ETV Bharat / bharat

Top News: সন্ধে 7টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 7 pm
টপ নিউজ সন্ধে 7টা
author img

By

Published : Sep 4, 2022, 7:01 PM IST

1.Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির অকালপ্রয়াণে শোকাহত মমতা, সমবেদনা পরিবারকে

টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) অকালপ্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷

2.Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে তিনি হতবাক ! টুইটে শোকপ্রকাশ করে বার্তা মোদির

টাটা গোষ্ঠীর (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) অকাল প্রয়াণ দেশবাসীকে হতবাক করে দিয়েছে ৷ টুইটারে শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি ৷ সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ অন্যরা ৷

3.Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

রবিবার পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry dead) ৷ তাঁর মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকারের (Maharashtra Govt orders investigation on Cyrus Mistry death) ৷

4.Cyrus Mistry Dies: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

পথ দুর্ঘটনার জেরে মাত্র 54 বছর বয়সে প্রাণ হারালেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি(Cyrus Mistry passes away)৷ রবিবার দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পালঘর জেলায় ৷

5.Cyrus Mistry Facts: রতন টাটার উত্তরসূরির নজরকাড়া উত্থান, সাফল্যের যাত্রাপথ থামল ডিভাইডারে

ভয়ংকর পথদুর্ঘটনায় প্রয়াত হলেন (Ex Tata Sons Chairman) টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry Facts)৷ শাপুরজি পালোনজি গ্রুপের মালিকের ছেলের রতন টাটার উত্তরসূরী হয়ে ওঠার কেরিয়ার বেশ চমকপ্রদ (Cyrus Mistry Dies In Accident)৷

6.Sheikh Hasina: জীবনের সবথেকে কঠিন সময় আশ্রয় দিয়েছিল দিল্লি ! ভেজা চোখে স্মৃতি রোমন্থন হাসিনার

তাঁর বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) খুনের পর ভারতের রাজধানী দিল্লিতে সপরিবার আত্মগোপন করেছিলেন শেখ হাসিনা (Sheikh Hasina) ৷ চারদিনের ভারত সফরের (Four Days India Visit) ঠিক আগে একথা বলতে গিয়ে আবেগে ভাসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister of Bangladesh) ৷

7.Durga Puja 2022: বায়না থাকলেও মাটির অভাব; পুজোর আগে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা

মাটির অভাবে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার প্রতিমা শিল্পীরা (Raiganj Patuapara Clay Artists Facing Problems) ৷ দুর্গাপুজোর (Durga Puja 2022) বায়না পেলেও, অতিবৃষ্টির কারণে ভালো মাটি পাচ্ছেন না তাঁরা ৷ ফলে বাইরে থেকে বেশি দামে মাটি কিনতে হচ্ছে তাঁদের ৷

8.Kabuliwala Murder Case: বেনাচিতিতে কাবুলিওয়ালা খুনে গ্রেফতার রাঁধুনি জহর আলি শেখ

বেনাচিতির কাইজার গলিতে কাবুলিওয়ালা খুনের ঘটনায় তাঁর রাঁধুনিকে গ্রেফতার করল পুলিশ (Cook Arrests Kabuliwala Murder Case in Benachiti) ৷ জানা গিয়েছে, তাঁকে গালাগালি করায় আসিম খানকে খুন (Kabuliwala Murder Case) করেছেন অভিযুক্ত জহর ৷

9.Ganesh Chaturthi 2022: সিদ্ধিদাতার আরাধনা পর্বে দেখে নেওয়া যাক দেশের বিখ্যাত কিছু গণেশ মূর্তি ও মণ্ডপ

গণেশ চতুর্থীতে দেশজুড়ে সিদ্ধিদাতার আহ্বান চলছে (Ganesh Chaturthi) ৷ একঝলকে দেখে নেওয়া যাক কিছু জনপ্রিয় গণেশ পুজো ও মণ্ডপের তথ্য (Ganesh Puja And Pandals) ৷

10.Child Birth at Station: রেল পুলিশের সহায়তায় স্টেশনে সন্তান প্রসব মহিলার

রেলের মহিলা পুলিশের সহায়তায় স্টেশনে সন্তান প্রসব করলেন মা (Child Birth at Station)৷ রেল সূত্রে খবর, রবিবার মেদিনীপুর স্টেশনের 2 ও 3 নং প্ল্যাটফর্মের সামনে ওই মহিলা অপেক্ষা করছিলেন শালবনিগামী ট্রেনের জন্য ৷ সেই সময়েই পেটে ব্যথা ও অসুস্থ বোধ করেন । সমস্ত ঘটনাটি কর্তব্যরত রেলের মহিলা পুলিশকর্মী সুপ্রিয়া গোরাই ও ডি.রায়ের নজরে আসে ৷ তাঁরা ব্যাপারটি বুঝতে পেরে মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন ৷ এরপর স্টেশনেই এক পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ ঘটনার পর সদ্যোজাত ও মাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

1.Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির অকালপ্রয়াণে শোকাহত মমতা, সমবেদনা পরিবারকে

টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) অকালপ্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷

2.Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে তিনি হতবাক ! টুইটে শোকপ্রকাশ করে বার্তা মোদির

টাটা গোষ্ঠীর (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) অকাল প্রয়াণ দেশবাসীকে হতবাক করে দিয়েছে ৷ টুইটারে শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি ৷ সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ অন্যরা ৷

3.Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

রবিবার পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry dead) ৷ তাঁর মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকারের (Maharashtra Govt orders investigation on Cyrus Mistry death) ৷

4.Cyrus Mistry Dies: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

পথ দুর্ঘটনার জেরে মাত্র 54 বছর বয়সে প্রাণ হারালেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি(Cyrus Mistry passes away)৷ রবিবার দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পালঘর জেলায় ৷

5.Cyrus Mistry Facts: রতন টাটার উত্তরসূরির নজরকাড়া উত্থান, সাফল্যের যাত্রাপথ থামল ডিভাইডারে

ভয়ংকর পথদুর্ঘটনায় প্রয়াত হলেন (Ex Tata Sons Chairman) টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry Facts)৷ শাপুরজি পালোনজি গ্রুপের মালিকের ছেলের রতন টাটার উত্তরসূরী হয়ে ওঠার কেরিয়ার বেশ চমকপ্রদ (Cyrus Mistry Dies In Accident)৷

6.Sheikh Hasina: জীবনের সবথেকে কঠিন সময় আশ্রয় দিয়েছিল দিল্লি ! ভেজা চোখে স্মৃতি রোমন্থন হাসিনার

তাঁর বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) খুনের পর ভারতের রাজধানী দিল্লিতে সপরিবার আত্মগোপন করেছিলেন শেখ হাসিনা (Sheikh Hasina) ৷ চারদিনের ভারত সফরের (Four Days India Visit) ঠিক আগে একথা বলতে গিয়ে আবেগে ভাসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister of Bangladesh) ৷

7.Durga Puja 2022: বায়না থাকলেও মাটির অভাব; পুজোর আগে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা

মাটির অভাবে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার প্রতিমা শিল্পীরা (Raiganj Patuapara Clay Artists Facing Problems) ৷ দুর্গাপুজোর (Durga Puja 2022) বায়না পেলেও, অতিবৃষ্টির কারণে ভালো মাটি পাচ্ছেন না তাঁরা ৷ ফলে বাইরে থেকে বেশি দামে মাটি কিনতে হচ্ছে তাঁদের ৷

8.Kabuliwala Murder Case: বেনাচিতিতে কাবুলিওয়ালা খুনে গ্রেফতার রাঁধুনি জহর আলি শেখ

বেনাচিতির কাইজার গলিতে কাবুলিওয়ালা খুনের ঘটনায় তাঁর রাঁধুনিকে গ্রেফতার করল পুলিশ (Cook Arrests Kabuliwala Murder Case in Benachiti) ৷ জানা গিয়েছে, তাঁকে গালাগালি করায় আসিম খানকে খুন (Kabuliwala Murder Case) করেছেন অভিযুক্ত জহর ৷

9.Ganesh Chaturthi 2022: সিদ্ধিদাতার আরাধনা পর্বে দেখে নেওয়া যাক দেশের বিখ্যাত কিছু গণেশ মূর্তি ও মণ্ডপ

গণেশ চতুর্থীতে দেশজুড়ে সিদ্ধিদাতার আহ্বান চলছে (Ganesh Chaturthi) ৷ একঝলকে দেখে নেওয়া যাক কিছু জনপ্রিয় গণেশ পুজো ও মণ্ডপের তথ্য (Ganesh Puja And Pandals) ৷

10.Child Birth at Station: রেল পুলিশের সহায়তায় স্টেশনে সন্তান প্রসব মহিলার

রেলের মহিলা পুলিশের সহায়তায় স্টেশনে সন্তান প্রসব করলেন মা (Child Birth at Station)৷ রেল সূত্রে খবর, রবিবার মেদিনীপুর স্টেশনের 2 ও 3 নং প্ল্যাটফর্মের সামনে ওই মহিলা অপেক্ষা করছিলেন শালবনিগামী ট্রেনের জন্য ৷ সেই সময়েই পেটে ব্যথা ও অসুস্থ বোধ করেন । সমস্ত ঘটনাটি কর্তব্যরত রেলের মহিলা পুলিশকর্মী সুপ্রিয়া গোরাই ও ডি.রায়ের নজরে আসে ৷ তাঁরা ব্যাপারটি বুঝতে পেরে মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন ৷ এরপর স্টেশনেই এক পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ ঘটনার পর সদ্যোজাত ও মাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.