ETV Bharat / bharat

TOP NEWS: দুপুর 3টে - TOP NEWS

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
টপ নিউজ
author img

By

Published : Jan 3, 2023, 2:59 PM IST

1. Russian Citizen Found Dead: ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার

ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার হল (Russian Citizen Found Dead) ৷ এবার ঘটনাস্থল পারাদ্বীপ বন্দর ৷ এর আগে ওই রাজ্যের রায়গড়ায় দু’জন রুশ নাগরিকের দেহ উদ্ধার হয় ৷

2. Dilip Slams Mamata Govt: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

মঙ্গলবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেখানে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সমালোচনায় সরব হন তিনি ৷

3. SSC Recruitment Scam: ভুল এসএসসি’র নয়, ববিতার ! হাইকোর্টে মামলা চাকরিপ্রার্থী অনামিকার

ববিতা সরকার স্কুল সার্ভিস কমিশনকে ভুল তথ্য দিয়েছেন (Babita Sarkar Give Wrong Information to SSC) ৷ তাই কমিশনের অ্যাকডেমিক তালিকায় ববিতা 31 নম্বরে রয়েছেন ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় ৷ এমনকি তিনি এও দাবি করেছেন, ববিতা সরকার নন, তিনি ওই চাকরির আসল দাবিদার ৷

4. Sandip Chowdhury Demise: ফের দুঃসংবাদ, প্রয়াত অঞ্জন পুত্র পরিচালক সন্দীপ চৌধুরী

প্রয়াত জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী (Sandip Chowdhury Passes Away)৷

5. Suvendu Adhikari: 17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মোট ছ’টি মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ ।

6. Local Trains Cancel: নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজ চলায় বিঘ্নিত রেল পরিষেবা, বাতিল একাধিক ট্রেন

নিউ জলপাইগুড়ি স্টেশন-সহ কাটিহার, রাঙাপানি, আমবাড়ি ও ফালাকাটা বিভাগে চলবে মেরামতির কাজ ৷ আগামী 4 থেকে 6 জানুয়ারি থেকে পর্যন্ত রেল পরিষেবা বিঘ্নিত হতে পারে উত্তরবঙ্গে ৷ ঘোষণা পূর্ব রেলের পক্ষ থেকে (several local trains canceled) ৷

7. V-Kat Viral Video: নতুন ডান্স স্টেপে ক্যাটের মন জয় করলেন ভিকি, ভাইরাল ভিডিয়ো

ভি-ক্যাটের নতুন ভিডিয়ো দেখে ফের মেতে উঠল নেটপাড়া ৷ ক্য়াটরিনার জন্য তাঁর নাচের এই ভিডিয়ো মন কাড়ল দর্শকদের (Vicky Kaushal viral dance video)৷

8. Remembering Suchitra-Sumitra: মৃ্ত্যু মিলিয়ে দিল দুই কিংবদন্তিকে, সুচিত্রার পাশের আসনে সুমিত্রাও

মৃ্ত্যুদিন মিলিয়ে দিল দুই কিংবদন্তিকে ৷ মঙ্গলবার সুরের জগতকে বিদায় জানালেন সুমিত্রা সেন ৷ 12 বছর আগে 2011 সালের এই দিনে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তি সংগীত শিল্পী সুচিত্রা মিত্রও ৷

9. Mamata Condoles Sumitra Sen Demise: অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেলেন, সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee Expressed Grief Over Demise of Sumitra Sen) ৷ সেখানে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

10. Madhyamik Test Paper: মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ, বিনামূল্যে পাওয়া যাবে স্কুল থেকে

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ (Madhya Shiksha Parishad Published Madhyamik Test Paper ) ৷ এই টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে পাবে পড়ুয়ারা ৷

1. Russian Citizen Found Dead: ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার

ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার হল (Russian Citizen Found Dead) ৷ এবার ঘটনাস্থল পারাদ্বীপ বন্দর ৷ এর আগে ওই রাজ্যের রায়গড়ায় দু’জন রুশ নাগরিকের দেহ উদ্ধার হয় ৷

2. Dilip Slams Mamata Govt: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

মঙ্গলবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেখানে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সমালোচনায় সরব হন তিনি ৷

3. SSC Recruitment Scam: ভুল এসএসসি’র নয়, ববিতার ! হাইকোর্টে মামলা চাকরিপ্রার্থী অনামিকার

ববিতা সরকার স্কুল সার্ভিস কমিশনকে ভুল তথ্য দিয়েছেন (Babita Sarkar Give Wrong Information to SSC) ৷ তাই কমিশনের অ্যাকডেমিক তালিকায় ববিতা 31 নম্বরে রয়েছেন ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় ৷ এমনকি তিনি এও দাবি করেছেন, ববিতা সরকার নন, তিনি ওই চাকরির আসল দাবিদার ৷

4. Sandip Chowdhury Demise: ফের দুঃসংবাদ, প্রয়াত অঞ্জন পুত্র পরিচালক সন্দীপ চৌধুরী

প্রয়াত জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী (Sandip Chowdhury Passes Away)৷

5. Suvendu Adhikari: 17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মোট ছ’টি মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ ।

6. Local Trains Cancel: নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজ চলায় বিঘ্নিত রেল পরিষেবা, বাতিল একাধিক ট্রেন

নিউ জলপাইগুড়ি স্টেশন-সহ কাটিহার, রাঙাপানি, আমবাড়ি ও ফালাকাটা বিভাগে চলবে মেরামতির কাজ ৷ আগামী 4 থেকে 6 জানুয়ারি থেকে পর্যন্ত রেল পরিষেবা বিঘ্নিত হতে পারে উত্তরবঙ্গে ৷ ঘোষণা পূর্ব রেলের পক্ষ থেকে (several local trains canceled) ৷

7. V-Kat Viral Video: নতুন ডান্স স্টেপে ক্যাটের মন জয় করলেন ভিকি, ভাইরাল ভিডিয়ো

ভি-ক্যাটের নতুন ভিডিয়ো দেখে ফের মেতে উঠল নেটপাড়া ৷ ক্য়াটরিনার জন্য তাঁর নাচের এই ভিডিয়ো মন কাড়ল দর্শকদের (Vicky Kaushal viral dance video)৷

8. Remembering Suchitra-Sumitra: মৃ্ত্যু মিলিয়ে দিল দুই কিংবদন্তিকে, সুচিত্রার পাশের আসনে সুমিত্রাও

মৃ্ত্যুদিন মিলিয়ে দিল দুই কিংবদন্তিকে ৷ মঙ্গলবার সুরের জগতকে বিদায় জানালেন সুমিত্রা সেন ৷ 12 বছর আগে 2011 সালের এই দিনে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তি সংগীত শিল্পী সুচিত্রা মিত্রও ৷

9. Mamata Condoles Sumitra Sen Demise: অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেলেন, সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee Expressed Grief Over Demise of Sumitra Sen) ৷ সেখানে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

10. Madhyamik Test Paper: মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ, বিনামূল্যে পাওয়া যাবে স্কুল থেকে

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ (Madhya Shiksha Parishad Published Madhyamik Test Paper ) ৷ এই টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে পাবে পড়ুয়ারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.