড়ুন: 370 ধারার অবলুপ্তির পর হিংসা কমে পর্যটন বেড়েছে কাশ্মীরে, দাবি রিপোর্টে

পর্যটন মন্ত্রকের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "দেশের মোট 55টি জায়গায় এই বৈঠকগুলির আয়োজন করা হবে ৷ বিভিন্ন রাজ্যের বাছাই করা জায়গায় এই বৈঠকগুলি হবে ৷ বড় শহর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের রাজধানী, গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র-সহ নানা নয়নাভিরাম জায়গা এই তালিকায় থাকবে ৷"

সংশ্লিষ্ট 55টি জায়গার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের একাধিক শহরও থাকবে ৷ এই শহরগুলির সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক শোভা অপরিসীম ৷ তা বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা হবে ৷ এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, কচ্ছের রণ, শিলিগুড়ি, হাম্পি এবং খজুরাহোতে একটি করে বৈঠক হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.