ETV Bharat / bharat

Top News: টপ নিউজ় @ সকাল 11 টা - Top News at 11 am

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News at 11 am) ৷

Top News
টপ নিউজ়
author img

By

Published : Aug 12, 2022, 11:04 AM IST

1. Anubrata Looks at Nabanna: দ্বিতীয় হুগলি সেতুতে সিবিআই-কনভয়, নবান্নের দিকে চেয়ে রইলেন 'কেষ্ট'

অনুব্রত মণ্ডলকে গতকাল বীরভূম থেকে সড়কপথে কলকাতায় নিয়ে আসে সিবিআই ৷ জাতীয় সড়কে একাধিক যানজট পেরিয়ে গভীর রাতে নিজাম প্যালেসে পৌঁছয় সিবিআইয়ের গাড়ি ৷ পথে নবান্ন পড়েছিল ৷ কী করলেন 'কেষ্ট' (Anubrata Looks at Nabanna) ?

2. Migrant Labour Shot Dead: কাশ্মীরে পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করল জঙ্গিরা

আবার রক্ত ঝরল উপত্যকায়। গুলি করে খুন করা হল পরিযায়ী শ্রমিককে । জানা গিয়েছে তাঁর নাম মহম্মদ আমরেজ । বাড়ি বিহারে (Migrant labour shot deed)।

3. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত (Market Price in Kolkata) ? একনজরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি ৷

4. French Air Force in Sulur: তামিলনাড়ুর সুলুরে ফরাসি বায়ুসেনা-যুদ্ধবিমান ! কেন ?

তামিলনাড়ুর সুলুরে ভারতীয় বায়ু সেনার ক্যাম্প আছে ৷ সেখানেই নামল ফ্রান্সের বায়ু সেনা বিমান ৷ তার মধ্যে রয়েছে রাফালও ৷ নতুন কোনও সমীকরণ (French Air Force in Sulur) ?

5. HC on Jalpaiguri Couple: সংসারে ভাঙন ! দম্পতিকে পুরী পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দম্পতির সম্পর্কে ভাঙন ধরায় তাঁরা আদালতের দ্বারস্থ হন ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের পুরী ঘুরে আসতে নির্দেশ দিলেন ৷ এমনকী তাঁদের বেড়াতে যাওয়ার বন্দোবস্ত করে দিলেন (HC on Jalpaiguri Couple) ৷

6. West Bengal Weather Update: নিম্নচাপের শক্তিক্ষয়, আপাতত বৃষ্টি আরও কমবে রাজ্যে

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম ৷ তাপমাত্রার বিশেষ পরিবর্তনের পূর্বাভাস নেই (West Bengal Weather Update)।

7. Howrah Accident: স্কুল থেকে ফেরার পথে গতির বলি ছাত্রী, এলাকায় বিক্ষোভ

গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর ৷ স্কুল থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা বলে খবর ৷ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়ার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের জগন্নাথ মন্দির এলাকায় । (Student Dies in Accident) ৷ ঘটনায় প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী । তাঁদের দাবি, প্রশাসন গাফিলতিকতে প্রাণ গিয়েছে বছর দশেকের ওই ছাত্রীর ।

8. Anubrata Mondal: কেষ্ট আপাতত ন'দিন থাকবেন নিজাম প্যালেসে, কাল থেকে শুরু জেরা

বীরভূমের দাপুটে কেষ্ট আপাতত ন'দিন থাকবেন কলকাতায় (Anubrata Mondal Will be at Nizam Palace for Nine Days) । তবে একেবারে আলাদা ৷ কারণ তিনি থাকবেন সিবিআই হেফাজতে। ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে সিবিআইয়ের একটি কনভয় বীরভূম থেকে বেরিয়ে পড়েছেন।

9. Agitation against Anubrata: সাধারণের এত রাগ-ক্ষোভ জমা ছিল অনুব্রতর বিরুদ্ধে !

বৃহস্পতিবার গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (Anubrata Mondal Arrested by CBI in Cattle Smuggling Case) ৷ তার পর দিনভর তাঁকে নিয়ে সিবিআই যেখানে গিয়েছে, সেখানেই এই তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ কেন ? সাধারণের এত রাগ-ক্ষোভ জমা ছিল অনুব্রতর বিরুদ্ধে ? উঠছে প্রশ্ন ৷

10. Volleyball Tournament: পুজো সংগঠকদের নিয়ে ভলিবল টুর্নামেন্ট শহরে

পুজো শুরুর আগেই মাঠে নামবেন ওঁরা । শহরের ৬৪টি ক্লাবের সদস্যদের মধ্যে হবে ভলিবল প্রতিযোগিতা (Volleyball Tournament Before Durga Puja) ।

1. Anubrata Looks at Nabanna: দ্বিতীয় হুগলি সেতুতে সিবিআই-কনভয়, নবান্নের দিকে চেয়ে রইলেন 'কেষ্ট'

অনুব্রত মণ্ডলকে গতকাল বীরভূম থেকে সড়কপথে কলকাতায় নিয়ে আসে সিবিআই ৷ জাতীয় সড়কে একাধিক যানজট পেরিয়ে গভীর রাতে নিজাম প্যালেসে পৌঁছয় সিবিআইয়ের গাড়ি ৷ পথে নবান্ন পড়েছিল ৷ কী করলেন 'কেষ্ট' (Anubrata Looks at Nabanna) ?

2. Migrant Labour Shot Dead: কাশ্মীরে পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করল জঙ্গিরা

আবার রক্ত ঝরল উপত্যকায়। গুলি করে খুন করা হল পরিযায়ী শ্রমিককে । জানা গিয়েছে তাঁর নাম মহম্মদ আমরেজ । বাড়ি বিহারে (Migrant labour shot deed)।

3. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত (Market Price in Kolkata) ? একনজরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি ৷

4. French Air Force in Sulur: তামিলনাড়ুর সুলুরে ফরাসি বায়ুসেনা-যুদ্ধবিমান ! কেন ?

তামিলনাড়ুর সুলুরে ভারতীয় বায়ু সেনার ক্যাম্প আছে ৷ সেখানেই নামল ফ্রান্সের বায়ু সেনা বিমান ৷ তার মধ্যে রয়েছে রাফালও ৷ নতুন কোনও সমীকরণ (French Air Force in Sulur) ?

5. HC on Jalpaiguri Couple: সংসারে ভাঙন ! দম্পতিকে পুরী পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দম্পতির সম্পর্কে ভাঙন ধরায় তাঁরা আদালতের দ্বারস্থ হন ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের পুরী ঘুরে আসতে নির্দেশ দিলেন ৷ এমনকী তাঁদের বেড়াতে যাওয়ার বন্দোবস্ত করে দিলেন (HC on Jalpaiguri Couple) ৷

6. West Bengal Weather Update: নিম্নচাপের শক্তিক্ষয়, আপাতত বৃষ্টি আরও কমবে রাজ্যে

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম ৷ তাপমাত্রার বিশেষ পরিবর্তনের পূর্বাভাস নেই (West Bengal Weather Update)।

7. Howrah Accident: স্কুল থেকে ফেরার পথে গতির বলি ছাত্রী, এলাকায় বিক্ষোভ

গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর ৷ স্কুল থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা বলে খবর ৷ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়ার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের জগন্নাথ মন্দির এলাকায় । (Student Dies in Accident) ৷ ঘটনায় প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী । তাঁদের দাবি, প্রশাসন গাফিলতিকতে প্রাণ গিয়েছে বছর দশেকের ওই ছাত্রীর ।

8. Anubrata Mondal: কেষ্ট আপাতত ন'দিন থাকবেন নিজাম প্যালেসে, কাল থেকে শুরু জেরা

বীরভূমের দাপুটে কেষ্ট আপাতত ন'দিন থাকবেন কলকাতায় (Anubrata Mondal Will be at Nizam Palace for Nine Days) । তবে একেবারে আলাদা ৷ কারণ তিনি থাকবেন সিবিআই হেফাজতে। ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে সিবিআইয়ের একটি কনভয় বীরভূম থেকে বেরিয়ে পড়েছেন।

9. Agitation against Anubrata: সাধারণের এত রাগ-ক্ষোভ জমা ছিল অনুব্রতর বিরুদ্ধে !

বৃহস্পতিবার গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (Anubrata Mondal Arrested by CBI in Cattle Smuggling Case) ৷ তার পর দিনভর তাঁকে নিয়ে সিবিআই যেখানে গিয়েছে, সেখানেই এই তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ কেন ? সাধারণের এত রাগ-ক্ষোভ জমা ছিল অনুব্রতর বিরুদ্ধে ? উঠছে প্রশ্ন ৷

10. Volleyball Tournament: পুজো সংগঠকদের নিয়ে ভলিবল টুর্নামেন্ট শহরে

পুজো শুরুর আগেই মাঠে নামবেন ওঁরা । শহরের ৬৪টি ক্লাবের সদস্যদের মধ্যে হবে ভলিবল প্রতিযোগিতা (Volleyball Tournament Before Durga Puja) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.