ETV Bharat / bharat

Top News: দুপুর 1টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে(Top News at 1 pm)৷

Top News at 1 pm
টপ নিউজ দুপুর 1টা
author img

By

Published : Oct 28, 2022, 1:14 PM IST

1.TET Agitation: করুণাময়ীতে টেট আন্দোলনের অনুমতি দাবি, পুজোর ছুটি মিটলেই মামলা শুনবে হাইকোর্ট

বিধাননগরের করুণাময়ীতে (Karunamoyee) কি আদৌ আন্দোলন করার অনুমতি পাবেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা (TET Agitation) ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত কিছু দিন ৷ কারণ, শুক্রবার অমৃতা সিনহার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার শুনানি শুরু হবে পুজোর ছুটির (Puja Vacation) পর ৷

2.Kanimozhi Apologises: বিজেপি নেত্রীদের নিয়ে কর্মীর আপত্তিকর মন্তব্যে ক্ষমা চাইলেন কানিমোঝি

বিজেপি নেত্রীদের নিয়ে দলের মুখপাত্র সাইদাই সাদিকের বিতর্কিত মন্তব্যেক জন্য ক্ষমা চাইলেন কানিমোঝি (Kanimozhi Apologises)৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মন্তব্যকে সমর্থম করে না দল ৷

3.Parag Agrawal: ইলন মাস্ক টুইটারের মালিক হতেই গেল চাকরি, তবে বিরাট ক্ষতিপূরণ পাবেন পরাগ

ইলন মাস্ক (Elon Musk) টুইটারের মালিক হতেই বহিষ্কার করা হল ভারতে জন্মগ্রহণকারী সিইও (Twitter CEO) পরাগ আগরওয়ালকে (Parag Agrawal)৷ তবে তাঁর চাকরির মেয়াদ এক বছরেরও কম হওয়ায় মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে ৷

4.TMC Factionalism: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত তিন, বিবাদ মানতে নারাজ ব্লক সভাপতি

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) গোপালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (TMC Factionalism) ৷ ঘটনায় জখম হলেন দুই পক্ষের তিনজন ৷

5.Shatrughan Sinha: ছটপুজোর আগে দেখা নেই 'বিহারীবাবু'র, পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার

ছটপুজোর (Chhath Puja 2022) আগে এলাকায় দেখা নেই আসানসোলের (Asansol) সাংসদ 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ৷ তাঁর নামে এলাকায় পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার (Missing Poster) ৷

6.Horrific Accident in Nadia: মারুতিকে পিষে দিল লরি, 2 শিশু-সহ মৃত 5

দুটি গাড়িই দ্রুত বেগে আসছিল ৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে 10 চাকা গাড়ির তলায় পিষে যায় মারুতি ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা ও দুই শিশু-সহ দুই যুবক ৷ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা(Nakashipara Accident)৷

7.Samantha Yashoda Trailer: 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন ভিউ, 'যশোদা'র ট্রেলার ঘিরে শোরগোল

সামান্থার নতুন ছবি 'যশোদা'-র ট্রেলার শোরগোল ফেলে দিল নেটপাড়ায় ৷ মুক্তি পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন মানুষ দেখে ফেললেন ট্রেলারটি ৷ 'যশোদা' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 11 নভেম্বর ৷

8.Putin on Modi: 'মোদি একজন দেশপ্রেমিক', প্রশংসা পুতিনের

নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ৷ তাঁর মতে মোদি স্বাধীন বিদেশ নীতি প্রণয়নে সক্ষম (Putin lauds Modi) ৷

9.Kishtwar Fire: কিশতোয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 25টি বাড়ি

জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় অগ্নিকাণ্ড (Kishtwar Fire) ৷ বৃহস্পতিবার মধ্যরাতের ওই আগুনে 25টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে (25 Houses Gutted in Massive Blaze) ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

10.Bhai Phonta in Tollywood : পথশিশুদের ফোঁটা দিতিপ্রিয়ার, বাদ গেলেন না বুম্বাদা থেকে রাজও

সাধারণ মানুষ থেকে তারকা সকলেই কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করেন। টলিপাড়াতেও হল জমজমাট ভাইফোঁটা । অনেকেই সেই শুভ মুহূর্তের ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

1.TET Agitation: করুণাময়ীতে টেট আন্দোলনের অনুমতি দাবি, পুজোর ছুটি মিটলেই মামলা শুনবে হাইকোর্ট

বিধাননগরের করুণাময়ীতে (Karunamoyee) কি আদৌ আন্দোলন করার অনুমতি পাবেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা (TET Agitation) ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত কিছু দিন ৷ কারণ, শুক্রবার অমৃতা সিনহার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার শুনানি শুরু হবে পুজোর ছুটির (Puja Vacation) পর ৷

2.Kanimozhi Apologises: বিজেপি নেত্রীদের নিয়ে কর্মীর আপত্তিকর মন্তব্যে ক্ষমা চাইলেন কানিমোঝি

বিজেপি নেত্রীদের নিয়ে দলের মুখপাত্র সাইদাই সাদিকের বিতর্কিত মন্তব্যেক জন্য ক্ষমা চাইলেন কানিমোঝি (Kanimozhi Apologises)৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মন্তব্যকে সমর্থম করে না দল ৷

3.Parag Agrawal: ইলন মাস্ক টুইটারের মালিক হতেই গেল চাকরি, তবে বিরাট ক্ষতিপূরণ পাবেন পরাগ

ইলন মাস্ক (Elon Musk) টুইটারের মালিক হতেই বহিষ্কার করা হল ভারতে জন্মগ্রহণকারী সিইও (Twitter CEO) পরাগ আগরওয়ালকে (Parag Agrawal)৷ তবে তাঁর চাকরির মেয়াদ এক বছরেরও কম হওয়ায় মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে ৷

4.TMC Factionalism: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত তিন, বিবাদ মানতে নারাজ ব্লক সভাপতি

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) গোপালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (TMC Factionalism) ৷ ঘটনায় জখম হলেন দুই পক্ষের তিনজন ৷

5.Shatrughan Sinha: ছটপুজোর আগে দেখা নেই 'বিহারীবাবু'র, পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার

ছটপুজোর (Chhath Puja 2022) আগে এলাকায় দেখা নেই আসানসোলের (Asansol) সাংসদ 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ৷ তাঁর নামে এলাকায় পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার (Missing Poster) ৷

6.Horrific Accident in Nadia: মারুতিকে পিষে দিল লরি, 2 শিশু-সহ মৃত 5

দুটি গাড়িই দ্রুত বেগে আসছিল ৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে 10 চাকা গাড়ির তলায় পিষে যায় মারুতি ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা ও দুই শিশু-সহ দুই যুবক ৷ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা(Nakashipara Accident)৷

7.Samantha Yashoda Trailer: 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন ভিউ, 'যশোদা'র ট্রেলার ঘিরে শোরগোল

সামান্থার নতুন ছবি 'যশোদা'-র ট্রেলার শোরগোল ফেলে দিল নেটপাড়ায় ৷ মুক্তি পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন মানুষ দেখে ফেললেন ট্রেলারটি ৷ 'যশোদা' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 11 নভেম্বর ৷

8.Putin on Modi: 'মোদি একজন দেশপ্রেমিক', প্রশংসা পুতিনের

নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ৷ তাঁর মতে মোদি স্বাধীন বিদেশ নীতি প্রণয়নে সক্ষম (Putin lauds Modi) ৷

9.Kishtwar Fire: কিশতোয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 25টি বাড়ি

জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় অগ্নিকাণ্ড (Kishtwar Fire) ৷ বৃহস্পতিবার মধ্যরাতের ওই আগুনে 25টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে (25 Houses Gutted in Massive Blaze) ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

10.Bhai Phonta in Tollywood : পথশিশুদের ফোঁটা দিতিপ্রিয়ার, বাদ গেলেন না বুম্বাদা থেকে রাজও

সাধারণ মানুষ থেকে তারকা সকলেই কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করেন। টলিপাড়াতেও হল জমজমাট ভাইফোঁটা । অনেকেই সেই শুভ মুহূর্তের ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.